ETV Bharat / state

Abhishek on Dhupguri Sub Division: ধূপগুড়িকে 31 ডিসেম্বরের মধ্যে মহকুমা করার ঘোষণা অভিষেকের - ধূপগুড়ি বিধানসভায় উপ নির্বাচন

Announcement on Dhupguri Sub Division: ধূপগুড়ি বিধানসভায় উপ-নির্বাচন আগামী মঙ্গলবার ৷ শেষলগ্নে শনিবার প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে প্রতিশ্রুতি দিলেন যে তিনমাসের মধ্যে মহকুমায় পরিণত করা হবে ধূপগুড়িকে ৷

Abhishek on Dhupguri Sub Division
Abhishek on Dhupguri Sub Division
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 5:08 PM IST

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার দাবি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ৷ শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও সেই দাবি ওঠে ৷ যা শুনে অভিষেক প্রতিশ্রুতি দেন যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে মহকুমা হয়ে যাবে ধূপগুড়ি ৷ অভিষেকের কথায়, ‘‘আগামী 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে । হাসপাতালের উন্নয়ন হবে । আপনারা আবির খেলা শুরু করে দিন ।’’ যদিও ভোটের কারণে ধূপগুড়িতে এখন নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে ৷ সেই বিধি অনুযায়ী এই প্রতিশ্রুতি কি দিতে পারেন অভিষেক, প্রশ্ন তুলছে বিরোধীরা ৷

আগামী 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপ-নির্বাচন ৷ আগামিকাল, রবিবার প্রচারে শেষদিন ৷ তার আগে শনিবার সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে একাধিক ইস্য়ুতে বিজেপিকে নিশানা করেন তিনি ৷ পাশাপাশি স্থানীয় সমস্যাগুলি সমাধানের প্রসঙ্গ তোলেন ৷

সেই সময়ই উঠে আসে ধূপগুড়ি মহকুমার প্রসঙ্গ ৷ কারণ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই দাবি জানিয়ে আসছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস অনেক আগে দিয়েছেন ৷ তার পরও এবার নির্বাচনী প্রচারে সবপক্ষই এই ইস্য়ু উসকে দিয়ে জয় পেতে চাইছে ৷ অভিষেকও কার্যত একই পথে হেঁটেছেন ৷

আরও পড়ুন: আসন্ন বিধানসভার উপনির্বাচন ! 'ধূপগুড়ি মহকুমা' গড়ার দাবিতে আন্দোলন নাগরিক মঞ্চের

সভামঞ্চ থেকেই অভিষেক বলেন, ‘‘আপনাদের আর কী দাবি আছে বলুন । ধূপগুড়িকে মহকুমা করার দাবি আছে ! ধূপগুড়ি আলাদা মহকুমা হোক আগামিদিনে, এটা দাবি !’’ এই দাবি নিয়ে বিজেপি কেন বিধানসভায় সরব হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ সাধারণ মানুষের কাছে তাই তিনি প্রশ্ন ছুঁড়ে দেন যে কেন বিজেপির কাছে জানতে চাওয়া হয়নি এই নিয়ে ?

এর পর তিনি বলেন, ‘‘আজ সবাই বলছে মহকুমা চাই । ধূপগুড়ি উন্নয়ন যাতে সুনিশ্চিত করবেন । হাসপাতালের উন্নয়ন ও মহকুমার দাবি । হাসপাতালের উন্নয়ন হবে দায়িত্ব নিলাম ৷ কিন্তু মহকুমাটা কী করা যায় ! মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আপনারা মহকুমার জন্য, তিনি দেখবেন বলেছিলেন । 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে । এর দায় দায়িত্ব আমি এই সভা মঞ্চ থেকে কাঁধে তুলে নিচ্ছি । যদি মহকুমা হয় তাহলেই গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতালে উন্নীত হয়ে যাবে । তিন মাসের মধ্যে এটা সুনিশ্চিত করার দায় দায়িত্ব আমার ।’’

কিন্তু এর বদলে সাধারণ মানুষের কাছে তৃণমূলকে জেতানোর আবেদন করেছেন ৷ একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে জলপাইগুড়ির জন্য তৃণমূলের সরকার কী কী করেছে, সেই বিষয়টি৷ বানারহাট ব্লক করার কথা, চা-শ্রমিকদের উন্নতি, বিরুবাক ক্যানেল, দোমহনী হাটের সংস্কারের প্রসঙ্গ তুলে ধরেন ৷ জলপাইগুড়ি থেকে বিধানসভায় একটি আসন না জিতেও তৃণমূলের মানুষের জন্য কাজ করেছেন বলে দাবি করেন অভিষেক ৷

