ETV Bharat / state

সরকারি চাকরির দাবিতে বিক্ষোভ প্রাক্তন কেএলও জঙ্গির

প্রাক্তন কেএলও জঙ্গি ও লিংকম্যানদের দাবি, সরকারের তরফে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি ৷ আগামী 7দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা ৷

জলপাইগুড়ি
জলপাইগুড়ি
author img

By

Published : Jan 19, 2021, 10:16 PM IST

জলপাইগুড়ি, 19 জানুয়ারি : সরকারি চাকরির ও পুনর্বাসনের দাবি প্রাক্তন কেএলও জঙ্গি ও লিংকম্যানদের । এদিন জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে এই দাবিতে দ্বারস্থ হন তাঁরা ৷ আগামী 7 দিনের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয় প্রাক্তন কেএলও জঙ্গিরা ৷ উল্লেখ্য, বাম আমলে কামতাপুর ভাষা ও রাজ্যের দাবিতে গোটা উত্তরবঙ্গ জুরে আন্দোলন করেছিল কিছু যুবক । সেই সময় জন্ম হয় কেএলও জঙ্গি সংগঠনের ৷ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের পর কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে মূল স্রোতে ফিরে আসেন সংগঠনে নাম লেখানো কিছু মানুষ । প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারি চাকরি ও পুনর্বাসনের ৷ যদিও এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি বলে জানান তাঁরা ৷

আরও পড়ুন : গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 2

নির্যাতিত রাজবন্দি পরিবার সংহতি মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবির সমর্থনে আন্দোলন করে গেলেও সুরাহা হয়নি । তাই চাকরির দাবিতে জলপাইগুড়ি জেলা পুলিশসুপারের দপ্তরে অবস্থানে বসার সিদ্ধান্ত নেন ৷ আন্দোলনকারীরা পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের দপ্তরের সামনে আসতেই 5 জনকে ডেকে নেওয়া হয় ভেতরে ৷ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি ৷ নির্যাতিত রাজবন্দি পরিবার সংহতি মঞ্চের অন্যতম নেত্রী জ্যোৎস্না রায় বলেন, "আমরা চাকরির দাবিতে পুলিশ সুপারের কাছে ধর্না দিতে এসেছিলাম । তিনি আমাদের কাছে সাত দিনের সময় চেয়েছেন । তাঁর কথাকে মান্যতা দিয়ে আমরা আমাদের আন্দোলন 7দিনের জন্য স্থগিত রাখলাম । সাত দিন দেখে ফের আমরা আন্দলনে নামবো ।"

জলপাইগুড়ি, 19 জানুয়ারি : সরকারি চাকরির ও পুনর্বাসনের দাবি প্রাক্তন কেএলও জঙ্গি ও লিংকম্যানদের । এদিন জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে এই দাবিতে দ্বারস্থ হন তাঁরা ৷ আগামী 7 দিনের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয় প্রাক্তন কেএলও জঙ্গিরা ৷ উল্লেখ্য, বাম আমলে কামতাপুর ভাষা ও রাজ্যের দাবিতে গোটা উত্তরবঙ্গ জুরে আন্দোলন করেছিল কিছু যুবক । সেই সময় জন্ম হয় কেএলও জঙ্গি সংগঠনের ৷ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের পর কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে মূল স্রোতে ফিরে আসেন সংগঠনে নাম লেখানো কিছু মানুষ । প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারি চাকরি ও পুনর্বাসনের ৷ যদিও এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি বলে জানান তাঁরা ৷

আরও পড়ুন : গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 2

নির্যাতিত রাজবন্দি পরিবার সংহতি মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবির সমর্থনে আন্দোলন করে গেলেও সুরাহা হয়নি । তাই চাকরির দাবিতে জলপাইগুড়ি জেলা পুলিশসুপারের দপ্তরে অবস্থানে বসার সিদ্ধান্ত নেন ৷ আন্দোলনকারীরা পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের দপ্তরের সামনে আসতেই 5 জনকে ডেকে নেওয়া হয় ভেতরে ৷ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি ৷ নির্যাতিত রাজবন্দি পরিবার সংহতি মঞ্চের অন্যতম নেত্রী জ্যোৎস্না রায় বলেন, "আমরা চাকরির দাবিতে পুলিশ সুপারের কাছে ধর্না দিতে এসেছিলাম । তিনি আমাদের কাছে সাত দিনের সময় চেয়েছেন । তাঁর কথাকে মান্যতা দিয়ে আমরা আমাদের আন্দোলন 7দিনের জন্য স্থগিত রাখলাম । সাত দিন দেখে ফের আমরা আন্দলনে নামবো ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.