ETV Bharat / state

ট্রাকের ভিতরে গোপন কেবিন, উদ্ধার 200 কেজি গাঁজা - জলপাইগুড়িতে উদ্ধার গাঁজা

জলপাইগুড়িতে একটি ট্রাকের ভিতর থেকে উদ্ধার 200 কেজি গাঁজা ৷ গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক ও সহকারীকে।

গাঁজা
author img

By

Published : Sep 2, 2019, 3:00 AM IST

Updated : Sep 2, 2019, 7:48 AM IST

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর : প্রচুর পরিমাণ গাঁজা পাচার হবে ৷ সোর্স মারফত এই খবর পেয়ে জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে জাতীয় সড়কে নজরদারি শুরু করে পুলিশ ৷ গাড়ি থামিয়ে চলছিল তল্লাশি ৷ সেই সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় 200 কেজি গাঁজা ৷

গতকাল জাতীয় সড়কে নজরদারি চালানোর সময় একটি ট্রাককে আটকায় পুলিশ ৷ শুরু হয় তল্লাশি ৷ সেই সময় ট্রাকটির ভিতরে একটি গোপন কেবিনের খোঁজ পান পুলিশকর্মীরা ৷ যেখানে থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট ৷

দেখুন ভিডিয়ো

উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি ৷ আনুমানিক বাজারমূল্য 20 লাখ টাকা ৷ গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক ও সহকারীকে । নাম জগতার সিং (৪৫) এবং রনজিৎ সিং (৪৬) । তারা দু'জনেই পঞ্জাবের বাসিন্দা । ট্রাকটি পুর্নিয়া হয়ে বিহার যাচ্ছিল বলে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ।

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর : প্রচুর পরিমাণ গাঁজা পাচার হবে ৷ সোর্স মারফত এই খবর পেয়ে জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে জাতীয় সড়কে নজরদারি শুরু করে পুলিশ ৷ গাড়ি থামিয়ে চলছিল তল্লাশি ৷ সেই সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় 200 কেজি গাঁজা ৷

গতকাল জাতীয় সড়কে নজরদারি চালানোর সময় একটি ট্রাককে আটকায় পুলিশ ৷ শুরু হয় তল্লাশি ৷ সেই সময় ট্রাকটির ভিতরে একটি গোপন কেবিনের খোঁজ পান পুলিশকর্মীরা ৷ যেখানে থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট ৷

দেখুন ভিডিয়ো

উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি ৷ আনুমানিক বাজারমূল্য 20 লাখ টাকা ৷ গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক ও সহকারীকে । নাম জগতার সিং (৪৫) এবং রনজিৎ সিং (৪৬) । তারা দু'জনেই পঞ্জাবের বাসিন্দা । ট্রাকটি পুর্নিয়া হয়ে বিহার যাচ্ছিল বলে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ।

Intro:nullBody:ট্রাকের ভেতর গোপন কুঠুরি।আর তাতেই ভর্তি বিপুল পরিমান গাঁজা।গোপন সুত্রে খবর মারফত জাতীয় সড়কে নজর রাখছিল কোতোয়ালি থানার পুলিশ। সন্দেহভাজন ট্রাকটি আসতেই তাকে আটক করে শুরু হয় তল্লাশি।ট্রাকের ভেতর খোজ মেলে গোপন কুঠুরির। আর তার ভেতর থেকে উদ্ধার বিপুল পরিমানে গাঁজা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি গোশালা মোড় এলাকায়।অভিযান কোতোয়ালি থানার পুলিশের।প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় চালক ও সহকারীকে।ধৃতদের জিঞ্জসাবাদে জানা যায় ত্রিপুরা থেকে পুর্নিয়া হয়ে বিহারে যাচ্ছিল গাড়িটি।আনুমানিক ২০০ কেজি গাঁজা ট্রাকের কেবিনের ভেতর লুকোনো ছিলো।যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। ধৃতদের নাম জগতার সিং (৪৫) এবং রনজিৎ সিং (৪৬)। ধৃতরা দুজনেই পাঞ্জাবের বাসিন্দা।Conclusion:null
Last Updated : Sep 2, 2019, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.