ETV Bharat / state

নাগরাকাটার হিলা চা বাগান কনটেইনমেন্ট জ়োন

গত 15 মে নাগপুর থেকে ফিরেছিল নাগরাকাটার ওই 2 কোরোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিক । গত 21 মে জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে তাঁদের সোয়াব পরীক্ষা করা হয় ৷ জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে গতকাল সেই রিপোর্ট আসে ৷ পরীক্ষার রিপোর্টে তাঁদের 2 জনেরই কোরোনার পজ়িটিভ ধরা পড়ে ৷

7-new-people-is-infected-corona-in-jalpaiguri
জলপাইগুড়িতে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 7
author img

By

Published : May 25, 2020, 9:49 PM IST

জলপাইগুড়ি, 25 মে : পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পরেই নাগরাকাটার হিলা চা বাগানকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হল । গতকাল হিলা চা বাগানের 2 জন শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণের খোঁজ পাওয়া যায় । এরপর গতকাল রাতেই তাঁদের জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে নিয়ে আসা হয় । বর্তমানে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে 3 জন কোরোনা রোগীর চিকিৎসা চলছে ।

জানা গেছে, গত 15 মে নাগপুর থেকে ফিরেছিলেন নাগরাকাটার ওই 2 কোরোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিক । গত 21 মে জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে তাঁদের সোয়াব পরীক্ষা করা হয় ৷ জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে গতকাল সেই রিপোর্ট আসে ৷ পরীক্ষার রিপোর্টে তাঁদের 2 জনেরই কোরোনার পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপরেই নাগরাকাটার হিলা চা বাগান এলাকায় সংক্রমণ রুখতে ওই এলাকা কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয় ।

কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গের OSD ডঃ সুশান্ত রায় বলেন, " নাগরাকাটার 2 পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণের রিপোর্ট আসার পরেই তাঁদের জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে । আমাদের নতুন করে 600 জনের রিপোর্ট এসেছে ৷ তার মধ্যে কেবল 2 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । জলপাইগুড়ি জেলায় নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ । "

জলপাইগুড়ি, 25 মে : পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পরেই নাগরাকাটার হিলা চা বাগানকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হল । গতকাল হিলা চা বাগানের 2 জন শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণের খোঁজ পাওয়া যায় । এরপর গতকাল রাতেই তাঁদের জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে নিয়ে আসা হয় । বর্তমানে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে 3 জন কোরোনা রোগীর চিকিৎসা চলছে ।

জানা গেছে, গত 15 মে নাগপুর থেকে ফিরেছিলেন নাগরাকাটার ওই 2 কোরোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিক । গত 21 মে জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে তাঁদের সোয়াব পরীক্ষা করা হয় ৷ জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে গতকাল সেই রিপোর্ট আসে ৷ পরীক্ষার রিপোর্টে তাঁদের 2 জনেরই কোরোনার পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপরেই নাগরাকাটার হিলা চা বাগান এলাকায় সংক্রমণ রুখতে ওই এলাকা কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয় ।

কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গের OSD ডঃ সুশান্ত রায় বলেন, " নাগরাকাটার 2 পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণের রিপোর্ট আসার পরেই তাঁদের জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে । আমাদের নতুন করে 600 জনের রিপোর্ট এসেছে ৷ তার মধ্যে কেবল 2 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । জলপাইগুড়ি জেলায় নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.