ধূপগুড়ি, 15 মে : গৃহপ্রবেশের অনুষ্ঠানের প্রসাদ খেয়ে অসুস্থ 25 ৷ সর্বশেষ পাওয়া খবর অনুয়ায়ী 22 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতাগ্রামে শুক্রবার ঘটনাটি ঘটেছে (25 people fall sick after eating prasad in dhupguri) ৷
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, শুক্রবার এলাকায় একটি বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল ৷ সেখানে নিমন্ত্রণ ছিল গ্রামবাসীদের ৷ ওই অনুষ্ঠানের প্রসাদ খাওয়ার পরেই 22 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷ দ্রুত অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ 15 জন গ্রামবাসী হাসপাতালে ভর্তি হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে হাসপাতালের পক্ষ থেকে ৷ তাদের শারীরিক পরিস্থিতি জটিল হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন সকলেরই ডায়েরিয়ার লক্ষণ দেখা দিয়েছে ৷
আরও পড়ুন : 100 People Sick In Iftar: ইফতারের খাবার খেয়ে অসুস্থ 100 জন
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সুচিত্রা রায় বলেন, ‘‘বাড়ির পাশে একটি বাড়িতে পুজোর প্রসাদ খেতে গিয়েছিলাম ৷ প্রসাদ খেয়ে আসার পর থেকে অসুস্থতা বোধ করি । সেখানে খাবারে নিশ্চয় কিছু একটা পড়েছে । এখন মাথা ব্যাথা ও পেট খারাপের সমস্যা রয়েছে । হাসপাতালে আসার পর ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে ।’’ অপর এক রোগীর আত্মীয় পিকু রায় বলেন, "গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল, সেখানে প্রসাদ খেয়েই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে । তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে । আরও কয়েকজনের অসুস্থতার খবর মিলেছে।"