ETV Bharat / state

ব্যাগ নিয়ে দৌড় দুষ্কৃতীর, ধাওয়া করে ধরলেন যুবতি - হুগলি

বাসের জানালা থেকে ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল দুষ্কৃতী ৷ ধাওয়া করে ধরলেন এক যুবতি ৷ হাওড়ার ঘটনা ৷

সঞ্চারী
author img

By

Published : Sep 9, 2019, 10:23 AM IST

হাওড়া, 9 সেপ্টেম্বর : অনেকটা সিনেমার কাগদায় ছিনতাইকারীকে ধাওয়া করে ধরলেন এক যুবতি । বাসের জানালা থেকে ওই যুবতির ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী । তাকে ধরে গোলাবাড়ি পুলিশের হাতে তুলে দিলেন যুবতি । হাওড়ার ঘটনা । অভিযুক্তকে জিঞ্জাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ ।

হুগলির নবগ্রামের বাসিন্দা সঞ্চারী ব্যানার্জি । গতকাল তিনি হাওড়া বাসস্ট্যান্ড থেকে বেহালা যাওয়ার জন্য বাস ধরেন । সেইসময় বাস থেকে তাঁর ব্যাগ নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী । পাশের যাত্রীদের চিৎকারে বিষয়টি বুঝতে পেরে বাস থেকে লাফ মেরে সঞ্চারী দুষ্কৃতীকে ধাওয়া করে । তাকে ধরেও ফেলে ৷ তারইমধ্যে সঞ্চারীর ব্যাগটি ওই দুষ্কৃতী ছুড়ে কোথাও ফেলে দেয় ৷ দুষ্কৃতীকে ধরলেও ব্যাগটি পাননি সঞ্চারী ৷

তিনি বলেন, "হাওড়া থেকে বেহালা যাওয়ার জন্য বাসে উঠেছিলাম । বিস্কুট কেনার জন্য বাসের সিটের পাশে ব্যাগটা রেখেছিলাম । সেইসময় এক দুষ্কৃতী ব্যাগটি নিয়ে দৌড় দেয় । আমিও ওই দুষ্কৃতীকে ধরতে দৌড় লাগাই । তাকে ধরেও ফেলি । কিন্তু ওই দুষ্কৃতী ঘটনাটি বুঝতে পেরে ব্যাগটি অন্য এক দুষ্কৃতীকে দেওয়ার জন্য ফেলে দিয়ে দৌড় দেয় ।" তাঁর ব্যাগে দুটি দামি ফোন ও দশ হাজার টাকা ছিল বলে সঞ্চারী জানিয়েছেন ৷

অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ । তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ৷

হাওড়া, 9 সেপ্টেম্বর : অনেকটা সিনেমার কাগদায় ছিনতাইকারীকে ধাওয়া করে ধরলেন এক যুবতি । বাসের জানালা থেকে ওই যুবতির ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী । তাকে ধরে গোলাবাড়ি পুলিশের হাতে তুলে দিলেন যুবতি । হাওড়ার ঘটনা । অভিযুক্তকে জিঞ্জাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ ।

হুগলির নবগ্রামের বাসিন্দা সঞ্চারী ব্যানার্জি । গতকাল তিনি হাওড়া বাসস্ট্যান্ড থেকে বেহালা যাওয়ার জন্য বাস ধরেন । সেইসময় বাস থেকে তাঁর ব্যাগ নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী । পাশের যাত্রীদের চিৎকারে বিষয়টি বুঝতে পেরে বাস থেকে লাফ মেরে সঞ্চারী দুষ্কৃতীকে ধাওয়া করে । তাকে ধরেও ফেলে ৷ তারইমধ্যে সঞ্চারীর ব্যাগটি ওই দুষ্কৃতী ছুড়ে কোথাও ফেলে দেয় ৷ দুষ্কৃতীকে ধরলেও ব্যাগটি পাননি সঞ্চারী ৷

তিনি বলেন, "হাওড়া থেকে বেহালা যাওয়ার জন্য বাসে উঠেছিলাম । বিস্কুট কেনার জন্য বাসের সিটের পাশে ব্যাগটা রেখেছিলাম । সেইসময় এক দুষ্কৃতী ব্যাগটি নিয়ে দৌড় দেয় । আমিও ওই দুষ্কৃতীকে ধরতে দৌড় লাগাই । তাকে ধরেও ফেলি । কিন্তু ওই দুষ্কৃতী ঘটনাটি বুঝতে পেরে ব্যাগটি অন্য এক দুষ্কৃতীকে দেওয়ার জন্য ফেলে দিয়ে দৌড় দেয় ।" তাঁর ব্যাগে দুটি দামি ফোন ও দশ হাজার টাকা ছিল বলে সঞ্চারী জানিয়েছেন ৷

অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ । তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ৷

Intro:বাসের জানলা দিয়ে টান মেরে ব্যাগ ছিনতাই করেছিল এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে সেই বাস থেকে লাফ মেরে ছিনতাইবাজকে ধাওয়া করেন তিনি এমনকি ধরেও ফেলেন তাকে। শেষমেশ সেই দুষ্কৃতিকে তুলে দেন গোলাবাড়ি থানার হাতে। যদিও উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে আজ দুপুর তিনটে নাগাদ হাওড়া বাস স্ট্যান্ডে। পুলিশ সূত্রের খবর ওই তরুণীর নাম সঞ্চারি ব্যানার্জি।
Body:তিনি সরকারি বাসে চেপে বেহালা যাচ্ছিল। হুগলির নবগ্রামের বাসিন্দা ওই যুবতী। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী তিনি যখন বাসে হাওড়া বাস স্ট্যান্ডে বাসের সিটে বসে সেই সময় এক ছিনতাইবাজ বাসের বাইরে থেকে জানালা দিয়ে তার ব্যাগটি তুলে নিয়ে দৌড় লাগায়। বাসের অন্যান্য লোকেদের চিৎকারে ঘটনাটি বুঝতে পেরে তিনিও বাস থেকে নেমে ধাওয়া করেন ওই চোরকে। কিছু ক্ষণ বাদে তিনি যখন চোরকে ধরে ফেলেন সে ব্যাগটা অন্য আরেকজনের তোলার জন্য ফেলে দেয়। কিন্তু সেটা তিনি বুঝতে পারেন নি। যেহেতু তার উদেশ্য ছিল ওই চোরকে ধাওয়া করে ধরে ফেলা। তাই তিনি তাকেই লক্ষ্য করে ছুটছিলেন বলে দাবি করেন ওই যুবতী। তার ব্যাগে ছিল দুটি দামি ফোন ও দশ হাজার টাকা। সঞ্চারি ব্যানার্জি বাস থেকে লাফ দিয়ে নেমে ছিনতাইবাজের পিছনে ধাওয়া করে। বেশ কিছুটা দৌড়ে ধাওয়া করে ধরে ফেলার মধ্যে অন্য এক সাগরেদকে ছুড়ে ব্যাগটি দেওয়ায় তার হাতে ব্যাগটি না থাকায় তিনি আশেপাশের লোকেদেরকেও জিজ্ঞাসা করেন । কিন্তু তিনি আশ্চর্যান্বিত হয়ে যান যখন কেউ তার ব্যাগ দেখেনি শোনেন। যদিও ওই ছিনতাইবাজকে ধরে তিনি গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন সঞ্চারি। গোটা ঘটনা জানার পরে গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে যুক্ত অন্য অপরাধীর খোঁজ পাবার চেষ্টা চালাচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.