ETV Bharat / state

ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত 2

মালবাজার থানার মধুপুর ও পূর্ব ডামডিম এলাকায় ঝড়ে বিদ্যুতের তারসহ গাছের ডাল ভেঙে মৃত দুই যুবক ।

ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত 2
author img

By

Published : Aug 13, 2019, 12:28 PM IST

জলপাইগুড়ি, 13 অগাস্ট : ঝড়ে বিদ্যুতের তারসহ গাছের ডাল ভেঙে মৃত দুই যুবক । নাম অজয় ওরাওঁ (19) ও মকসিদুল হক (33) । মালবাজার থানার মধুপুর ও পূর্ব ডামডিম এলাকার ঘটনা । মৃত যুবকরা কুমলাই চা বাগানের বাংলা লাইন ও শালবাড়ি এলাকার বাসিন্দা ।

গতকাল রাত সাড়ে 8টা নাগাদ ঝড় ও বৃষ্টি শুরু হয় । অজয় ও মকসিদুল তখন রাস্তায় ছিলেন ৷ রাস্তার পাশে গাছ ভেঙে পড়লে গুরুতর আহত হন দু'জনেই । ঘটনায় আহতদের মাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।

জলপাইগুড়ি, 13 অগাস্ট : ঝড়ে বিদ্যুতের তারসহ গাছের ডাল ভেঙে মৃত দুই যুবক । নাম অজয় ওরাওঁ (19) ও মকসিদুল হক (33) । মালবাজার থানার মধুপুর ও পূর্ব ডামডিম এলাকার ঘটনা । মৃত যুবকরা কুমলাই চা বাগানের বাংলা লাইন ও শালবাড়ি এলাকার বাসিন্দা ।

গতকাল রাত সাড়ে 8টা নাগাদ ঝড় ও বৃষ্টি শুরু হয় । অজয় ও মকসিদুল তখন রাস্তায় ছিলেন ৷ রাস্তার পাশে গাছ ভেঙে পড়লে গুরুতর আহত হন দু'জনেই । ঘটনায় আহতদের মাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।

Intro:Body:আচমকা ঝড়ে বিদ্যুতের তার সহ গাছের ডাল ভেঙ্গে পড়ে দুটি পৃথক ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাগুলি ঘটে সোমবার রাত ৮.৩০ টা নাগাদ মালবাজার থানার মধুপুর এবং পুর্ব ডামডিম এলাকায়।মৃতদের নাম অজয় ওরাও(১৯) এবং মকসিদুল হক(৩৩)।মৃত অজয়ের বাড়ি কুমলাই চা বাগানের বাংলা লাইনে এবং মকসিদুলের বাড়ি শালবাড়ি এলাকায়।জানা যায় এদিন রাতে আচমকা ঝড় এবং বৃষ্টির সময় এরা দুজনেই রাস্তায় ছিলেন।ঝড় শুরু হতেই তারা পালিয়ে প্রান বাচানোর চেষ্টা করতে গেলে রাস্তার পাশে থাকা গাছের ডাল ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয় দুজনই। তাদের মাল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।পুলিশ সুত্রে জানানো হয়েছে,মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারন স্পষ্ট জানা যাবে।তবে স্থানীয়দের থেকে জানা গিয়েছে,গাছের ডাল পড়ে গিয়েই দুইটি ঘটনাই ঘটেছে।
মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী জানান,অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.