ETV Bharat / state

কানপুর, চেন্নাইয়ের ছেলেরা বলছে বাংলায় কাজ করব : মমতা - ২১ শে জুলাই

"দেওচা পাঁচামি কয়লাখনিতে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে । বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের লোকেরা কাজ পাবে । বাংলায় কুলপী সাগর হচ্ছে, তাজপুর সাগর হচ্ছে, সিলিকন ভ্যালি হবে । IT-র ছেলেরাও কাজ পাবে ।" ২১-র সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা
author img

By

Published : Jul 21, 2019, 2:10 PM IST

কলকাতা, ২১ জুলাই : ২১-র সভায় বক্তব্য রাখতে গিয়ে চাকরি নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি বলেন, "BJP-র আমলে সারা ভারতবর্ষে ২ কোটি চাকরি নষ্ট হয়ে গেছে । যে চাকরি করত সে এখন করে না । আর আমাদের এখানে কানপুর, চেন্নাই থেকে সবাই চলে আসছে । বলছে আমরা বাংলায় কাজ করব । বাংলায় কাজ করব ।"

তিনি আরও বলেন, "দেওচা পাঁচামি কয়লাখনিতে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে । বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের লোকেরা কাজ পাবে । বাংলায় কুলপী সাগর হচ্ছে, তাজপুর সাগর হচ্ছে, সিলিকন ভ্যালি হবে । IT-র ছেলেরাও কাজ পাবে । টেকনিশিয়ান স্টুডিয়র কী অবস্থা ছিল সেটা জানুন । সিনেমা শিল্পে কাজ করা টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে । তারা চিকিৎসায় সুযোগ সুবিধা পাবে। সব করা হয়েছে ।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ উত্তর কুমার স্মরণে রাজ্যে অনুষ্ঠান করা হয় । অন্য বিশিষ্টদের স্মরণে অনুষ্ঠান হয় । রাজ্যে সংগীত সম্মেলন হয় । এটা মাথায় রাখতে হবে ।"

কলকাতা, ২১ জুলাই : ২১-র সভায় বক্তব্য রাখতে গিয়ে চাকরি নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি বলেন, "BJP-র আমলে সারা ভারতবর্ষে ২ কোটি চাকরি নষ্ট হয়ে গেছে । যে চাকরি করত সে এখন করে না । আর আমাদের এখানে কানপুর, চেন্নাই থেকে সবাই চলে আসছে । বলছে আমরা বাংলায় কাজ করব । বাংলায় কাজ করব ।"

তিনি আরও বলেন, "দেওচা পাঁচামি কয়লাখনিতে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে । বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের লোকেরা কাজ পাবে । বাংলায় কুলপী সাগর হচ্ছে, তাজপুর সাগর হচ্ছে, সিলিকন ভ্যালি হবে । IT-র ছেলেরাও কাজ পাবে । টেকনিশিয়ান স্টুডিয়র কী অবস্থা ছিল সেটা জানুন । সিনেমা শিল্পে কাজ করা টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে । তারা চিকিৎসায় সুযোগ সুবিধা পাবে। সব করা হয়েছে ।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ উত্তর কুমার স্মরণে রাজ্যে অনুষ্ঠান করা হয় । অন্য বিশিষ্টদের স্মরণে অনুষ্ঠান হয় । রাজ্যে সংগীত সম্মেলন হয় । এটা মাথায় রাখতে হবে ।"

Intro:09-07-19

( বাইট আগেই Rap তে পাঠানো আছে)

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: রাজ্য জুড়ে বিজেপির সদস্যপদ অভিযান নিয়ে যুব মোর্চার বিশেষ পরিকল্পনা।
এবার রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, নাট্য এক্যাডেমি, টালিগঞ্জ টলিউড পাড়া সহ সব এলাকায় বিজেপির সদস্য হওয়ার জন্য বিশেষ "কিয়স্ক" বসাচ্ছে যুব মোর্চা। প্রথম পর্যায়ে শহরের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কিয়স্ক বসানো হবে।
পরে ধাপে ধাপে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে টার্গেট করা হচ্ছে।

মূলত, কলেজ ও বিশ্ববিদ্যাল এর যুব সম্পদায় কে বিজেপির সদস্য পদ তৈরি করা। ১৪ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এই কর্মসূচি করা হব। আজ রাজ্য দপ্তরে যুব মোর্চার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে ৫ লক্ষ ছাত্র-যুব কে বিজেপির সদস্য পদ দেওয়ার টার্গেট দেওয়া হয়েছে। বিজেপির যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস কে কনভেনর করা হয়েছে।


বিজেপির যুব মোর্চার রাজ্যসভা দেবজিৎ সরকার বলেন, " মূলত রাজ্য জুড়ে ছাত্র-যুবদের মধ্যে সদস্যপদ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি যুবমোর্চার নেতৃত্বকে ১ সপ্তাহ বাড়ি ঘর ছেড়ে সদস্য অভিযান জন্য জেলায় জেলায় ঘুরতে হবে"

Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.