ডোমজুড়, 25 জানুয়ারি : জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত 15 ৷ শনিবার সকাল আটটা নাগাদ বারাসাত থেকে আমতাগামী একটি সরকারি বাস পাকুরিয়া ব্রিজ থেকে যখন নাম ছিল সেই সময় একটি লরি হঠাৎ রাস্তা বদল করে অন্য রাস্তায় ঢুকে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে ৷ এই ঘটনায় চালকসহ 15 জন আহত হন৷
স্থানীয় বাসিন্দারা আহতদের সাহায্য করতে এগিয়ে আসে ৷ ঘটনাস্থানে এসে পৌঁছায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ ৷ স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে আহতদের বাঁকড়া নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ বেশিরভাগ আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ আহতদের মধ্যে তিন জন এখনও নার্সিংহোমে ভরতি আছে ৷
জানা গেছে, বাসটিতে 75 জন যাত্রী ছিল ৷ দুর্ঘটনার পর লরি নিয়ে চম্পট দেয় চালক ৷ হাওড়ার সিটি পুলিশের ডোমজুড় থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দুর্ঘটনা কীভাবে ঘটল তার কারণ খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে লরিটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ পাশাপাশি পলাতক চালকের খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে ৷