ETV Bharat / state

আত্মঘাতী যুবক, তদন্তে পুলিশ - Chandan Kumar

শুক্রবার গভীর রাতে গলায় তোয়ালে জড়িয়ে চন্দন কুমার নামে 23 বছরের এক যুবক আত্মহত্যা করেন৷বি গার্ডেন থানার পুলিশ এসে দরজা ভেঙে চন্দনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে ।

চন্দন
author img

By

Published : Sep 15, 2019, 5:00 AM IST

হাওড়া, 15 সেপ্টেম্বর : প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী যুবক । শুক্রবার গভীর রাতে গলায় তোয়ালে জড়িয়ে চন্দন কুমার নামে 23 বছরের এক যুবক আত্মহত্যা করেন৷ চন্দন কুমার দক্ষিণ হাওড়ার কোলে মার্কেট এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন ৷ তাঁর বাড়ি বিহারের পাটনায় ৷

শনিবার অনেক বেলা হয়ে গেলেও চন্দন ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়৷ অনেকক্ষণ ধরে ডেকেও কোনও সাড়া মেলেনি ৷ এর পর দরজার ফাঁক দিয়ে চন্দনের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় থানায় ৷ বি গার্ডেন থানার পুলিশ এসে দরজা ভেঙে চন্দনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে ।

প্রতিবেশীরা জানিয়েছেন চন্দন একটি বিবাহ সংস্থার অফিসে মার্কেটিংয়ের কাজ করতেন । কিছুদিন আগে পার্ক সার্কাসের এক যুবতীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় ও প্রেম হয় । মাস তিনেক আগে ওই যুবতী চন্দনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ৷ এরপরই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন । তাঁর জেরেই চন্দন আত্মহত্যা করছেন বলে অনুমান প্রতিবেশীদের ৷

হাওড়া, 15 সেপ্টেম্বর : প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী যুবক । শুক্রবার গভীর রাতে গলায় তোয়ালে জড়িয়ে চন্দন কুমার নামে 23 বছরের এক যুবক আত্মহত্যা করেন৷ চন্দন কুমার দক্ষিণ হাওড়ার কোলে মার্কেট এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন ৷ তাঁর বাড়ি বিহারের পাটনায় ৷

শনিবার অনেক বেলা হয়ে গেলেও চন্দন ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়৷ অনেকক্ষণ ধরে ডেকেও কোনও সাড়া মেলেনি ৷ এর পর দরজার ফাঁক দিয়ে চন্দনের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় থানায় ৷ বি গার্ডেন থানার পুলিশ এসে দরজা ভেঙে চন্দনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে ।

প্রতিবেশীরা জানিয়েছেন চন্দন একটি বিবাহ সংস্থার অফিসে মার্কেটিংয়ের কাজ করতেন । কিছুদিন আগে পার্ক সার্কাসের এক যুবতীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় ও প্রেম হয় । মাস তিনেক আগে ওই যুবতী চন্দনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ৷ এরপরই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন । তাঁর জেরেই চন্দন আত্মহত্যা করছেন বলে অনুমান প্রতিবেশীদের ৷

Intro:প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী যুবক। গতকাল গভীর রাতে গলায় তোয়ালে জড়িয়ে চন্দন কুমার নামে বছর 23 যুবক দক্ষিণ হাওড়ার কোলে মার্কেট এলাকায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। আজ সকালে প্রতিবেশীরা তাকে ডেকে কোন সাড়া পায়নি। এরপর দরজার ফাঁক দিয়ে তার ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিশ সূত্রে খবর বছর 23 এর চন্দন কুমারের বাড়ি বিহারের পাটনায়। এক বিবাহ সংস্থার অফিসে তিনি মার্কেটিংয়ে কাজ করতেন। কিছুদিন আগে পার্কসার্কাসের এক যুবতীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় ও প্রেম হয়। মাস তিনেক আগে ওই যুবতী তাকে ছেড়ে চলে যায়। এরপরই সে মানসিক অবসাদে ভুগতে শুরু করে। দিন দুয়েক আগে ওই যুবকের বাড়িতে পাটনা থেকে এক বন্ধু আসে। গতকাল তাকে নিয়ে কলকাতায় ঘুরে রাতে তাকে হাওড়া স্টেশনে ছেড়ে ফ্ল্যাটে ফেরেন। আজ সকালে আত্মহত্যার খবর পেয়ে বি গার্ডেন থানার পুলিশ ছুটে আসে। ফ্লাটের দরজা ভেঙে পুলিশ দেহ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য দেহ পাঠায়। যদিও ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে।Body:BConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.