ETV Bharat / state

জলপাইগুড়িতে চা বাগানে চিতাবাঘের হানায় জখম 3

জলপাইগুড়ি চা বাগানে চিতাবাঘের হানায় জখম হন 3 জন ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় গোরুমারা বন্যপ্রাণীর বিভাগের বনকর্মীরা ৷

injured worker
আহত শ্রমিক
author img

By

Published : Feb 20, 2020, 8:36 PM IST

Updated : Feb 20, 2020, 9:01 PM IST

জলপাইগুড়ি, 20 ফেব্রুয়ারি : চিতাবাঘের হানায় জখম হল তিনজন । তারা হল দেব ঋষি, তাপস মণ্ডল ও বিপিন রায় । তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জলপাইগুড়ির হেলাপাকড়ির সরকার পাড়ার ঘটনা ৷

স্থানীয় বাসিন্দা নিরঞ্জন রায় বলেন, ‘‘আজ সকালে আমরা কয়েকজন চা বাগানে কাজ করছিলাম । হঠাৎই চিতাবাঘটি সেখানে ঢুকে পড়ে । গুরুতর জখম হন 3 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান গোরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা । রামশাই মোবাইল রেঞ্জ, বিন্নাগুড়ি ওয়াল্ড লাইফ স্কয়্যাড থেকেও বনকর্মীরা ছুটে আসেন ৷ ঘটনাস্থানে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ৷

স্থানীয় বাসিন্দা নিরঞ্জন রায়

ময়নাগুড়ি থানা থেকে IC অসীম গোপ পুলিশ নিয়ে সেখানে আসেন । দীর্ঘক্ষণ চিতাবাঘটি ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায় । পরে আসেন DSP(ক্রাইম) বিক্রমজিৎ লামা । গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নীশা গোস্বামী বলেন, ‘‘ময়নাগুড়ির হেলাপাকড়িতে চিতাবাঘ বেরিয়েছিল । সেখানে চিতাবাঘের হানায় তিনজন জখম হন। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি ।’’

জলপাইগুড়ি, 20 ফেব্রুয়ারি : চিতাবাঘের হানায় জখম হল তিনজন । তারা হল দেব ঋষি, তাপস মণ্ডল ও বিপিন রায় । তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জলপাইগুড়ির হেলাপাকড়ির সরকার পাড়ার ঘটনা ৷

স্থানীয় বাসিন্দা নিরঞ্জন রায় বলেন, ‘‘আজ সকালে আমরা কয়েকজন চা বাগানে কাজ করছিলাম । হঠাৎই চিতাবাঘটি সেখানে ঢুকে পড়ে । গুরুতর জখম হন 3 জন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান গোরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা । রামশাই মোবাইল রেঞ্জ, বিন্নাগুড়ি ওয়াল্ড লাইফ স্কয়্যাড থেকেও বনকর্মীরা ছুটে আসেন ৷ ঘটনাস্থানে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ৷

স্থানীয় বাসিন্দা নিরঞ্জন রায়

ময়নাগুড়ি থানা থেকে IC অসীম গোপ পুলিশ নিয়ে সেখানে আসেন । দীর্ঘক্ষণ চিতাবাঘটি ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায় । পরে আসেন DSP(ক্রাইম) বিক্রমজিৎ লামা । গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নীশা গোস্বামী বলেন, ‘‘ময়নাগুড়ির হেলাপাকড়িতে চিতাবাঘ বেরিয়েছিল । সেখানে চিতাবাঘের হানায় তিনজন জখম হন। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি ।’’

Last Updated : Feb 20, 2020, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.