বাগনান, 24 জুন : যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । আর মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ওই যুবতির মায়ের । হাওড়ার বাগনানের গোপালপুরের ঘটনা । এর প্রতিবাদে আজ প্রায় আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ।
গতরাত সাড়ে 12টা পর্যন্ত ছাদে মোবাইলে গেম খেলছিল যুবতি । কিছুক্ষণ পর নিচের ঘরে ঘুমোতে যাওয়ার জন্য নামছিল সে । অভিযোগ, সেই সময় কেউ তার পা ধরে টান দেয় । পরে মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন । চিৎকার শুনে বাঁচাতে এলে তার মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় । এরপরই নাকি এলাকার কয়েকজনকে নিয়ে ওই যুবতির বাড়ি থেকে বের হতে দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা কুশ বেরাকে । তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী ।
জখম অবস্থায় যুবতির মাকে উলুবেড়িয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আজ সকালে তাঁর মৃত্যু হয় । কুশ বেরার বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয় ।
অভিযুক্ত তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের শাস্তির দাবিতে সরব হয় স্থানীয় BJP নেতৃত্ব । লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল নামক দলটি ধর্ষণ করার লাইসেন্স পেয়ে গেছে । একজন মানুষকে সিঁড়ি থেকে ফেলে খুন করা হয়েছে । ঘটনার পর এতক্ষণ কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি । পুলিশের কাছে গ্রেপ্তারের দাবি জানালে তারা সময় চাইছে । কিন্তু কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে পারবে সেবিষয়ে স্পষ্ট কিছু বলছে না । এই সময় ওই মহিলা কোরোনায় মারা গেছেন তা প্রমাণ করার চেষ্টা হবে । আমরা চাই যাতে একজনকে খুন এবং একজনকে ধর্ষণের চেষ্টা, এই দুই অভিযোগেই মামলা রুজু করা হোক ।"
ঘটনায় বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, "যে দলের হোক না কেন প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।"