ETV Bharat / state

প্যাঙ্গোলিন পাচারের আগে ধৃত 5 ভুটানি - প্যাঙ্গোলিন পাচার রুখল বনদপ্তরের আধিকারিকেরা

বিস্কুটের কার্টনে প্যাঙ্গোলিন পাচারের আগে গ্রেপ্তার হল ভুটানের 5 নাগরিক । নাগরাকাটা মোড়ে তাদের গ্রেপ্তার করে বনবিভাগের টাস্কফোর্স । উদ্ধার করা হয়েছে প্যাঙ্গোলিনটিকে ।

গ্রেপ্তার 5
author img

By

Published : Nov 21, 2019, 4:59 PM IST

জলপাইগুড়ি, 21 নভেম্বর : বন্যপ্রাণী পাচারের আগে গ্রেপ্তার 5 হল পাচারকারী । তারা সবাই ভুটানের বাসিন্দা বলে জানিয়েছে বনবিভাগ । ভুটান থেকে জলপাইগুড়ির নাগরাকাটা ও চালসা হয়ে প্যাঙ্গোলিনটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । গতকাল বিকেলে নাগরাকাটা মোড়ে পাচারকারীদের গ্রেপ্তার করে বনকর্মীরা । উদ্ধার করা হয়েছে প্যাঙ্গোলিনটিকে ।

গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল বিকেলে নাগরাকাটার কাছে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স । গ্রেপ্তার করা হয় 5 ভুটানি নাগরিককে । বিস্কুটের কার্টনে করে পাচার করা হচ্ছিল প্যাঙ্গোলিনটিকে ।

উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা জলপাইগুড়ির বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, 6 লাখ টাকায় প্যাঙ্গোলিনটিকে বাংলাদেশে পাচার করার মতলব করেছিল অভিযুক্তরা । ভুটান থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল । প্যাঙ্গোলিনটিকে ভুটান থেকে আনা হচ্ছিল । আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।

জলপাইগুড়ি, 21 নভেম্বর : বন্যপ্রাণী পাচারের আগে গ্রেপ্তার 5 হল পাচারকারী । তারা সবাই ভুটানের বাসিন্দা বলে জানিয়েছে বনবিভাগ । ভুটান থেকে জলপাইগুড়ির নাগরাকাটা ও চালসা হয়ে প্যাঙ্গোলিনটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । গতকাল বিকেলে নাগরাকাটা মোড়ে পাচারকারীদের গ্রেপ্তার করে বনকর্মীরা । উদ্ধার করা হয়েছে প্যাঙ্গোলিনটিকে ।

গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল বিকেলে নাগরাকাটার কাছে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স । গ্রেপ্তার করা হয় 5 ভুটানি নাগরিককে । বিস্কুটের কার্টনে করে পাচার করা হচ্ছিল প্যাঙ্গোলিনটিকে ।

উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা জলপাইগুড়ির বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, 6 লাখ টাকায় প্যাঙ্গোলিনটিকে বাংলাদেশে পাচার করার মতলব করেছিল অভিযুক্তরা । ভুটান থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল । প্যাঙ্গোলিনটিকে ভুটান থেকে আনা হচ্ছিল । আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।

Intro:জলপাইগুড়ি ঃ বিস্কুটের কার্টুনে বন্যপ্রাণী পাচারের আগে গ্রেপ্তার ৫ ভুটানি নাগরিক। ফের বন্যপ্রাণী পাচারের অভিযোগে ভুটানি নাগরিক গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। Body:উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত
জানান গতকাল আমাদের কাছে গোপন সুত্রে খবর আসে বন্যপ্রাণীর দেহাংশ পাচারা হবে।সেই মোতাবেক আমরা বিশেষ অভিযান চালিয়ে একটি প্যাঙ্গোলিন সহ ৫ জন ভুটানি নাগরিককে গ্রেপ্তার করে। ভুটান থেকে নাগরাকাটা চালসা হয়ে প্যাঙ্গোলিনটিকে নিয়ে যাওয়া হচ্ছিল।একটি চা চাকার গাড়িতে বিস্কুটের কার্টুনে পাচার করা হচ্ছিল। Conclusion:বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান প্যাঙ্গোলিনটিকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।আমাদের কাছে গোপন সুত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচার হবে সেই মোতাবেক আমরা অভিযান চালিয়ে ধৃতদের আটক করা হয় একটি গাড়িতে।বিস্কুটের প্যাকেটে পাচার করা হচ্ছিল।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলার হবে।তদন্তের সার্থে আমরা ভুটানি নাগরিকদের নাম গুলো জানাচ্ছি না বলে সঞ্জয় দত্ত জানান।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.