ETV Bharat / state

দিদি এখন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে যাচ্ছেন... - assembly election 2021

বক্তৃতার অর্ধেকাংশই স্পষ্ট বাংলায় । বাংলার মানুষের মন জয়ের খেলায় মাঠে নেমেই ছক্কা হাঁকালেন স্মৃতি ইরানি ।

স্মৃতি ইরানি
স্মৃতি ইরানি
author img

By

Published : Jan 31, 2021, 2:40 PM IST

ডুমুরজোলা, 31 জানুয়ারি : ভোটের আগে বাংলার মানুষের মন জয় করতে অমিত শাহ নিজের বদলে পাঠিয়েছেন স্মৃতি ইরানিকে । ডুমুরজলায় আজকের সভায় দিল্লির মুখ তিনিই । ডুমুরজলায় ব্যাট করতে নেমে শুরুতেই ছক্কা হাঁকালেন স্মৃতি । পোডিয়ামে এসে মাইক দু'টি একটু গুছিয়ে নিয়ে স্পষ্ট বাংলায় বললেন, "শুনতে পেরেছি দিদি এখন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে যাচ্ছেন... দিদিও এখন জানেন বাংলায় এখন পদ্মফুল ঘরে ঘরে ।" সঙ্গে সঙ্গে দর্শকাসন থেকে হাততালি । বললেন, "তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে ।"

বাংলায় 138 জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেন স্মৃতি ইরানি । বললেন, "সোনার বাংলা গড়তে তাঁদের বলিদান বৃথা যাবে না ।" স্মৃতি ইরানির বক্তৃতায় আজ আবারও উঠে এল রাজ্যের শাসকদলের রাম-নামের ভয় । বললেন, "যিনি জয় শ্রীরাম ধ্বনিকেও অপমানিত করেন, সেই দলে কোনও দেশ-ভক্ত এক মিনিটের জন্যও থাকতে পারবেন না ।"

আরও পড়ুন : পরিবর্তনের পরিবর্তন, ডুমুরজলা থেকে ডাক রাজীবের

একইসঙ্গে বাংলার কৃষকরা যে বঞ্চনার শিকার, সেই কথাও তুলে ধরলেন তিনি । বললেন, "বাংলার কৃষকদের বঞ্চিত করছেন দিদি । পরিবর্তন হবেই, ঠিক করে নিয়েছেন বাংলার মানুষ ।" লকডাউনে সাধারণ মানুষের চাল-ডাল তৃণমূল লুট করেছে বলেও অভিযোগ করেন তিনি ।

ডুমুরজোলা, 31 জানুয়ারি : ভোটের আগে বাংলার মানুষের মন জয় করতে অমিত শাহ নিজের বদলে পাঠিয়েছেন স্মৃতি ইরানিকে । ডুমুরজলায় আজকের সভায় দিল্লির মুখ তিনিই । ডুমুরজলায় ব্যাট করতে নেমে শুরুতেই ছক্কা হাঁকালেন স্মৃতি । পোডিয়ামে এসে মাইক দু'টি একটু গুছিয়ে নিয়ে স্পষ্ট বাংলায় বললেন, "শুনতে পেরেছি দিদি এখন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে যাচ্ছেন... দিদিও এখন জানেন বাংলায় এখন পদ্মফুল ঘরে ঘরে ।" সঙ্গে সঙ্গে দর্শকাসন থেকে হাততালি । বললেন, "তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে ।"

বাংলায় 138 জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেন স্মৃতি ইরানি । বললেন, "সোনার বাংলা গড়তে তাঁদের বলিদান বৃথা যাবে না ।" স্মৃতি ইরানির বক্তৃতায় আজ আবারও উঠে এল রাজ্যের শাসকদলের রাম-নামের ভয় । বললেন, "যিনি জয় শ্রীরাম ধ্বনিকেও অপমানিত করেন, সেই দলে কোনও দেশ-ভক্ত এক মিনিটের জন্যও থাকতে পারবেন না ।"

আরও পড়ুন : পরিবর্তনের পরিবর্তন, ডুমুরজলা থেকে ডাক রাজীবের

একইসঙ্গে বাংলার কৃষকরা যে বঞ্চনার শিকার, সেই কথাও তুলে ধরলেন তিনি । বললেন, "বাংলার কৃষকদের বঞ্চিত করছেন দিদি । পরিবর্তন হবেই, ঠিক করে নিয়েছেন বাংলার মানুষ ।" লকডাউনে সাধারণ মানুষের চাল-ডাল তৃণমূল লুট করেছে বলেও অভিযোগ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.