ETV Bharat / state

কোরোনা আতঙ্কে আত্মঘাতী হাওড়া পৌরনিগমের কর্মী - youth worried of having COVID-19

কয়েকদিন আগে জ্বর হয়েছিল । কোরোনা পরীক্ষার রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে । কিন্তু, কাটছিল না আতঙ্ক । বলছেন পরিবারের সদস্যরা ।

COVID-19
COVID-19
author img

By

Published : Aug 20, 2020, 6:39 PM IST

হাওড়া, 20 অগাস্ট : হাওড়ার সালকিয়ায় নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মনোজ দুবে নামে এক যুবকের দেহ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া পৌরনিগমে চাকরি করতেন মনোজ । নিগমের অধীনে হাওড়া স্টেডিয়ামে কর্মরত ছিলেন তিনি । পাশাপাশি উত্তর হাওড়া তৃণমূলেরও সক্রিয় কর্মী ছিলেন ।

পরিবার লোকেরা জানিয়েছেন, মাস খানেক ধরে কোরোনা আতঙ্কে ভুগছিলেন মনোজ । কিছুদিন আগে তাঁর সামান্য জ্বর হয় । তারপর সাধারণ চিকিৎসা করেই সেরেও যায় । এমনকী কোরোনা পরীক্ষা করা হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । তাঁর পরিবারের লোকেরা কেউ কোরোনায় আক্রান্ত ছিলেন না । কিন্তু, তা সত্বেও আতঙ্ক কাটছিল না । এরপর গতকাল স্ত্রী-কে বাপের বাড়িতে রেখে আসেন মনোজ । আজ সকালে নিজের ঘরেই তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা । মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিজন-সহ প্রতিবেশীদের । যদিও পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোট রেখে যাননি মনোজ ।

মনোজের এক আত্মীয় জানান, "বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন । তবে সুস্থও হয়ে যান । কোরোনা টেস্ট রিপোর্টও নেগেটিভ আসে । এমনকি পরিবারের কারো এই রোগ হয়নি । কিন্তু কোরোনার আতঙ্কে ভুগছিলেন তিনি । আমাদের বারবার বলছেন তার কোরোনা আতঙ্কের কথা । এমনকি গতকাল বারবার হাতে অক্সিমিটার লাগিয়ে পরীক্ষা করছিলেন ।"

হাওড়া, 20 অগাস্ট : হাওড়ার সালকিয়ায় নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মনোজ দুবে নামে এক যুবকের দেহ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া পৌরনিগমে চাকরি করতেন মনোজ । নিগমের অধীনে হাওড়া স্টেডিয়ামে কর্মরত ছিলেন তিনি । পাশাপাশি উত্তর হাওড়া তৃণমূলেরও সক্রিয় কর্মী ছিলেন ।

পরিবার লোকেরা জানিয়েছেন, মাস খানেক ধরে কোরোনা আতঙ্কে ভুগছিলেন মনোজ । কিছুদিন আগে তাঁর সামান্য জ্বর হয় । তারপর সাধারণ চিকিৎসা করেই সেরেও যায় । এমনকী কোরোনা পরীক্ষা করা হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । তাঁর পরিবারের লোকেরা কেউ কোরোনায় আক্রান্ত ছিলেন না । কিন্তু, তা সত্বেও আতঙ্ক কাটছিল না । এরপর গতকাল স্ত্রী-কে বাপের বাড়িতে রেখে আসেন মনোজ । আজ সকালে নিজের ঘরেই তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা । মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিজন-সহ প্রতিবেশীদের । যদিও পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোট রেখে যাননি মনোজ ।

মনোজের এক আত্মীয় জানান, "বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন । তবে সুস্থও হয়ে যান । কোরোনা টেস্ট রিপোর্টও নেগেটিভ আসে । এমনকি পরিবারের কারো এই রোগ হয়নি । কিন্তু কোরোনার আতঙ্কে ভুগছিলেন তিনি । আমাদের বারবার বলছেন তার কোরোনা আতঙ্কের কথা । এমনকি গতকাল বারবার হাতে অক্সিমিটার লাগিয়ে পরীক্ষা করছিলেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.