ETV Bharat / state

করোনাকে কুপোকাত করতে যজ্ঞ হাওড়ায়

author img

By

Published : May 17, 2021, 3:23 PM IST

মন্দির কমিটির পক্ষে স্বপন মিদ্দা জানান, যেভাবে মারণ করোনা ভাইরাস বাড়ছে তার হাত থেকে বিশ্ব শান্তির জন্যেই এই যজ্ঞের আয়োজন ।

করোনাকে কুপোকাত করতে যজ্ঞ হাওড়ায়
করোনাকে কুপোকাত করতে যজ্ঞ হাওড়ায়

হাওড়া, 17 মে : কোনও দাওয়াইতেই কুপোকাত হচ্ছে না করোনা, বরং বাড়ছে । তাই নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন পুরোহিতরা । দাউ দাউ করে জ্বলল যজ্ঞের আগুন । উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত হল মন্দির ।

স্যানিজাইজার, ওষুধ, প্রতিষেধক, সামাজিক দূরত্ব, মাস্ক ... সবকিছু মেনে চলার পরেও কিছুতেই ঠিক বাগে আসছে না সংক্রমণ । তাই এবারে করোনা প্রতিরোধে আজ নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন মাকড়দহ ধাড়সা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিতেরা ।

বিশ্বজুড়েই দাপট বাড়ছে করোনার । বাড়ছে মৃত্যুর মিছিল । বিজ্ঞানী থেকে চিকিৎসকেরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এদিকে দেশেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা । সঙ্গে বাড়ছে মৃত্যুর । সর্বত্র গ্রাস করেছে আতঙ্ক ।

করোনা রুখতে লকডাউনে বেশ কিছু রাজ্য । তার জেরে একে একে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের মতো উৎসব হয়নি । কিন্তু কবে এর থেকে মুক্তি মিলবে ? উত্তর জানা নেই ।

তাই এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষে পেতে শনিবার যজ্ঞের আয়োজন হাওড়ার ডোমজুড় ব্লকের মাকরদহ এলাকার মন্দিরে । ধাড়সা মন্দির কমিটির উদ্যোগে যজ্ঞ আয়োজিত হয় । বিশ্ব শান্তির বার্তা নিয়েই এই যজ্ঞের আয়োজন । তবে ভক্তের সংখ্যা ছিল কম । যাঁরা এসেছিলেন তাঁরা প্রত্যেক্যেই মানলেন সামাজিক দূরত্ব । পারস্পরিক দূরত্ব মেনে বসেছিলেন পুরোহিতরাও । সকলের মুখে ছিল মাস্ক ।

করোনা প্রতিরোধে আজ নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন মাকড়দহ ধাড়সা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিতরা
করোনা প্রতিরোধে আজ নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন মাকড়দহ ধাড়সা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিতরা

মন্দির কমিটির পক্ষে স্বপন মিদ্দা জানান, যেভাবে মারণ করোনা ভাইরাস বাড়ছে তার হাত থেকে বিশ্ব শান্তির জন্যেই এই যজ্ঞের আয়োজন । রীতি মেনে হল মন্ত্রচারণও । বিদায় নিক করোনা । বিশ্বে ফিরে আসুক শান্তি । তাই আজকে সকাল থেকে হোম যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করছেন তারা ।

হাওড়া, 17 মে : কোনও দাওয়াইতেই কুপোকাত হচ্ছে না করোনা, বরং বাড়ছে । তাই নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন পুরোহিতরা । দাউ দাউ করে জ্বলল যজ্ঞের আগুন । উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত হল মন্দির ।

স্যানিজাইজার, ওষুধ, প্রতিষেধক, সামাজিক দূরত্ব, মাস্ক ... সবকিছু মেনে চলার পরেও কিছুতেই ঠিক বাগে আসছে না সংক্রমণ । তাই এবারে করোনা প্রতিরোধে আজ নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন মাকড়দহ ধাড়সা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিতেরা ।

বিশ্বজুড়েই দাপট বাড়ছে করোনার । বাড়ছে মৃত্যুর মিছিল । বিজ্ঞানী থেকে চিকিৎসকেরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এদিকে দেশেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা । সঙ্গে বাড়ছে মৃত্যুর । সর্বত্র গ্রাস করেছে আতঙ্ক ।

করোনা রুখতে লকডাউনে বেশ কিছু রাজ্য । তার জেরে একে একে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের মতো উৎসব হয়নি । কিন্তু কবে এর থেকে মুক্তি মিলবে ? উত্তর জানা নেই ।

তাই এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষে পেতে শনিবার যজ্ঞের আয়োজন হাওড়ার ডোমজুড় ব্লকের মাকরদহ এলাকার মন্দিরে । ধাড়সা মন্দির কমিটির উদ্যোগে যজ্ঞ আয়োজিত হয় । বিশ্ব শান্তির বার্তা নিয়েই এই যজ্ঞের আয়োজন । তবে ভক্তের সংখ্যা ছিল কম । যাঁরা এসেছিলেন তাঁরা প্রত্যেক্যেই মানলেন সামাজিক দূরত্ব । পারস্পরিক দূরত্ব মেনে বসেছিলেন পুরোহিতরাও । সকলের মুখে ছিল মাস্ক ।

করোনা প্রতিরোধে আজ নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন মাকড়দহ ধাড়সা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিতরা
করোনা প্রতিরোধে আজ নির্ঘণ্ট মেনে যজ্ঞে বসলেন মাকড়দহ ধাড়সা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিতরা

মন্দির কমিটির পক্ষে স্বপন মিদ্দা জানান, যেভাবে মারণ করোনা ভাইরাস বাড়ছে তার হাত থেকে বিশ্ব শান্তির জন্যেই এই যজ্ঞের আয়োজন । রীতি মেনে হল মন্ত্রচারণও । বিদায় নিক করোনা । বিশ্বে ফিরে আসুক শান্তি । তাই আজকে সকাল থেকে হোম যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করছেন তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.