ETV Bharat / state

লকডাউনে মাকে দেখতে হুগলি থেকে আসায় অশান্তি, উত্তপ্ত বাঁকড়া

কোরোনা আতঙ্কের মাঝে একজনের বাপের বাড়ি আসা নিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে বচসা । পরে হাতাহাতি ।

লকডাউনে মাকে দেখতে এসেছিল মেয়ে, সেই নিয়ে উত্তাল বাঁকড়া
লকডাউনে মাকে দেখতে এসেছিল মেয়ে, সেই নিয়ে উত্তাল বাঁকড়া
author img

By

Published : May 15, 2020, 12:59 AM IST

বাঁকড়া, 14 মে: লকডাউন চলাকালীন অসুস্থ মাকে দেখতে ডানকুনি থেকে হাওড়ার সলপে বাপের বাড়ি এসেছিল মেয়ে । সঙ্গে ছিলেন স্বামী । বৃহস্পতিবার এই নিয়ে উত্তেজনা ছড়াল ডোমজুড় থানার অন্তর্গত সলপ বাজার এলাকায় ।

কোরোনা আতঙ্কের মধ্যে মেয়ের বাপের বাড়ি আসা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ওই পরিবারের প্রথমে বচসা শুরু হয় । এরপর তা হাতাহাতিতে পরিণত হয় । অভিযোগ, বাড়ি ভাঙচুর করা হয় । মোটরবাইকেও ভাঙচুর চালানো হয় । তবে এই অভিযোগের পালটা অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারাও । তাঁদের উপর ওই পরিবারের সদস্যরা পালটা হামলা চালায় বলে অভিযোগ । মাথা ফাটে দুই গ্রামবাসীর । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।

লকডাউনে মাকে দেখতে এসেছিল মেয়ে, সেই নিয়ে উত্তাল বাঁকড়া
লকডাউনে মাকে দেখতে এসেছিল মেয়ে, সেই নিয়ে উত্তাল বাঁকড়া

আজ সন্ধ্যায় স্বামীর বাইকে চেপে হাওড়ার সলপে বাপের বাড়ি এসেছিলেন সুস্মিতা কয়াল । অভিযোগ, তখনই গ্রামের বাসিন্দারা তাঁদের বাড়ি আসে । লকডাউনের মধ্যে হুগলি থেকে কেন এসেছেন , তা জানতে চাওয়া হয় । সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় গ্রামের বাসিন্দারা তখনই তাঁদের চলে যেতে বলেন । আর এই নিয়েই শুরু হয় বচসা । গ্রামের মহিলারা বলেন, তাঁরা কোনও ঝামেলা করেননি । শুধুমাত্র তাঁদের চলে যেতে বলা হয়েছিল । আর এতেই গ্রামবাসীদের উপর হামলা চালান ওই পরিবারের সদস্যরা । ়

অন্যদিকে সুস্মিতা ও তাঁর পরিবারের অভিযোগ, এলাকার বাসিন্দারা কোনও কথা শুনতে চায়নি । তাঁরাই মারধর করেছে ও ভাঙচুর চালিয়েছে ।

বাঁকড়া, 14 মে: লকডাউন চলাকালীন অসুস্থ মাকে দেখতে ডানকুনি থেকে হাওড়ার সলপে বাপের বাড়ি এসেছিল মেয়ে । সঙ্গে ছিলেন স্বামী । বৃহস্পতিবার এই নিয়ে উত্তেজনা ছড়াল ডোমজুড় থানার অন্তর্গত সলপ বাজার এলাকায় ।

কোরোনা আতঙ্কের মধ্যে মেয়ের বাপের বাড়ি আসা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ওই পরিবারের প্রথমে বচসা শুরু হয় । এরপর তা হাতাহাতিতে পরিণত হয় । অভিযোগ, বাড়ি ভাঙচুর করা হয় । মোটরবাইকেও ভাঙচুর চালানো হয় । তবে এই অভিযোগের পালটা অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারাও । তাঁদের উপর ওই পরিবারের সদস্যরা পালটা হামলা চালায় বলে অভিযোগ । মাথা ফাটে দুই গ্রামবাসীর । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।

লকডাউনে মাকে দেখতে এসেছিল মেয়ে, সেই নিয়ে উত্তাল বাঁকড়া
লকডাউনে মাকে দেখতে এসেছিল মেয়ে, সেই নিয়ে উত্তাল বাঁকড়া

আজ সন্ধ্যায় স্বামীর বাইকে চেপে হাওড়ার সলপে বাপের বাড়ি এসেছিলেন সুস্মিতা কয়াল । অভিযোগ, তখনই গ্রামের বাসিন্দারা তাঁদের বাড়ি আসে । লকডাউনের মধ্যে হুগলি থেকে কেন এসেছেন , তা জানতে চাওয়া হয় । সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় গ্রামের বাসিন্দারা তখনই তাঁদের চলে যেতে বলেন । আর এই নিয়েই শুরু হয় বচসা । গ্রামের মহিলারা বলেন, তাঁরা কোনও ঝামেলা করেননি । শুধুমাত্র তাঁদের চলে যেতে বলা হয়েছিল । আর এতেই গ্রামবাসীদের উপর হামলা চালান ওই পরিবারের সদস্যরা । ়

অন্যদিকে সুস্মিতা ও তাঁর পরিবারের অভিযোগ, এলাকার বাসিন্দারা কোনও কথা শুনতে চায়নি । তাঁরাই মারধর করেছে ও ভাঙচুর চালিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.