ETV Bharat / state

তুমি করলে রামলীলা আমরা করলে ক্যারেকটার ঢিলা, BJP-কে আক্রমণ অভিষেকের - tmc

"২৩ মে নির্বাচনে ফলাফল ঘোষণা করার পর ভারতীয় জনতা পার্টিকে জলপাইগুড়িতে কোথাও দেখা যাবে না।" আজ বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠের এক জনসভায় একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 12, 2019, 7:21 PM IST

Updated : Apr 12, 2019, 7:33 PM IST

জলপাইগুড়ি, 12 এপ্রিল : "প্রধানমন্ত্রী বলছেন "আমি চৌকিদার"। আর উনি কোচবিহারের এক পাচারকারীর হাত ধরে বলছেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে একে জয়ী করুন। মানে পাচারকারীও চৌকিদার, চোরও চৌকিদার, ডাকাতও চৌকিদার, দু'নম্বরিও চৌকিদার। চোর, ডাকাত, দু'নম্বরিদের একটা ঠিকানা- ভারতীয় জনতা পার্টি। পচা পদ্মের এমনই জাদু জয়েন করলে চোরও সাধু।" আজ বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠের এক জনসভায় একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভিডিয়োয় শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
এই জনসভায় অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বলেন, "আপনাদের 2 টো আসনও পেতে দেব না। CPI(M), BJP, কংগ্রেস জোর করে সন্ত্রাস চালিয়ে দু-চারটে আসন পাওয়ার চেষ্টা করছে। আমরা সেটাও করতে দেব না। 20টির নিচে আসন পেলে ক্যামেরার সামনে আপনি বাংলার মানুষের কাছে ওঠবোস করবেন। আর আপনি ২০টার বেশি আসন পেলে আমি বাংলার মানুষের কাছে ক্যামেরার সামনে কানধরে ওঠবোস করব। আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকি। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে বড় বড় ভাষণ আর প্রাইভেট জিপে করে সারা বিশ্ব ভ্রমণ। এটা রাজনীতি নয়।"

অভিষেক আরও বলেন, " ২৩ মে নির্বাচনে ফলাফল ঘোষণা করার পর ভারতীয় জনতা পার্টিকে জলপাইগুড়িতে কোথাও দেখা যাবে না। যাদের গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, যারা মানুষকে উৎসবের সময় একটা বস্ত্র, ত্রিপল দেয় না, যারা নিজেদের পাড়ার কুকুরকে কোনওদিনও একটা বিস্কুট খাওয়ায়নি, তাদের কাছে ধর্ম নিরপেক্ষতা আর মানবসেবার কথা শিখতে হবে না। হিন্দুধর্মকে বুড়ো আঙুল দেখিয়ে বিভাজনের রাজনীতি শুরু করেছে BJP। প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি বলেছিলেন বাংলায় কোটি কোটি টাকা দেব। কিন্তু, তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন। আমরা গদ্দার নই। কিছু গদ্দার ছিল তাদের আমরা ডাসবিনে ফেলে দিয়েছি। তাদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মাতামাতি করছে। দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজোতে নরেন্দ্র মোদির দল বাংলায় কাউকেই শুভেচ্ছাবার্তা পাঠায়নি। কিন্তু, আমরা ২৮ হাজার টাকা করে ১০ হাজার ক্লাবকে সাহায্য করেছি দেখে BJP, CPI(M) ও কংগ্রেস লেজ গুটিয়ে সুপ্রিম কোর্ট চলে গেল। মানে তোমরা করলে চমৎকার, আর আমরা করলে বলাৎকার। তুমি করলে রামলীলা আর আমরা করলে ক্যারেকটার ঢিলা। এই হল নরেন্দ্র মোদি সরকার।"

জলপাইগুড়ি, 12 এপ্রিল : "প্রধানমন্ত্রী বলছেন "আমি চৌকিদার"। আর উনি কোচবিহারের এক পাচারকারীর হাত ধরে বলছেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে একে জয়ী করুন। মানে পাচারকারীও চৌকিদার, চোরও চৌকিদার, ডাকাতও চৌকিদার, দু'নম্বরিও চৌকিদার। চোর, ডাকাত, দু'নম্বরিদের একটা ঠিকানা- ভারতীয় জনতা পার্টি। পচা পদ্মের এমনই জাদু জয়েন করলে চোরও সাধু।" আজ বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠের এক জনসভায় একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভিডিয়োয় শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
এই জনসভায় অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বলেন, "আপনাদের 2 টো আসনও পেতে দেব না। CPI(M), BJP, কংগ্রেস জোর করে সন্ত্রাস চালিয়ে দু-চারটে আসন পাওয়ার চেষ্টা করছে। আমরা সেটাও করতে দেব না। 20টির নিচে আসন পেলে ক্যামেরার সামনে আপনি বাংলার মানুষের কাছে ওঠবোস করবেন। আর আপনি ২০টার বেশি আসন পেলে আমি বাংলার মানুষের কাছে ক্যামেরার সামনে কানধরে ওঠবোস করব। আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকি। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে বড় বড় ভাষণ আর প্রাইভেট জিপে করে সারা বিশ্ব ভ্রমণ। এটা রাজনীতি নয়।"

অভিষেক আরও বলেন, " ২৩ মে নির্বাচনে ফলাফল ঘোষণা করার পর ভারতীয় জনতা পার্টিকে জলপাইগুড়িতে কোথাও দেখা যাবে না। যাদের গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, যারা মানুষকে উৎসবের সময় একটা বস্ত্র, ত্রিপল দেয় না, যারা নিজেদের পাড়ার কুকুরকে কোনওদিনও একটা বিস্কুট খাওয়ায়নি, তাদের কাছে ধর্ম নিরপেক্ষতা আর মানবসেবার কথা শিখতে হবে না। হিন্দুধর্মকে বুড়ো আঙুল দেখিয়ে বিভাজনের রাজনীতি শুরু করেছে BJP। প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি বলেছিলেন বাংলায় কোটি কোটি টাকা দেব। কিন্তু, তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন। আমরা গদ্দার নই। কিছু গদ্দার ছিল তাদের আমরা ডাসবিনে ফেলে দিয়েছি। তাদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মাতামাতি করছে। দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজোতে নরেন্দ্র মোদির দল বাংলায় কাউকেই শুভেচ্ছাবার্তা পাঠায়নি। কিন্তু, আমরা ২৮ হাজার টাকা করে ১০ হাজার ক্লাবকে সাহায্য করেছি দেখে BJP, CPI(M) ও কংগ্রেস লেজ গুটিয়ে সুপ্রিম কোর্ট চলে গেল। মানে তোমরা করলে চমৎকার, আর আমরা করলে বলাৎকার। তুমি করলে রামলীলা আর আমরা করলে ক্যারেকটার ঢিলা। এই হল নরেন্দ্র মোদি সরকার।"

Last Updated : Apr 12, 2019, 7:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.