জলপাইগুড়ি, 29 এপ্রিল : উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার ইস্যু নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পাহাড়পুর যুবক সংঘের মাঠে জনসভা করেন তিনি ।
এদিনের সভা থেকে অভিষেক বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনজনের মধ্যে একজন যদি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বা মালদায় এসে বলতে পারেন যে বাংলাভাগ করব এবং উত্তরবঙ্গ পৃথক রাজ্য হবে আমি থেকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের কোনওদিন আর মুখ দেখাতে আসব না ৷ আর এই মাটিতে পা রাখব না । ওপেন চ্যালেঞ্জ করলাম । কিন্তু ক্ষমতা নেই তাদের । কারণ ওদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই নকল ।"
কেন্দ্রের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানান, একশো দিনের টাকা আদায়ে প্রয়োজনে দিল্লিতে তাবু খাটিয়ে অনির্দিষ্টকালের জন্য ধরনা দেবেন তিনি । তাঁর কথায়, গণতন্ত্রে কোনও শাসক বা কোনও বিরোধী শেষ কথা বলে না । মুখ্যমন্ত্রী শেষ কথা বলেনা, প্রধানমন্ত্রী শেষ কথা বলেনা, রাজ্যপাল শেষ কথা বলেনা, রাষ্ট্রপতি শেষ কথা বলে না । আপামর জনসাধারণ, মানুষ বলে । মানুষ যদি চায় তাহালে তাঁদের অধিকার আগামী দিনে দিল্লি থেকে ছিনিয়ে আনা হবে ৷ তৃণমূল নব জোয়ার কর্মসূচি শেষ হওয়ার পর রাজ্যের পাওনা আদায়ে দিল্লির বুকে গিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের কথা জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা, শুভেন্দুকে নিশানা ফিরহাদের
"তিনি বলেন, আমি যাব গিয়ে বৃহত্তর আন্দোলন তৈরি করে অবস্থান-বিক্ষোভ করব অনির্দিষ্টকালের জন্য। আমি দিল্লির বুকে যাব দরকার হলে। কৃষি ভবনের বাইরে বসব তাঁবু খাটিয়ে। পড়ে থাকব অনির্দিষ্টকালের জন্য। দিল্লির বুক থেকে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে আসব এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। কেউ আটকাতে পারবে না ।"