ETV Bharat / state

বিজেপিতে যোগ দেওয়া নেতার ছবি সহ ফ্লেক্স ঘিরে রাজনৈতিক চর্চা - Howrah BJP

কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন অনুপম ঘোষ ৷ এরপরেই তাঁর নামে পোস্টার পড়ে এলাকায় ৷

হাওড়া
হাওড়া
author img

By

Published : Feb 21, 2021, 4:33 PM IST

হাওড়া, 21 ফেব্রুয়ারি : নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও ৷ বিজেপি বা তৃণমূল কোনও দলই এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি ৷ কিন্তু, তার আগেই বিজেপি প্রার্থীর সমর্থনে পোস্টার পড়ল হাওড়ার জগৎবল্লভপুরে ৷ যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা ৷ বিজেপির দাবি, বদনাম করার জন্যই এই কাজ করেছে তৃণমূল ৷ অপরদিকে, তৃণমূলের দাবি উশৃঙ্খল পার্টি বিজেপি ৷ তাই এই ধরণের কাজ করছে বলে অভিযোগ করেন তাঁরা ৷

আরও পড়ুন : বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট অনুপম ঘোষ ৷ কয়েকদিন কাটতে না কাটতেই এলাকায় তাঁর সমর্থনে পড়ল পোস্টার ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকাল থেকেই অনুপম ঘোষের সমর্থনে এলাকায় পোস্টার পড়ে ৷ ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল বিজেপি দুই শিবির ৷ একে অপরের ঘাড়ে দোষ দিতে পিছুপা হয়নি কোনও শিবিরই ৷ এদিন বিজেপি নেতা সৌমেন্দ্র নাথ কারার বলেন, "এটা তৃণমূলের সংস্কৃতি ৷ এভাবে পোস্টার দিয়ে নাম ভাসিয়ে দেওয়া যায় না ৷" এ প্রসঙ্গে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, "কোনও ব্যক্তি নির্ভর পার্টি নয় বিজেপি ৷ এধরণের কাজ করতে পারে না বিজেপি ৷ বদনাম করার জন্যই অন্য দলের লোক এই কাজ করেছে ৷"

ভিডিয়োতে শুনুন তৃণমূল বিজেপি নেতাদের বক্তব্য

যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ রাজ্যের শাসক শিবির ৷ তাঁদের দাবি, বিজেপির লোকেরাই এই কাজ করেছে ৷ এমনকি অনুপম ঘোষকে ওই এলাকা থেকে প্রার্থী করা হলে 500 এর বেশি ভোট পাবে না বলেও দাবি তৃণমূলের ৷ এ বিষয়ে তৃণমূল নেতা কৈলাশ মিশ্র বলেন, "বিজেপি একটা উশৃঙ্খল দল । কিছুদিন আগে জগৎবল্লভপুরে রাজীববাবুর সভা হয়েছিল । সেখানে 500 লোক এসেছিল । তৃণমূল চায় অনুপম ঘোষ ওখানে দাঁড়াক । তিনি 500 ভোট পাবে কি না সন্দেহ ।"

হাওড়া, 21 ফেব্রুয়ারি : নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও ৷ বিজেপি বা তৃণমূল কোনও দলই এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি ৷ কিন্তু, তার আগেই বিজেপি প্রার্থীর সমর্থনে পোস্টার পড়ল হাওড়ার জগৎবল্লভপুরে ৷ যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা ৷ বিজেপির দাবি, বদনাম করার জন্যই এই কাজ করেছে তৃণমূল ৷ অপরদিকে, তৃণমূলের দাবি উশৃঙ্খল পার্টি বিজেপি ৷ তাই এই ধরণের কাজ করছে বলে অভিযোগ করেন তাঁরা ৷

আরও পড়ুন : বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট অনুপম ঘোষ ৷ কয়েকদিন কাটতে না কাটতেই এলাকায় তাঁর সমর্থনে পড়ল পোস্টার ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকাল থেকেই অনুপম ঘোষের সমর্থনে এলাকায় পোস্টার পড়ে ৷ ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল বিজেপি দুই শিবির ৷ একে অপরের ঘাড়ে দোষ দিতে পিছুপা হয়নি কোনও শিবিরই ৷ এদিন বিজেপি নেতা সৌমেন্দ্র নাথ কারার বলেন, "এটা তৃণমূলের সংস্কৃতি ৷ এভাবে পোস্টার দিয়ে নাম ভাসিয়ে দেওয়া যায় না ৷" এ প্রসঙ্গে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, "কোনও ব্যক্তি নির্ভর পার্টি নয় বিজেপি ৷ এধরণের কাজ করতে পারে না বিজেপি ৷ বদনাম করার জন্যই অন্য দলের লোক এই কাজ করেছে ৷"

ভিডিয়োতে শুনুন তৃণমূল বিজেপি নেতাদের বক্তব্য

যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ রাজ্যের শাসক শিবির ৷ তাঁদের দাবি, বিজেপির লোকেরাই এই কাজ করেছে ৷ এমনকি অনুপম ঘোষকে ওই এলাকা থেকে প্রার্থী করা হলে 500 এর বেশি ভোট পাবে না বলেও দাবি তৃণমূলের ৷ এ বিষয়ে তৃণমূল নেতা কৈলাশ মিশ্র বলেন, "বিজেপি একটা উশৃঙ্খল দল । কিছুদিন আগে জগৎবল্লভপুরে রাজীববাবুর সভা হয়েছিল । সেখানে 500 লোক এসেছিল । তৃণমূল চায় অনুপম ঘোষ ওখানে দাঁড়াক । তিনি 500 ভোট পাবে কি না সন্দেহ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.