ETV Bharat / state

শাহিনবাগের মতো হাওড়ার পিলখানায় অবস্থান সংখ্যালঘু মহিলাদের একাংশের - এনআরসি ও সিএএ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলন

প্রসঙ্গত, CAA, NRC ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের বিরোধিতায় 15 ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে অবস্থান শুরু করেছে সংখ্যালঘু মহিলাদের একাংশ ৷ 40 দিনে পড়েছে সেই আন্দোলন ৷ CAA, NRC ও NPR-এর বিরোধিতায় এটাই সবথেকে বেশিদিনের আন্দোলন ৷

Muslim women protesting against CAA and NRC at Pilkhana
পিলখানার রাস্তায় আন্দোলনকারীরা
author img

By

Published : Jan 23, 2020, 1:54 PM IST

হাওড়া, 23 জানুয়ারি : শাহীনবাগ ও পার্ক সার্কাসের পর এবার হাওড়ার পিলখানায় আন্দোলনে নামল সংখ্যালঘু মহিলাদের একাংশ ৷ আজ ছ’দিনে পড়ল আন্দোলন ৷ NRC ও CAA নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সংখ্যালঘু মহিলাদের কয়েকজন প্রতিবাদে নেমেছে ৷ অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা ৷


আন্দোলনরত নিখাদ পারভিন জানান, "শুধু মুসলিম মহিলারা নয়, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন হিন্দু মহিলারাও ৷ এই আন্দোলনকে তাঁরা জাতি-ধর্ম নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান ৷"

প্রসঙ্গত, CAA, NRC ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের বিরোধিতায় 15 ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে অবস্থান শুরু করেছে সংখ্যালঘু মহিলাদের একাংশ ৷ 40 দিনে পড়েছে সেই আন্দোলন ৷ CAA, NRC ও NPR-এর বিরোধিতায় এটাই সবথেকে বেশিদিনের আন্দোলন ৷ শাহিনবাগের মতোই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও কলকাতার পার্ক সার্কাসে আন্দোলনে সামিল হয়েছে অনেকে ৷

CAA-NRC নিয়ে শাহকে চ্যালেঞ্জ, টুইট প্রশান্ত কিশোরের

হাওড়া, 23 জানুয়ারি : শাহীনবাগ ও পার্ক সার্কাসের পর এবার হাওড়ার পিলখানায় আন্দোলনে নামল সংখ্যালঘু মহিলাদের একাংশ ৷ আজ ছ’দিনে পড়ল আন্দোলন ৷ NRC ও CAA নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সংখ্যালঘু মহিলাদের কয়েকজন প্রতিবাদে নেমেছে ৷ অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা ৷


আন্দোলনরত নিখাদ পারভিন জানান, "শুধু মুসলিম মহিলারা নয়, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন হিন্দু মহিলারাও ৷ এই আন্দোলনকে তাঁরা জাতি-ধর্ম নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান ৷"

প্রসঙ্গত, CAA, NRC ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের বিরোধিতায় 15 ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে অবস্থান শুরু করেছে সংখ্যালঘু মহিলাদের একাংশ ৷ 40 দিনে পড়েছে সেই আন্দোলন ৷ CAA, NRC ও NPR-এর বিরোধিতায় এটাই সবথেকে বেশিদিনের আন্দোলন ৷ শাহিনবাগের মতোই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও কলকাতার পার্ক সার্কাসে আন্দোলনে সামিল হয়েছে অনেকে ৷

CAA-NRC নিয়ে শাহকে চ্যালেঞ্জ, টুইট প্রশান্ত কিশোরের

Intro:দিল্লির শাহীনবাগ কলকাতার পার্ক সার্কাস এর পর এবার হাওড়ার পিলখানা। সিএ এনআরসির বিরোধিতায় মহিলা বিক্ষোভ দেখল শহর। যেখানে আজ নিয়ে টানা ছয়দিন অবস্থান-বিক্ষোভ করছেন মুসলিম ধর্মালম্বী মহিলারা। অবস্থানের বিরোধিতায় উঠে এসেছে সি এ এ এন আর সি ও এনবিআর এর মত কেন্দ্রীয় সরকারি আইনগুলি। অবস্থানের শামিল সাত বছরের নাবালিকা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত। বিক্ষোভকারীদের তরফে, নিখাদ পারভীন বলেন, এই আন্দোলন শুধুমাত্র মুসলিম মহিলাদের নয় বা মুসলিম ধর্মালম্বীদের নয়। এই আন্দোলন সি এ এন আর সির বিরোধিতায়। সারাদেশব্যাপী এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। প্রতিবাদে মুখর আমাদের রাজ্যও। তাই সেই প্রতিবাদে শামিল হয়েছে হাওড়ার পিলখানা। অনির্দিষ্টকালীন এই অবস্থানে আমরা থাকবো।Body:উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি এই দুই আইনের প্রতিবাদ কমবেশি দেশের সমস্ত রাজ্যে হচ্ছে। বিরোধিতায় পথে নেমেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এদিকে দিল্লির শাহীনবাগে শতাধিক মুসলিম মহিলা অবস্থান বিক্ষোভ শুরু করেন। এরপর বিরোধিতায় শামিল হয় কলকাতার পার্ক সার্কাস। সেই আজ এবার পার্শ্ববর্তী শহর হাওড়াতে ও। গত 17 তারিখ থেকে উত্তর হাওড়ার পিলখানায় বিক্ষোভরত মুসলিম মহিলা ও শিশুরা। Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.