ETV Bharat / state

Madan Mitra: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার - শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে মাত্র '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়ার' হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ তারই জবাবে মদনকে মাতাল বলে কটাক্ষ করলেন বিজেপি-এর রাজ্য সম্পাদক উমেশ রাই (Umesh Rai) ৷

Umesh Rai slams Madan Mitra over his Suvendu Adhikari related comment
Madan Mitra: মদন মিত্র মাতাল ! শুভেন্দু সংক্রান্ত মন্তব্যের জেরে তোপ বিজেপি নেতার
author img

By

Published : Sep 18, 2022, 4:15 PM IST

হাওড়া, 18 সেপ্টেম্বর: এবার তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) সটান মাতাল বলে কটাক্ষ করলেন বিজেপি-এর রাজ্য সম্পাদক উমেশ রাই (Umesh Rai) ৷ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে মাত্র '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়ার' হুমকি দিয়েছেন মদন মিত্র ! তারই প্রেক্ষিতে বিজেপি নেতার এই কটাক্ষ ৷

উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর বিজেপি-এর নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) সময় মহিলা পুলিশকর্মীর সঙ্গে বিবাদে জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সময় ওই পুলিশকর্মীর উদ্দেশে তিনি বলেন, "ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্য়াম আ মেল ৷" এ নিয়ে এখনও ঠাট্টা, তামাশা, সমালোচনা, পালটা যুক্তি পেশ চলছেই ৷ সেই প্রসঙ্গেই শনিবার মদন বলে বসেন, যে নেতা এমন মন্তব্য করেছেন, '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেবেন' তিনি ! শুধু দল একবার অনুমতি দিলেই হল ! মদনের দাবি, দল তাঁকে মানুষের পাশে থাকতে বলেছে বলেই শান্ত রয়েছেন তিনি !

আরও পড়ুন: মঞ্চ থেকে মমতা খোঁজ নিতেই কি অবসরের জল্পনা ওড়ালেন মদন !

রবিবার মদনের এই মন্তব্য নিয়েই উমেশ রাইকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, মদন মিত্র মাতাল ! তাই তাঁর কথার কোনও মূল্য নেই ! এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের উদাহরণও টেনে আনেন উমেশ ৷ তিনি বলেন, একটা সময়, অর্জুন যখন বিজেপি-তে ছিলেন, তখন তাঁকেও হুমকি দিয়েছিলেন মদন মিত্র ৷ আবার পরে সেই অর্জুনের ছেলের কাছেই ভোটে হারতে হয়েছিল তাঁকে ৷ তারও পরে অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে ফিরে যান, তখন মদন তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন !

উমেশের সাফ কথা, মদন কখন কী বলেন, নিজেই জানেন না ৷ এমনকী, তিনি যদি একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মা বলেন, তো পরে তাঁকে দানবও বলতে পারেন ! তাই মদন মিত্রের কথা তাঁরা ধর্তব্যের মধ্যে আনেন না বলেই দাবি করেছেন উমেশ ৷ যদিও বিজেপি বিষয়টিকে পাত্তা না দিলেও এ নিয়ে আলোচনা কিন্তু বন্ধ হয়নি ৷ বরং তা শুরু হয়েছে নতুন করে ৷ সম্প্রতি বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে অবসর সংক্রান্ত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন মদন ৷ এদিকে, শনিবার প্রসূন বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, মদন মিত্রই রাজ্য়ের সেরা ক্রীড়ামন্ত্রী ছিলেন ! অথচ, আজ সেই তিনিই রাজ্য মন্ত্রিসভায় নেই ! তাতে নাকি ভারী অবাক হয়েছেন প্রসূন ! ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এমন ঘটনায় একের পর এক দুর্নীতির অভিযোগে কোণঠাসা শাসকদলের বিড়ম্বনা আরও বাড়ছে ৷

হাওড়া, 18 সেপ্টেম্বর: এবার তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) সটান মাতাল বলে কটাক্ষ করলেন বিজেপি-এর রাজ্য সম্পাদক উমেশ রাই (Umesh Rai) ৷ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে মাত্র '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়ার' হুমকি দিয়েছেন মদন মিত্র ! তারই প্রেক্ষিতে বিজেপি নেতার এই কটাক্ষ ৷

উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর বিজেপি-এর নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) সময় মহিলা পুলিশকর্মীর সঙ্গে বিবাদে জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সময় ওই পুলিশকর্মীর উদ্দেশে তিনি বলেন, "ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্য়াম আ মেল ৷" এ নিয়ে এখনও ঠাট্টা, তামাশা, সমালোচনা, পালটা যুক্তি পেশ চলছেই ৷ সেই প্রসঙ্গেই শনিবার মদন বলে বসেন, যে নেতা এমন মন্তব্য করেছেন, '10 মিনিটেই তাঁর ঘটি, বাটি মুড়িয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেবেন' তিনি ! শুধু দল একবার অনুমতি দিলেই হল ! মদনের দাবি, দল তাঁকে মানুষের পাশে থাকতে বলেছে বলেই শান্ত রয়েছেন তিনি !

আরও পড়ুন: মঞ্চ থেকে মমতা খোঁজ নিতেই কি অবসরের জল্পনা ওড়ালেন মদন !

রবিবার মদনের এই মন্তব্য নিয়েই উমেশ রাইকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, মদন মিত্র মাতাল ! তাই তাঁর কথার কোনও মূল্য নেই ! এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের উদাহরণও টেনে আনেন উমেশ ৷ তিনি বলেন, একটা সময়, অর্জুন যখন বিজেপি-তে ছিলেন, তখন তাঁকেও হুমকি দিয়েছিলেন মদন মিত্র ৷ আবার পরে সেই অর্জুনের ছেলের কাছেই ভোটে হারতে হয়েছিল তাঁকে ৷ তারও পরে অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে ফিরে যান, তখন মদন তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন !

উমেশের সাফ কথা, মদন কখন কী বলেন, নিজেই জানেন না ৷ এমনকী, তিনি যদি একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মা বলেন, তো পরে তাঁকে দানবও বলতে পারেন ! তাই মদন মিত্রের কথা তাঁরা ধর্তব্যের মধ্যে আনেন না বলেই দাবি করেছেন উমেশ ৷ যদিও বিজেপি বিষয়টিকে পাত্তা না দিলেও এ নিয়ে আলোচনা কিন্তু বন্ধ হয়নি ৷ বরং তা শুরু হয়েছে নতুন করে ৷ সম্প্রতি বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে অবসর সংক্রান্ত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন মদন ৷ এদিকে, শনিবার প্রসূন বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, মদন মিত্রই রাজ্য়ের সেরা ক্রীড়ামন্ত্রী ছিলেন ! অথচ, আজ সেই তিনিই রাজ্য মন্ত্রিসভায় নেই ! তাতে নাকি ভারী অবাক হয়েছেন প্রসূন ! ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এমন ঘটনায় একের পর এক দুর্নীতির অভিযোগে কোণঠাসা শাসকদলের বিড়ম্বনা আরও বাড়ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.