অভিষেকের প্রতিশ্রুতি কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর কথায়, ধূপগুড়ির মানুষ বোকা নয় ৷ অনেকদিন ধরে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷ জয়গাঁ পৌরসভা করবে বলেছিল তৃণমূল ৷ এখনও সেই প্রতিশ্রুতিই পালন করেনি ৷

আরও পড়ুন: বিজেপির মতো ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল ভোট করায় না, দাবি অভিষেকের

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার দাবি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ৷ শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও সেই দাবি ওঠে ৷ যা শুনে অভিষেক প্রতিশ্রুতি দেন যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে মহকুমা হয়ে যাবে ধূপগুড়ি ৷ অভিষেকের কথায়, ‘‘আগামী 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে । হাসপাতালের উন্নয়ন হবে । আপনারা আবির খেলা শুরু করে দিন ।’’ যদিও ভোটের কারণে ধূপগুড়িতে এখন নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে ৷ সেই বিধি অনুযায়ী এই প্রতিশ্রুতি কি দিতে পারেন অভিষেক, প্রশ্ন তুলছে বিরোধীরা ৷

আগামী 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপ-নির্বাচন ৷ আগামিকাল, রবিবার প্রচারে শেষদিন ৷ তার আগে শনিবার সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে একাধিক ইস্য়ুতে বিজেপিকে নিশানা করেন তিনি ৷ পাশাপাশি স্থানীয় সমস্যাগুলি সমাধানের প্রসঙ্গ তোলেন ৷

সেই সময়ই উঠে আসে ধূপগুড়ি মহকুমার প্রসঙ্গ ৷ কারণ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই দাবি জানিয়ে আসছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস অনেক আগে দিয়েছেন ৷ তার পরও এবার নির্বাচনী প্রচারে সবপক্ষই এই ইস্য়ু উসকে দিয়ে জয় পেতে চাইছে ৷ অভিষেকও কার্যত একই পথে হেঁটেছেন ৷

আরও পড়ুন: আসন্ন বিধানসভার উপনির্বাচন ! 'ধূপগুড়ি মহকুমা' গড়ার দাবিতে আন্দোলন নাগরিক মঞ্চের

সভামঞ্চ থেকেই অভিষেক বলেন, ‘‘আপনাদের আর কী দাবি আছে বলুন । ধূপগুড়িকে মহকুমা করার দাবি আছে ! ধূপগুড়ি আলাদা মহকুমা হোক আগামিদিনে, এটা দাবি !’’ এই দাবি নিয়ে বিজেপি কেন বিধানসভায় সরব হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ সাধারণ মানুষের কাছে তাই তিনি প্রশ্ন ছুঁড়ে দেন যে কেন বিজেপির কাছে জানতে চাওয়া হয়নি এই নিয়ে ?

এর পর তিনি বলেন, ‘‘আজ সবাই বলছে মহকুমা চাই । ধূপগুড়ি উন্নয়ন যাতে সুনিশ্চিত করবেন । হাসপাতালের উন্নয়ন ও মহকুমার দাবি । হাসপাতালের উন্নয়ন হবে দায়িত্ব নিলাম ৷ কিন্তু মহকুমাটা কী করা যায় ! মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আপনারা মহকুমার জন্য, তিনি দেখবেন বলেছিলেন । 31 ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে । এর দায় দায়িত্ব আমি এই সভা মঞ্চ থেকে কাঁধে তুলে নিচ্ছি । যদি মহকুমা হয় তাহলেই গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতালে উন্নীত হয়ে যাবে । তিন মাসের মধ্যে এটা সুনিশ্চিত করার দায় দায়িত্ব আমার ।’’

কিন্তু এর বদলে সাধারণ মানুষের কাছে তৃণমূলকে জেতানোর আবেদন করেছেন ৷ একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে জলপাইগুড়ির জন্য তৃণমূলের সরকার কী কী করেছে, সেই বিষয়টি৷ বানারহাট ব্লক করার কথা, চা-শ্রমিকদের উন্নতি, বিরুবাক ক্যানেল, দোমহনী হাটের সংস্কারের প্রসঙ্গ তুলে ধরেন ৷ জলপাইগুড়ি থেকে বিধানসভায় একটি আসন না জিতেও তৃণমূলের মানুষের জন্য কাজ করেছেন বলে দাবি করেন অভিষেক ৷

অভিষেকের প্রতিশ্রুতি কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর কথায়, ধূপগুড়ির মানুষ বোকা নয় ৷ অনেকদিন ধরে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷ জয়গাঁ পৌরসভা করবে বলেছিল তৃণমূল ৷ এখনও সেই প্রতিশ্রুতিই পালন করেনি ৷

আরও পড়ুন: বিজেপির মতো ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল ভোট করায় না, দাবি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.