ETV Bharat / state

জেলার 150 বছরের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না সাংসদ - MP

জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি হচ্ছে কিন্তু জলপাইগুড়ির নির্বাচিত সাংসদকে নিমন্ত্রন করার সৌজন্য বোধটুকু দেখাল না রাজ্য সরকারের প্রতিনিধিরা, কটাক্ষ বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর ।

administration
administration
author img

By

Published : Dec 20, 2019, 5:37 AM IST

জলপাইগুড়ি, 20 ডিসেম্বর : জেলার সমাপ্তি অনুষ্ঠান সহ কোন সরকারি অনুষ্ঠানের আমন্ত্রন পেলেন না সাংসদ । এবার জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি ৷ সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ কিন্তু সেখানে কোনও আমন্ত্রন পেলেন না সাংসদ জয়ন্তকুমার রায়।

জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি হচ্ছে কিন্তু জলপাইগুড়ির নির্বাচিত সাংসদকে নিমন্ত্রন করার সৌজন্য বোধটুকু দেখাল না রাজ্য সরকারের প্রতিনিধিরা, কটাক্ষ বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর । শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন জেলার ১৫০ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন।

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী অভিযোগ করে বলেন , "জলপাইগুড়ির সঙ্গে যার কোন লেনাদেনা নেই, যিনি জলপাইগুড়ির বাসিন্দাই নন তিনি জেলার ১৫০ বছর পূর্তি উদযাপনের চেয়ারম্যান। জলপাইগুড়ির সাংসদ জেলার ভুমিপুত্র। তাঁর বাবা একজন গুনী ব্যক্তি, তাঁর পরিবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে আমন্ত্রন করা হল না । তিনি জেলার নির্বাচিত সাংসদ। আর যিনি কোচবিহারের বাসিন্দা বিজয়চন্দ্র বর্মন যিনি জলপাইগুড়ির শহরটাকেও চেনেন না তিনি জেলার দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানের চেয়ারম্যান। "

যার শিক্ষা-দিক্ষা-কর্ম কোনও কিছুই জলপাইগুড়ির সঙ্গে নয়, তিনি কমিটির চেয়ারম্যান। আর যিনি সাংসদ জন্ম-কর্ম সব জলপাইগুড়ির, তাঁকে সৌজন্যবোধের খাতিরেও নিমন্ত্রন করা হল না এটা হাস্যকর। এটা পশ্চিমবঙ্গের সরকারের কালচার। এটা তারা পথ দেখাল এই পথেই আমরা চলব । দলদাসে পরিনত করেছে সব কিছুকেই, অভিযোগ বাপী গোস্বামীর।

জলপাইগুড়ি, 20 ডিসেম্বর : জেলার সমাপ্তি অনুষ্ঠান সহ কোন সরকারি অনুষ্ঠানের আমন্ত্রন পেলেন না সাংসদ । এবার জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি ৷ সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ কিন্তু সেখানে কোনও আমন্ত্রন পেলেন না সাংসদ জয়ন্তকুমার রায়।

জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি হচ্ছে কিন্তু জলপাইগুড়ির নির্বাচিত সাংসদকে নিমন্ত্রন করার সৌজন্য বোধটুকু দেখাল না রাজ্য সরকারের প্রতিনিধিরা, কটাক্ষ বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর । শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন জেলার ১৫০ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন।

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী অভিযোগ করে বলেন , "জলপাইগুড়ির সঙ্গে যার কোন লেনাদেনা নেই, যিনি জলপাইগুড়ির বাসিন্দাই নন তিনি জেলার ১৫০ বছর পূর্তি উদযাপনের চেয়ারম্যান। জলপাইগুড়ির সাংসদ জেলার ভুমিপুত্র। তাঁর বাবা একজন গুনী ব্যক্তি, তাঁর পরিবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে আমন্ত্রন করা হল না । তিনি জেলার নির্বাচিত সাংসদ। আর যিনি কোচবিহারের বাসিন্দা বিজয়চন্দ্র বর্মন যিনি জলপাইগুড়ির শহরটাকেও চেনেন না তিনি জেলার দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানের চেয়ারম্যান। "

যার শিক্ষা-দিক্ষা-কর্ম কোনও কিছুই জলপাইগুড়ির সঙ্গে নয়, তিনি কমিটির চেয়ারম্যান। আর যিনি সাংসদ জন্ম-কর্ম সব জলপাইগুড়ির, তাঁকে সৌজন্যবোধের খাতিরেও নিমন্ত্রন করা হল না এটা হাস্যকর। এটা পশ্চিমবঙ্গের সরকারের কালচার। এটা তারা পথ দেখাল এই পথেই আমরা চলব । দলদাসে পরিনত করেছে সব কিছুকেই, অভিযোগ বাপী গোস্বামীর।

Intro:জলপাইগুড়িঃঃ জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পুর্তির সমাপ্তি অনুষ্ঠান সহ কোন সরকারি অনুষ্ঠানের নিমন্ত্রন পান না জলপাইগুড়ির সাংসদ।এবার জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পুর্তির সমাপ্তি অনুষ্ঠানে
নিমন্ত্রন পেলেন না সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পুর্তি হচ্ছে কিন্তু জলপাইগুড়ির নির্বাচিত সাংসদকে নিমন্ত্রন করার সৌজন্য বোধ টুকু দেখাল না রাজ্য সরকারের প্রতিনিধিরা বলে কটাক্ষ করলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন জেলার ১৫০ বছর পুর্তির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন।কিন্তু সরকারি অনুষ্ঠানে সাংসদকে নিমন্ত্রন করা হয়নি বলে অভিযোগ।Body:বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী অভিযোগ করে বলেন যার জলপাইগুড়ির সাথে কোন লেনাদেনা নেই। যিনি জলপাইগুড়ির বাসিন্দাই নন তিনি জেলার ১৫০ বছর পুর্তি উদযাপনের চেয়ারম্যান।জলপাইগুড়ির সাংসদ জেলার ভুমিপুত্র। তার বাবা একজন গুনী ব্যক্তি, তার পরিবার স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন।তাকে নিমন্ত্রন করা হল না।তিনি জেলার নির্বাচিত সাংসদ।আর যিনি কোচবিহারের বাসিন্দা বিজয় চন্দ্র বর্মন যিনি জলপাইগুড়ির শহরটাকেও চেনেন না তিনি জলপাইগুড়ি জেলার দেড়শো বছর পুর্তির অনুষ্ঠানের চেয়ারম্যান। যার শিক্ষা দিক্ষা কর্ম কোন কিছুই জলপাইগুড়ির সাথে নেই তিনি কমিটির চেয়ারম্যান।আর যিনি সাংসদ জন্ম কর্ম সব জলপাইগুড়ির তাকে সৌজন্য বোধ করেও নিমন্ত্রন করা হল না এটা হাস্যকর।এটা পশ্চিমবঙ্গের সরকারের কালচার।এটা তারা পথ দেখাল এই পথেই আমরা চলব।দলদাসে পরিনত করেছে সব কিছুকেই বলে অভিযোগ বাপী গোস্বামীর। Conclusion:আজ সাংসদ অফিসে সাংসদকে পাশে বসিয়ে এমন অভিযোগ করেন বিজেপির সভাপতি বাপী গোস্বামী।তিনি বলেন পুলিশ জেলার দেড়শো বছর পুর্তির সমাপ্তি অনুষ্ঠানে ম্যারাথনের আয়োজন করলে সেখানেও সাংসদ কে নিমন্ত্রন করা হয়নি।এমনকি বইমেলাতেও নিমন্ত্রন করা হয়নি বলে অভিযোগ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.