ETV Bharat / state

Puja Bonus : 20 শতাংশ হারে পুজো বোনাস তরাই ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের - কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন

তরাই ডুয়ার্সের 183টি চা বাগানের শ্রমিকদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন ৷ চা বাগান মালিকদের সঙ্গে মঙ্গলবার রাতে হওয়া এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 20 শতাংশ হারে বোনাস দেওয়া হবে ৷

20% of Puja Bonus for Tarai Dooars Tea garden workers
20 শতাংশ হারে পুজো বোনাস তরাই ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের
author img

By

Published : Sep 15, 2021, 1:04 PM IST

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর : কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন এবং চা বাগান শ্রমিক সংগঠনের প্রথম ভার্চুয়াল বৈঠক ৷ আর প্রথম বৈঠকেই চা শ্রমিকদের পুজো বোনাস চুক্তি সম্পন্ন করল কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন ৷ তরাই ডুয়ার্সের এবার এ, বি এবং সি ক্যাটাগরিতে চা বাগানে 20 শতাংশ হারে চা শ্রমিকরা বোনাস পাবেন ৷ এই বোনাস দেওয়া হবে চা বাগানের স্টাফ এবং সাব স্টাফদেরও ৷

চা মালিক সংগঠনের কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অমৃতাংশু চক্রবর্তী জানান, সমস্ত চা বাগানে 20 শতাংশ হারে বোনাস দেওয়া হবে কর্মীদের ৷ রুগ্ন চা বাগান বিবেচনা করে বোনাস দেওয়া হবে ৷ উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের মোট 183টি চা বাগানে এই বোনাস দেওয়া হবে বলে জানান তিনি ৷ করোনাকালে খুবই ভাল একটা বোনাস চুক্তি হল ৷ আগামী 4 অক্টোবরের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে বলে আশা করছি ৷ মঙ্গলবার রাতে চা বাগানের মালিকপক্ষ ও চা বাগান শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে ভার্চুয়ালি চা শ্রমিকদের বোনাস চুক্তি সম্পন্ন হয়েছে ৷

আরও পড়ুন : Murder : নিখোঁজ বৃদ্ধার নলি কাটা দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য ডোমজুড়ে

উত্তরবঙ্গের চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের সদস্য জিয়াউর আলম বলেন, ‘‘এই বোনাস মিটিংয়ে আমরা খুব খুশি । ভারতে এত বড় শিল্পে গত বছরের মতো এই বছরও ভার্চুয়াল বৈঠকে চা শ্রমিকদের পুজো বোনাস মিটিং সম্পন্ন হল ৷ বোনাসের মাধ্যমে 650 কোটি টাকা বাজারে আসবে ৷ সেপ্টেম্বর মাসের মধ্যেই যাতে শ্রমিকদের বোনাসের টাকা দিয়ে দেওয়া হয় তার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে ৷ আশা করি সব ঠিকঠাকই হবে ৷’’

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর : কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন এবং চা বাগান শ্রমিক সংগঠনের প্রথম ভার্চুয়াল বৈঠক ৷ আর প্রথম বৈঠকেই চা শ্রমিকদের পুজো বোনাস চুক্তি সম্পন্ন করল কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন ৷ তরাই ডুয়ার্সের এবার এ, বি এবং সি ক্যাটাগরিতে চা বাগানে 20 শতাংশ হারে চা শ্রমিকরা বোনাস পাবেন ৷ এই বোনাস দেওয়া হবে চা বাগানের স্টাফ এবং সাব স্টাফদেরও ৷

চা মালিক সংগঠনের কনসালটেটিভ কমিটি অব টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অমৃতাংশু চক্রবর্তী জানান, সমস্ত চা বাগানে 20 শতাংশ হারে বোনাস দেওয়া হবে কর্মীদের ৷ রুগ্ন চা বাগান বিবেচনা করে বোনাস দেওয়া হবে ৷ উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের মোট 183টি চা বাগানে এই বোনাস দেওয়া হবে বলে জানান তিনি ৷ করোনাকালে খুবই ভাল একটা বোনাস চুক্তি হল ৷ আগামী 4 অক্টোবরের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে বলে আশা করছি ৷ মঙ্গলবার রাতে চা বাগানের মালিকপক্ষ ও চা বাগান শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে ভার্চুয়ালি চা শ্রমিকদের বোনাস চুক্তি সম্পন্ন হয়েছে ৷

আরও পড়ুন : Murder : নিখোঁজ বৃদ্ধার নলি কাটা দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য ডোমজুড়ে

উত্তরবঙ্গের চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের সদস্য জিয়াউর আলম বলেন, ‘‘এই বোনাস মিটিংয়ে আমরা খুব খুশি । ভারতে এত বড় শিল্পে গত বছরের মতো এই বছরও ভার্চুয়াল বৈঠকে চা শ্রমিকদের পুজো বোনাস মিটিং সম্পন্ন হল ৷ বোনাসের মাধ্যমে 650 কোটি টাকা বাজারে আসবে ৷ সেপ্টেম্বর মাসের মধ্যেই যাতে শ্রমিকদের বোনাসের টাকা দিয়ে দেওয়া হয় তার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে ৷ আশা করি সব ঠিকঠাকই হবে ৷’’

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.