ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত বিন্নাগুড়ি সেনা ছাউনির 20 জওয়ান - binnaguri

বিন্নাগুড়ি সেনা ছাউনির কোয়ারানটিন সেন্টারে থাকা 20 জওয়ান কোরোনায় আক্রান্ত ৷ সম্প্রতি তাঁরা বাড়ি থেকে ফিরেছেন ৷ বর্তমানে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে, পরে ব্যাঙডুবি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷

coronavirus
coronavirus
author img

By

Published : Jul 11, 2020, 10:26 AM IST

Updated : Jul 11, 2020, 10:35 AM IST

জলপাইগুড়ি, 11 জুলাই : কোরোনায় আক্রান্ত 20 জন জওয়ান ৷ জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনা ছাউনির জওয়ানদের মধ্যে যাঁরা কোয়ারানটিন সেন্টারে ছিলেন, তাঁদের মধ্যে 20 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আপাতত তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে ৷

যেসমস্ত জওয়ান ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরছেন, তাঁদের সরাসরি বিন্নাগুড়ি সেনাছাউনিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রথমে তাঁদের ছাউনির পাশেই তেলিপাড়ার কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে ৷ নিয়মমতো 14 দিন কোয়ারানটিন সেন্টারে কাটিয়ে, স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের সেনাছাউনিতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ৷

ভিনরাজ্য থেকে ফেরা জওয়ানদের নমুনা সংগ্রহ করে সেনাবাহিনীর মেডিকেল কর্মীরা তা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাচ্ছেন ৷ 9 জুলাই 12 জনের ও 10 জুলাই আটজনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আক্রান্ত জওয়ানদের আপাতত কোয়ারানটিন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে ৷ পরবর্তী সময়ে ব্যাঙডুবি সেনা হাসপাতালে পাঠানো হবে ৷

জলপাইগুড়ি, 11 জুলাই : কোরোনায় আক্রান্ত 20 জন জওয়ান ৷ জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনা ছাউনির জওয়ানদের মধ্যে যাঁরা কোয়ারানটিন সেন্টারে ছিলেন, তাঁদের মধ্যে 20 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আপাতত তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে ৷

যেসমস্ত জওয়ান ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরছেন, তাঁদের সরাসরি বিন্নাগুড়ি সেনাছাউনিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রথমে তাঁদের ছাউনির পাশেই তেলিপাড়ার কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে ৷ নিয়মমতো 14 দিন কোয়ারানটিন সেন্টারে কাটিয়ে, স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের সেনাছাউনিতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ৷

ভিনরাজ্য থেকে ফেরা জওয়ানদের নমুনা সংগ্রহ করে সেনাবাহিনীর মেডিকেল কর্মীরা তা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাচ্ছেন ৷ 9 জুলাই 12 জনের ও 10 জুলাই আটজনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ আক্রান্ত জওয়ানদের আপাতত কোয়ারানটিন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে ৷ পরবর্তী সময়ে ব্যাঙডুবি সেনা হাসপাতালে পাঠানো হবে ৷

Last Updated : Jul 11, 2020, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.