হাওড়া, 23 জানুয়ারি : শাহীনবাগ ও পার্ক সার্কাসের পর এবার হাওড়ার পিলখানায় আন্দোলনে নামল সংখ্যালঘু মহিলাদের একাংশ ৷ আজ ছ’দিনে পড়ল আন্দোলন ৷ NRC ও CAA নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সংখ্যালঘু মহিলাদের কয়েকজন প্রতিবাদে নেমেছে ৷ অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা ৷
আন্দোলনরত নিখাদ পারভিন জানান, "শুধু মুসলিম মহিলারা নয়, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন হিন্দু মহিলারাও ৷ এই আন্দোলনকে তাঁরা জাতি-ধর্ম নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান ৷"
প্রসঙ্গত, CAA, NRC ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের বিরোধিতায় 15 ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে অবস্থান শুরু করেছে সংখ্যালঘু মহিলাদের একাংশ ৷ 40 দিনে পড়েছে সেই আন্দোলন ৷ CAA, NRC ও NPR-এর বিরোধিতায় এটাই সবথেকে বেশিদিনের আন্দোলন ৷ শাহিনবাগের মতোই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও কলকাতার পার্ক সার্কাসে আন্দোলনে সামিল হয়েছে অনেকে ৷