জলপাইগুড়ি, 12 এপ্রিল : "প্রধানমন্ত্রী বলছেন "আমি চৌকিদার"। আর উনি কোচবিহারের এক পাচারকারীর হাত ধরে বলছেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে একে জয়ী করুন। মানে পাচারকারীও চৌকিদার, চোরও চৌকিদার, ডাকাতও চৌকিদার, দু'নম্বরিও চৌকিদার। চোর, ডাকাত, দু'নম্বরিদের একটা ঠিকানা- ভারতীয় জনতা পার্টি। পচা পদ্মের এমনই জাদু জয়েন করলে চোরও সাধু।" আজ বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠের এক জনসভায় একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক আরও বলেন, " ২৩ মে নির্বাচনে ফলাফল ঘোষণা করার পর ভারতীয় জনতা পার্টিকে জলপাইগুড়িতে কোথাও দেখা যাবে না। যাদের গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, যারা মানুষকে উৎসবের সময় একটা বস্ত্র, ত্রিপল দেয় না, যারা নিজেদের পাড়ার কুকুরকে কোনওদিনও একটা বিস্কুট খাওয়ায়নি, তাদের কাছে ধর্ম নিরপেক্ষতা আর মানবসেবার কথা শিখতে হবে না। হিন্দুধর্মকে বুড়ো আঙুল দেখিয়ে বিভাজনের রাজনীতি শুরু করেছে BJP। প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি বলেছিলেন বাংলায় কোটি কোটি টাকা দেব। কিন্তু, তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন। আমরা গদ্দার নই। কিছু গদ্দার ছিল তাদের আমরা ডাসবিনে ফেলে দিয়েছি। তাদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মাতামাতি করছে। দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজোতে নরেন্দ্র মোদির দল বাংলায় কাউকেই শুভেচ্ছাবার্তা পাঠায়নি। কিন্তু, আমরা ২৮ হাজার টাকা করে ১০ হাজার ক্লাবকে সাহায্য করেছি দেখে BJP, CPI(M) ও কংগ্রেস লেজ গুটিয়ে সুপ্রিম কোর্ট চলে গেল। মানে তোমরা করলে চমৎকার, আর আমরা করলে বলাৎকার। তুমি করলে রামলীলা আর আমরা করলে ক্যারেকটার ঢিলা। এই হল নরেন্দ্র মোদি সরকার।"