ETV Bharat / state

Jalpaiguri College Agitation: অধ্যক্ষের পদত্যাগের দাবিতে পথে অধ্যাপক-শিক্ষাকর্মী-প্রাক্তনীরা - বিক্ষোভ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন ৷ জলপাইগুড়ির (Jalpaiguri) আনন্দচন্দ্র কমার্স কলেজের (Ananda Chandra College of Commerce) ঘটনা ৷

agitation in Jalpaiguri Ananda Chandra College of Commerce
Jalpaiguri College Agitation: অধ্যক্ষের পদত্যাগের দাবিতে পথে অধ্যাপক-শিক্ষাকর্মী-প্রাক্তনীরা
author img

By

Published : Jun 20, 2022, 6:25 PM IST

জলপাইগুড়ি, 20 জুন: অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামলেন অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে কলেজের প্রাক্তনীরা (College Agitation)। তাঁদের অভিযোগ, অধ্যক্ষের জন্যই কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ ঘটনা ঘিরে অশান্তি ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) আনন্দচন্দ্র কমার্স কলেজে (Ananda Chandra College of Commerce) ৷

আন্দোলনকারীদের দাবি, কলেজের বর্তমান অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এমনকী, অধ্যক্ষের বিরুদ্ধে অধ্যাপিকাদের কটূক্তি করারও অভিযোগ তুলেছেন বিক্ষোভাকারীরা ৷ তাঁদের বক্তব্য, কয়েক বছর আগে একটি বিয়েবাড়িতে 'গ্রুপ ফটো' তোলা হয়েছিল ৷ সেই ছবি বিকৃত করেই সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কলেজের এক অধ্যাপিকার ভাবমূর্তি নষ্ট করতেই অধ্যক্ষের অঙ্গুলি হেলনে কিছু লোক এইসব কাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন

এই ঘটনায় ইতিমধ্যেই জলপাইগুড়ি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ যদিও অধ্যক্ষের দাবি, তিনি কড়া হাতে কলেজ পরিচালনা করছেন বলেই তাঁর বিরুদ্ধে একজোট হয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অধ্যাপক, অধ্য়াপিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ ৷ পালটা আন্দোলনকারীদের দাবি, তাঁরা অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদ করেছেন বলে তাঁদের কালিমালিপ্ত করছেন অধ্যক্ষ ৷

এই বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে এক মহিলা সেই কল রিসিভ করে জানান, "অধ্যক্ষ চিকিৎসকের চেম্বারে রয়েছেন ৷ তাঁর শরীর ভাল নেই ৷ আপানারা ওঁকে একটু রেহাই দিন ৷"

জলপাইগুড়ি, 20 জুন: অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামলেন অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে কলেজের প্রাক্তনীরা (College Agitation)। তাঁদের অভিযোগ, অধ্যক্ষের জন্যই কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ ঘটনা ঘিরে অশান্তি ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) আনন্দচন্দ্র কমার্স কলেজে (Ananda Chandra College of Commerce) ৷

আন্দোলনকারীদের দাবি, কলেজের বর্তমান অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এমনকী, অধ্যক্ষের বিরুদ্ধে অধ্যাপিকাদের কটূক্তি করারও অভিযোগ তুলেছেন বিক্ষোভাকারীরা ৷ তাঁদের বক্তব্য, কয়েক বছর আগে একটি বিয়েবাড়িতে 'গ্রুপ ফটো' তোলা হয়েছিল ৷ সেই ছবি বিকৃত করেই সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কলেজের এক অধ্যাপিকার ভাবমূর্তি নষ্ট করতেই অধ্যক্ষের অঙ্গুলি হেলনে কিছু লোক এইসব কাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন

এই ঘটনায় ইতিমধ্যেই জলপাইগুড়ি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ যদিও অধ্যক্ষের দাবি, তিনি কড়া হাতে কলেজ পরিচালনা করছেন বলেই তাঁর বিরুদ্ধে একজোট হয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অধ্যাপক, অধ্য়াপিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ ৷ পালটা আন্দোলনকারীদের দাবি, তাঁরা অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদ করেছেন বলে তাঁদের কালিমালিপ্ত করছেন অধ্যক্ষ ৷

এই বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে এক মহিলা সেই কল রিসিভ করে জানান, "অধ্যক্ষ চিকিৎসকের চেম্বারে রয়েছেন ৷ তাঁর শরীর ভাল নেই ৷ আপানারা ওঁকে একটু রেহাই দিন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.