হাওড়া, 15 ফেব্রুয়ারি: বাম আমলে প্রতিশ্রুতি পেলেও এখনও চাকরি না পেয়ে বুধবার নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক (Suicide in Front of Nabanna)। যদিও সেখানে উপস্থিত পুলিশ অধিকারিকদের চেষ্টায় তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরি না-পেয়ে হতাশ হয়ে পড়েন বিশেষভাবে সক্ষম ওই যুবক । বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি । যদিও ওই ব্যক্তিকে নবান্নে ঢুকতে বাধা দেওয়ায় সেখানেই তিনি গায়ে কেরোসিন তেল ঢালেন আত্মহত্যার জন্য । কর্তব্যরত পুলিশ অধিকারিকদের তৎপরতায় তাঁকে ধরে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
বুধবার দুপুরে রাজ্যের সচিবালয় নবান্নের সামনে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে । রাজীব মজুমদার নামে ওই যুবক মূক ও বধির বলেই জানা গিয়েছে । ওই ব্যক্তি নিজের পরিচয় পুলিশকে লিখিত আকারে জানান । তার থেকেই জানা যায় তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার রবীন্দ্রপল্লিতে থাকেন । যদিও বর্তমানে মাকে নিয়ে মধ্যমগ্রামে রয়েছেন । তাঁর দাবি, আগাগোড়া তিনি খেলাধুলোয় ভালো ছিলেন এবং বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে পুরস্কৃত দিয়ে চাকরির আশ্বাসও দিয়েছিলেন । যদিও এত বছর অতিক্রান্ত হওয়ার গেলেও সেই চাকরি আর হয়নি । সেই চাকরির জন্য বহুবার তিনি নবান্নে চিঠি দিয়েছেন ।
জানা গিয়েছে, চিঠির কোনও সদুত্তর না-পেয়ে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে এসেছিলেন বলেই ওই ব্যক্তি পুলিশকে লিখিত জানিয়েছেন । ওই যুবককে হাওড়া হাসপাতাল থেকে শিবপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছে শিবপুর থানার পুলিশ আধিকারিকরা । তবে নবান্নের মতো উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকাতে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে ।
আরও পড়ুন : স্কুলের মাঠে চলছে ক্রীড়া প্রতিযোগিতা, তার মাঝেই চাকরি খোয়ালেন গ্রুপ-ডি কর্মী