ETV Bharat / state

মাদারিহাটের চা বাগানে খাঁচাবন্দী পূর্ণবয়স্ক চিতাবাঘ - খাঁচাবন্দী পূর্ণবয়ষ্ক চিতাবাঘ

কয়েকদিন ধরেই মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানায় প্রাণ হারিয়েছেন কয়েকজন । চিতাবাঘটিকে ধরার জন্য জলদাপাড়া বনবিভাগ থেকে মাদারিহাট ব্লকের তুলসিপাড়া, গেরগান্ডা, রামঝোড়া, ধুমচিপাড়া চা বাগানের বিভিন্ন এলাকায় মোট ন'টি খাঁচা পাতা হয় । অবশেষে গতকাল সকালে গেরগাণ্ডা চা বাগানের 4 নম্বর বিভাগে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি ।

A leopard caught in a cage
খাঁচাবন্দী পূর্ণবয়স্ক চিতাবাঘ
author img

By

Published : Jan 21, 2020, 2:20 AM IST

জলপাইগুড়ি , 21 জানুয়ারি : চিতাবাঘ ধরতে পাতা হয়েছিল খাঁচা ৷ গতকাল একটি চিতাবাঘকে খাঁচাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় ৷ জলপাইগুড়ির মাদারিহাটের গেরগান্ডা চা বাগানের ঘটনা ।

কয়েকদিন ধরেই মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানায় প্রাণ হারিয়েছেন কয়েকজন । 17 ডিসেন্বর এক যুবতিকে চিতাবাঘ টেনে নিয়ে যায় । পরে তুলসিপাড়া চা বাগান থেকে তাঁর খুবলানো দেহ উদ্ধার হয় । ফলে চা বাগানের কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিল । এরপর চিতাবাঘটিকে ধরার জন্য জলদাপাড়া বনবিভাগ থেকে মাদারিহাট ব্লকের তুলসিপাড়া, গেরগান্ডা, রামঝোড়া, ধুমচিপাড়া চা বাগানের বিভিন্ন এলাকায় মোট ন'টি খাঁচা পাতা হয় । অবশেষে গতকাল সকালে গেরগাণ্ডা চা বাগানের 4 নম্বর বিভাগে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি । পরে বনদপ্তরের তরফে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যাওয়া হয় ।

চিতাবাঘটি পূর্ণবয়স্ক হওয়ায় মানুষ খেকো, এমনটাই মনে করছে স্থানীয়রা । তাই চিতাবাঘটি ধরা পড়ায় কিছুটা স্বস্তিতে চা বাগানের কর্মীসহ স্থানীয়রা । তবে বাঘটি মানুষ খেকো কি না সে বিষয়ে বনদপ্তরের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ৷ এ প্রসঙ্গে উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের প্রধান বনপাল উজ্জ্বল ঘোষ বলেন , " একটি চিতাবাঘ ধরা পড়েছে । তবে সে'টা মানুষ খেকো কি না তা বলা যাবে না । তবে পূর্ণবয়স্ক ও বড় চিতাবাঘ খাঁচাবন্দী হয়েছে ।"

জলপাইগুড়ি , 21 জানুয়ারি : চিতাবাঘ ধরতে পাতা হয়েছিল খাঁচা ৷ গতকাল একটি চিতাবাঘকে খাঁচাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় ৷ জলপাইগুড়ির মাদারিহাটের গেরগান্ডা চা বাগানের ঘটনা ।

কয়েকদিন ধরেই মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানায় প্রাণ হারিয়েছেন কয়েকজন । 17 ডিসেন্বর এক যুবতিকে চিতাবাঘ টেনে নিয়ে যায় । পরে তুলসিপাড়া চা বাগান থেকে তাঁর খুবলানো দেহ উদ্ধার হয় । ফলে চা বাগানের কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিল । এরপর চিতাবাঘটিকে ধরার জন্য জলদাপাড়া বনবিভাগ থেকে মাদারিহাট ব্লকের তুলসিপাড়া, গেরগান্ডা, রামঝোড়া, ধুমচিপাড়া চা বাগানের বিভিন্ন এলাকায় মোট ন'টি খাঁচা পাতা হয় । অবশেষে গতকাল সকালে গেরগাণ্ডা চা বাগানের 4 নম্বর বিভাগে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি । পরে বনদপ্তরের তরফে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যাওয়া হয় ।

চিতাবাঘটি পূর্ণবয়স্ক হওয়ায় মানুষ খেকো, এমনটাই মনে করছে স্থানীয়রা । তাই চিতাবাঘটি ধরা পড়ায় কিছুটা স্বস্তিতে চা বাগানের কর্মীসহ স্থানীয়রা । তবে বাঘটি মানুষ খেকো কি না সে বিষয়ে বনদপ্তরের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ৷ এ প্রসঙ্গে উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের প্রধান বনপাল উজ্জ্বল ঘোষ বলেন , " একটি চিতাবাঘ ধরা পড়েছে । তবে সে'টা মানুষ খেকো কি না তা বলা যাবে না । তবে পূর্ণবয়স্ক ও বড় চিতাবাঘ খাঁচাবন্দী হয়েছে ।"

Intro:জলপাইগুড়িঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের গেরগাণ্ডা চা বাগান থেকে উদ্ধার খাঁচাবন্দী হল একটি চিতাবাঘ
দির্ঘদিন থেকেই ঐ চা বাগানে এক মহিলাকে খুবলে খেয়েছিল।চা বাগানে চিতাবাঘ ঘরা পরায় স্বস্তিতে গেরগাণ্ডা চা বাগানের শ্রমিকরা। গত ১৭ ডিসেম্বর মাদারিহাটে গ‍্যারগেণ্ডা চা বাগানে এক ১৯ বর্ষীয় যুবতীকে চিতাবাঘ টেনে নিয়ে যায়। এরপর তুলসিপাড়া চা বাগান থেকে সেই যুবতীর মৃতদেহ উদ্ধার হয় এরপর জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে মাদারিহাট ব্লকের তুলসিপাড়া,গ‍্যারগেণ্ডা , রামঝোড়া,ধুমচিপাড়া চা বাগানে চিতাবাঘ ধরার জন্য নয়টি খাঁচা পাতে।Body:আজ সকালে মাদারিহাট ব্লকের গ‍্যারগেণ্ডা চা বাগানের ৪ নং সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় পুর্নবয়স্ক চিতাবাঘটি।চিতাবাঘ খাঁচাবন্দী হবার খবর পেয়েই ঘটনাস্থলে বনদপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌছে যান।এরপর চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যায়। এই চিতাবাঘটি মানুষখেকো কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
চিতাবাঘটির পুর্নবয়স্ক হওয়ায় চিতাবাঘটি মানুষ খেকো চিতাবাঘ বলে মনে করছেন স্থানীয়রা।Conclusion:উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন একটি চিতাবাঘ ধরা পরেছে।তবে এটা মানুষ খেকো কিনা এটা বলা যাবেনা। তবে পূর্ণবয়স্ক ও বড় চিতাবাঘ খাঁচাবন্দী হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.