ধূপগুড়ি , 15 জুন : নাবালিকা ভাইঝিকে ধর্ষনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পরই অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিশ ৷ ধূপগুড়ি থানা এলাকার উত্তর ডাঙাপাড়া গ্রামের ঘটনা ৷
নির্যাতিতার পরিবারের অভিযোগ , টানা পাঁচ মাস ধরে 16 বছরের নাবালিকাকে ধর্ষণ করছিল তাঁর নিজেরই কাকা ৷ সম্প্রতি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পরিবারের লোকেরা বুঝতে পারে বিষয়টি ৷ তারপরেই নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে পুরো বিষয়টি জানায় ৷ এরপরই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে ৷ ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে এলাকায় । অভিযুক্ত কাকার ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
পুলিশ সূত্রে খবর , অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷ দ্রুত ঘটনার তদন্ত শুরু হবে ৷
আরও পড়ুন : আসানসোলে রেড ভলান্টিয়ার্সের লাল চে হেঁশেল খিদে মেটাচ্ছে দুঃস্থদের