ETV Bharat / state

মোদি ও মমতার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ সেলিমের

author img

By

Published : Feb 25, 2021, 5:16 PM IST

আগামী 28 ফেব্রুয়ারি বিগ্রেড সমাবেশের সমর্থনে এবং একাধিক দাবিতে হাওড়ার টিকিয়াপাড়া থেকে শিবপুর পি এম বস্তি পর্যন্ত মিছিল করে সিপিআইএম ৷ সিপিএম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই মিছিলে অংশ নেয় । উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ।

Mohammad Selim has accused narendra Modi and Mamata banerjee of the politics of religious polarization
মোদি ও মমতার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ সেলিমের

হাওড়া, 25 ফেব্রুয়ারি : হিন্দু ও মুসলিমকে ভাগাভাগি করে দিল্লিতে মোদি ও বাংলায় মমতা লুঠতরাজ চালাচ্ছে ৷ আজ দক্ষিণ হাওড়ায় সিপিআইএমের মিছিলে অংশ নিয়ে এভাবেই মোদি এবং মমতাকে আক্রমণ করলেন মহম্মদ সেলিম । তাঁর অভিযোগ দিল্লিতে নরেন্দ্র মোদি এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুণকরণের রাজনীতি করছেন ৷ কিন্তু, গরীব ও বেকারদের প্রতি তাঁদের কোনও নজর নেই ৷

মোদি ও মমতার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ সেলিমের


আগামী 28 ফেব্রুয়ারি বিগ্রেড সমাবেশের সমর্থনে এবং একাধিক দাবিতে হাওড়ার টিকিয়াপাড়া থেকে শিবপুর পি এম বস্তি পর্যন্ত মিছিল করে সিপিআইএম ৷ সিপিএম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই মিছিলে অংশ নেয় । উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম । এরপর লিলুয়াতে একটি জনসভায় বক্তব্য রাখেন তিনি। এদিন কয়লাকাণ্ড এবং মাদক পাচার প্রসঙ্গেও তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘ভালই খেলা হচ্ছে সিবিআই আর কলকাতা পুলিশের মধ্যে।লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না সবাই দেখেছে । মানুষ সবই বোঝে ।’’

আরও পড়ুন : "তৃণমূলের ঝান্ডা ন্যাকড়া বানিয়ে অমিত শাহের জুতো মুছতে গিয়েছে শুভেন্দু"

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন তিনি । তাঁর অভিযোগ, যেভাবে দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে নাভিশ্বাস উঠেছে মানুষের। পেট্রোপণ্যের দাম নাগালের বাইরে । তাই এবারের নির্বাচনে সবদিক ভেবে মানুষকে ভোট দেবার জন্য আবেদন করেন মহম্মদ সেলিম ৷

হাওড়া, 25 ফেব্রুয়ারি : হিন্দু ও মুসলিমকে ভাগাভাগি করে দিল্লিতে মোদি ও বাংলায় মমতা লুঠতরাজ চালাচ্ছে ৷ আজ দক্ষিণ হাওড়ায় সিপিআইএমের মিছিলে অংশ নিয়ে এভাবেই মোদি এবং মমতাকে আক্রমণ করলেন মহম্মদ সেলিম । তাঁর অভিযোগ দিল্লিতে নরেন্দ্র মোদি এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুণকরণের রাজনীতি করছেন ৷ কিন্তু, গরীব ও বেকারদের প্রতি তাঁদের কোনও নজর নেই ৷

মোদি ও মমতার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ সেলিমের


আগামী 28 ফেব্রুয়ারি বিগ্রেড সমাবেশের সমর্থনে এবং একাধিক দাবিতে হাওড়ার টিকিয়াপাড়া থেকে শিবপুর পি এম বস্তি পর্যন্ত মিছিল করে সিপিআইএম ৷ সিপিএম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই মিছিলে অংশ নেয় । উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম । এরপর লিলুয়াতে একটি জনসভায় বক্তব্য রাখেন তিনি। এদিন কয়লাকাণ্ড এবং মাদক পাচার প্রসঙ্গেও তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘ভালই খেলা হচ্ছে সিবিআই আর কলকাতা পুলিশের মধ্যে।লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না সবাই দেখেছে । মানুষ সবই বোঝে ।’’

আরও পড়ুন : "তৃণমূলের ঝান্ডা ন্যাকড়া বানিয়ে অমিত শাহের জুতো মুছতে গিয়েছে শুভেন্দু"

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন তিনি । তাঁর অভিযোগ, যেভাবে দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে নাভিশ্বাস উঠেছে মানুষের। পেট্রোপণ্যের দাম নাগালের বাইরে । তাই এবারের নির্বাচনে সবদিক ভেবে মানুষকে ভোট দেবার জন্য আবেদন করেন মহম্মদ সেলিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.