ETV Bharat / state

Amrit Bharat Project: নয়া রূপে সেজে উঠছে উত্তরপূর্বের 56টি স্টেশন, খরচ 1960 কোটি

6 রাজ্যে 56টি স্টেশন সেজে উঠছে নব রূপে ৷ এই প্রকল্পে খরচ হবে প্রায় 1960 কোটি টাকা ৷ উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 5, 2023, 7:33 AM IST

Updated : Aug 5, 2023, 8:09 AM IST

জলপাইগুড়ি, 5 অগস্ট: 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় উত্তর-পূর্ব ভারতের 6 রাজ্যের 56টি স্টেশন নবরূপে সেজে উঠছে চলেছে । এই কাজের জন্য় বরাদ্দ হয়েছে 1960 কোটি টাকা ৷ অসমের 32টি, ত্রিপুরায় 3টি, পশ্চিমবঙ্গের 16টি, বিহারের 3টি, নাগাল্যান্ড ও মেঘালয়ে একটি করে স্টেশন এই তালিকায় রয়েছে । এই স্টেশনগুলি আলিপুরদুয়ার ডিভিশন, কাটিহার ডিভিশন ও লামডিং ডিভিশন, রঙ্গিয়া ডিভিশন, তিনসুকিয়া ডিভিশনের মধ্যে পড়ে।

জলপাইগুড়ি জেলার নিউ মালবাজার, জলপাইগুড়ি টাউন, জলপাইগুড়ি রোড, বিন্নাগুড়ি, ধুপগুড়ি ষ্টেশন এবং নিউ আলিপুরদুয়ার, ফালাকাটা, দলগাঁও, কামাক্ষ্যাগুড়ি, হাসিমারা ষ্টেশন, কোচবিহারের দিনহাটা এবং হলদিবাড়িকে অমৃত ভারত প্রকল্পের প্রথম ধাপে রাখা হয়েছে । রবিবার দেশজুড়ে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্গত 508টি স্টেশনের সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। জানা গিয়েছে, ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করবেন ৷

এই প্রসঙ্গেই উত্তরপুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মোট 91টি স্টেশনের সংস্কারের কাজ হবে। এর মধ্যে আগামিকাল থেকে 56টি স্টেশন সংস্কারের কাজ শুরু হবে । উত্তরপূর্ব সীমান্ত রেলের 5টি ডিভিশনের মধ্যে আলিপুরদুয়ার ডিভিশনের 15টি ষ্টেশন, কাটিহার ডিভিশনের 7টি ও লামডিং ডিভিশনের 15টি, রঙ্গিয়া ডিভিশনের 4টি, তিনসুকিয়া ডিভিশনের 13টি ষ্টেশনে কাজ হবে ।"

আরও পড়ুন: সৌন্দর্যায়ন ও পরিষেবার উন্নতিতে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন

জানা গিয়েছে, এই প্রকল্পে সমস্ত স্টেশনে সার্কুলেটিং এরিয়া, ওয়েটিং হল, টয়লেট, প্রয়োজন অনুসারে লিফট বা এসকেলেটর ব্যবস্থা করা হবে ৷ এছড়াও স্টশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যের ওয়াই-ফাই, স্থানীয় পণ্য বিক্রির জন্য কিয়স্ক, এক্সিকিউটিভ লাউঞ্জ, কনফারেন্স হল তৈরির মতো কাজ হবে।

কোন স্টেশনে কত কোটি বরাদ্দ:

  • নিউ আলিপুরদুয়ার-36.3
  • দলগাঁও-35.8
  • ধুপগুড়ি-34.2
  • জলপাইগুড়ি-33.8
  • ফালাকাটা-33.3
  • বিন্নাগুড়ি-31.7
  • দিনহাটা-31.7
  • নিউ মাল-31.1
  • হাসিমারা-30.5
  • কামাক্ষ্যাগুড়ি-29.2
  • হলদিবাড়ি-21.3
  • জলপাইগুড়ি টাউন-25.5

জলপাইগুড়ি, 5 অগস্ট: 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় উত্তর-পূর্ব ভারতের 6 রাজ্যের 56টি স্টেশন নবরূপে সেজে উঠছে চলেছে । এই কাজের জন্য় বরাদ্দ হয়েছে 1960 কোটি টাকা ৷ অসমের 32টি, ত্রিপুরায় 3টি, পশ্চিমবঙ্গের 16টি, বিহারের 3টি, নাগাল্যান্ড ও মেঘালয়ে একটি করে স্টেশন এই তালিকায় রয়েছে । এই স্টেশনগুলি আলিপুরদুয়ার ডিভিশন, কাটিহার ডিভিশন ও লামডিং ডিভিশন, রঙ্গিয়া ডিভিশন, তিনসুকিয়া ডিভিশনের মধ্যে পড়ে।

জলপাইগুড়ি জেলার নিউ মালবাজার, জলপাইগুড়ি টাউন, জলপাইগুড়ি রোড, বিন্নাগুড়ি, ধুপগুড়ি ষ্টেশন এবং নিউ আলিপুরদুয়ার, ফালাকাটা, দলগাঁও, কামাক্ষ্যাগুড়ি, হাসিমারা ষ্টেশন, কোচবিহারের দিনহাটা এবং হলদিবাড়িকে অমৃত ভারত প্রকল্পের প্রথম ধাপে রাখা হয়েছে । রবিবার দেশজুড়ে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্গত 508টি স্টেশনের সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। জানা গিয়েছে, ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করবেন ৷

এই প্রসঙ্গেই উত্তরপুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মোট 91টি স্টেশনের সংস্কারের কাজ হবে। এর মধ্যে আগামিকাল থেকে 56টি স্টেশন সংস্কারের কাজ শুরু হবে । উত্তরপূর্ব সীমান্ত রেলের 5টি ডিভিশনের মধ্যে আলিপুরদুয়ার ডিভিশনের 15টি ষ্টেশন, কাটিহার ডিভিশনের 7টি ও লামডিং ডিভিশনের 15টি, রঙ্গিয়া ডিভিশনের 4টি, তিনসুকিয়া ডিভিশনের 13টি ষ্টেশনে কাজ হবে ।"

আরও পড়ুন: সৌন্দর্যায়ন ও পরিষেবার উন্নতিতে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন

জানা গিয়েছে, এই প্রকল্পে সমস্ত স্টেশনে সার্কুলেটিং এরিয়া, ওয়েটিং হল, টয়লেট, প্রয়োজন অনুসারে লিফট বা এসকেলেটর ব্যবস্থা করা হবে ৷ এছড়াও স্টশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যের ওয়াই-ফাই, স্থানীয় পণ্য বিক্রির জন্য কিয়স্ক, এক্সিকিউটিভ লাউঞ্জ, কনফারেন্স হল তৈরির মতো কাজ হবে।

কোন স্টেশনে কত কোটি বরাদ্দ:

  • নিউ আলিপুরদুয়ার-36.3
  • দলগাঁও-35.8
  • ধুপগুড়ি-34.2
  • জলপাইগুড়ি-33.8
  • ফালাকাটা-33.3
  • বিন্নাগুড়ি-31.7
  • দিনহাটা-31.7
  • নিউ মাল-31.1
  • হাসিমারা-30.5
  • কামাক্ষ্যাগুড়ি-29.2
  • হলদিবাড়ি-21.3
  • জলপাইগুড়ি টাউন-25.5
Last Updated : Aug 5, 2023, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.