ETV Bharat / state

ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু 3 মহিলার - হলদিবাড়ি

হাতির হানায় মারা গেলেন তিন মহিলা ৷ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হাতির হানার শিকার হন তাঁরা ৷ আজ রুটিন পেট্রলিংয়ের সময় ওই তিনজনের দেহ দেখতে পান বনকর্মীরা ৷

3 ladies die in elephant attack in jalpaiguri duars
ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু 3 মহিলার
author img

By

Published : Feb 16, 2021, 6:37 PM IST

জলপাইগুড়ি, 16 ফেব্রুয়ারি: জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল 3 মহিলার । ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের হলদিবাড়ির মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের 76 নম্বর
কম্পার্টমেন্টে । ওই তিন মহিলার বাড়ি বানারহাট থানার হলদিবাড়ি চা বাগান এলাকায়।

আরও পড়ুন : রাত থেকে দলছুট দাঁতালের হানায় মৃত 1

বন দপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে গিয়ে বিপত্তি বাধে । আজ দুপুরে রুটিন পেট্রলিংয়ের সময় বনকর্মীরা তিনজনের মৃতদেহ দেখতে পান। এরপর ঘটনাস্থানে জলপাইগুড়ি বন দপ্তরের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা ও বানারহাট থানার পুলিশ পৌঁছায়। জঙ্গলের ভিতরে তিন মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রাথমিক তদন্তে জানা গেছে, কোনও দাঁতাল হাতির হানায় এই তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সুগী বড়াইক(63), ভাদু ওরাওঁ(53) ৷ এদের দু’জনের বাড়ি হলদিবাড়ি চা বাগানের মিশন লাইনে ৷ আরেকজন বিরসি ওরাওঁ(55) ৷ তাঁর বাড়ি হলদিবাড়ি চা বাগানের বড় লাইনে ৷

জলপাইগুড়ি, 16 ফেব্রুয়ারি: জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল 3 মহিলার । ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের হলদিবাড়ির মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের 76 নম্বর
কম্পার্টমেন্টে । ওই তিন মহিলার বাড়ি বানারহাট থানার হলদিবাড়ি চা বাগান এলাকায়।

আরও পড়ুন : রাত থেকে দলছুট দাঁতালের হানায় মৃত 1

বন দপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে গিয়ে বিপত্তি বাধে । আজ দুপুরে রুটিন পেট্রলিংয়ের সময় বনকর্মীরা তিনজনের মৃতদেহ দেখতে পান। এরপর ঘটনাস্থানে জলপাইগুড়ি বন দপ্তরের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা ও বানারহাট থানার পুলিশ পৌঁছায়। জঙ্গলের ভিতরে তিন মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রাথমিক তদন্তে জানা গেছে, কোনও দাঁতাল হাতির হানায় এই তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সুগী বড়াইক(63), ভাদু ওরাওঁ(53) ৷ এদের দু’জনের বাড়ি হলদিবাড়ি চা বাগানের মিশন লাইনে ৷ আরেকজন বিরসি ওরাওঁ(55) ৷ তাঁর বাড়ি হলদিবাড়ি চা বাগানের বড় লাইনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.