উলুবেড়িয়া, 17 অগাস্ট : শিলিগুড়ির পর এবার হাওড়ার উলুবেড়িয়ার BSNL অফিস । বেতন না পেয়ে গেটে তালা ঝোলালেন অস্থায়ী কর্মীরা ।
কর্মীদের বক্তব্য, সাড়ে ছ'মাস ধরে বেতন পাচ্ছেন না তারা । আধিকারিকরা বারবার বকেয়া বেতন মেটানোর প্রতিশ্রুতি দিলেও মেলেনি বেতন । তাই গতকাল BSNL অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা । তালা ঝুলিয়ে দেন অফিসের গেটে । অফিসে ঢুকতে পারেননি স্থায়ী কর্মীরাও । আন্দোলনকারী সুদীপকুমার সরকার বলেন, "স্থায়ী কর্মীদের বাইরে বার করে গেটে তালা ঝুলিয়েছি । আমরা পেটের দায়ে এটা করতে বাধ্য হয়েছি ।" তিনি আরও জানান, মোট 21 জন অস্থায়ী কর্মচারী রয়েছেন৷ কেউ বেতন পাচ্ছেন না । পাশাপাশি উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের আওতায় থাকা বাউড়িয়া, খলিশানি, ললিতাগোড়ি, কুলগাছিয়া, চেঙ্গাইল ও ধুলাসিমলা এক্সচেঞ্জের শতাধিক অস্থায়ী কর্মচারী বকেয়া বেতন পাচ্ছেন না । দাবি, যতদিন না বকেয়া বেতন মেটাবে কর্তৃপক্ষ ততদিন অফিসে ঝুলবে তালা ।
এ বিষয়ে উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়র সুব্রত সিনহার বক্তব্য, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । তবে মাইনে কেন হচ্ছে না, কবে হতে পারে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি ৷