জলপাইগুড়ি, 20 ডিসেম্বর : জেলার সমাপ্তি অনুষ্ঠান সহ কোন সরকারি অনুষ্ঠানের আমন্ত্রন পেলেন না সাংসদ । এবার জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি ৷ সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ কিন্তু সেখানে কোনও আমন্ত্রন পেলেন না সাংসদ জয়ন্তকুমার রায়।
জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি হচ্ছে কিন্তু জলপাইগুড়ির নির্বাচিত সাংসদকে নিমন্ত্রন করার সৌজন্য বোধটুকু দেখাল না রাজ্য সরকারের প্রতিনিধিরা, কটাক্ষ বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর । শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন জেলার ১৫০ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী অভিযোগ করে বলেন , "জলপাইগুড়ির সঙ্গে যার কোন লেনাদেনা নেই, যিনি জলপাইগুড়ির বাসিন্দাই নন তিনি জেলার ১৫০ বছর পূর্তি উদযাপনের চেয়ারম্যান। জলপাইগুড়ির সাংসদ জেলার ভুমিপুত্র। তাঁর বাবা একজন গুনী ব্যক্তি, তাঁর পরিবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে আমন্ত্রন করা হল না । তিনি জেলার নির্বাচিত সাংসদ। আর যিনি কোচবিহারের বাসিন্দা বিজয়চন্দ্র বর্মন যিনি জলপাইগুড়ির শহরটাকেও চেনেন না তিনি জেলার দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানের চেয়ারম্যান। "
যার শিক্ষা-দিক্ষা-কর্ম কোনও কিছুই জলপাইগুড়ির সঙ্গে নয়, তিনি কমিটির চেয়ারম্যান। আর যিনি সাংসদ জন্ম-কর্ম সব জলপাইগুড়ির, তাঁকে সৌজন্যবোধের খাতিরেও নিমন্ত্রন করা হল না এটা হাস্যকর। এটা পশ্চিমবঙ্গের সরকারের কালচার। এটা তারা পথ দেখাল এই পথেই আমরা চলব । দলদাসে পরিনত করেছে সব কিছুকেই, অভিযোগ বাপী গোস্বামীর।