জলপাইগুড়ি, 22 মার্চ: কলকাতা সহ রাজ্যের প্রতিটি পৌরশহরে 27 মার্চ পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে তা থেকে জরুরি পরিষেবাগুলিকে বাদ দেওয়া হয়েছে ৷ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলি যে খোলা থাকবে, তা আজ আবারও মাইকিং করে জানিয়ে দিল জলপাইগুড়ি পুলিশ ।
আজ রাতে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে শহরের 25 টি ওয়ার্ডে মাইকিং করা হয় ৷ কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় । প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে বলে মাইকিং করে পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে ।
জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, "লক ডাউনের সময় খাবার কোথায় পাবে, তা নিয়ে সাধারণ মানুষ আশঙ্কিত হয়ে পড়েছে ৷ তাই এই মাইকিং । মুদিখানা , সবজি, মাছ , মাংস সব দোকান লক ডাউনের সময় খোলা থাকবে বলেও সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে ।"