জলপাইগুড়ি, 23 নভেম্বর : অনেকদিন পরে মামা বাড়িতে এসেছিল ভাগ্নে। আর এই খুশিতে মামার ঘরে থাকা একটি নতুন জামা উপহার দেয় ভাগ্নেকে । ভাগ্নেকে জামা কেন দেওয়া হল সেই নিয়ে মামা আর মামির মধ্যে বচসা । এদিকে মামা ও মামির গন্ডগোলের কারণে ভাগ্না বাড়ি থেকে চলে যায় । এরপরেই আত্মঘাতী হন মামি ।
নিজের জন্য বানারহাট থানার অন্তর্গত নাথুয়াহাটের বাসিন্দা মামা পরিক্ষিত সিংহ 180 টাকা দিয়ে জামা কিনে এনেছিলেন । ভাগ্নে বাড়িতে আসায় ভাগ্নাকে জামা উপহার দেন । আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মামি । কেন নতুন জামা ভাগ্নেকে দেওয়া হয়েছে তা নিয়েই ঝগড়া বাঁধিয়ে দেন । এরপরে গতকাল গভীর রাতে নিজের ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মামি গীতা সিংহ(40) ।
এদিন জলপাইগুড়ি মর্গে এসে মামা পরীক্ষিত সিংহ বলেন,"আমি আমার জন্য একটি নতুন জামা কিনে এনেছিলাম । কিন্তু জামাটি আমার ছোট হয়েছিল । ভাগ্নে অনেকদিন পরে বাড়িতে আসায় তাঁকে জামাটি আমি উপহার দিই ।"
কেন জামা তুলে দেওয়া হল তা নিয়েই স্ত্রীর সাথে গণ্ডগোল হয় বলে জানায় মৃতের স্বামী পরিক্ষিত । তিনি বলেন," জামা নিয়ে গন্ডগোল হয় ৷ এরপরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আমার স্ত্রী।" এদিকে পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্ত করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।