ETV Bharat / state

ছ'মাস বেতন নেই, অফিসে তালা ঝোলালেন BSNL কর্মীরা - ছ'মাস বেতন নেই, অফিসে তালা ঝোলালেন BSNL কর্মীরা

আধিকারিকরা বারবার বকেয়া বেতন মেটানোর প্রতিশ্রুতি দিলেও মেলেনি বেতন । তাই গতকাল BSNL অফিসের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা । তালা ঝুলিয়ে দেন অফিসের গেটে ।

অফিসে তালা ঝোলালেন BSNL কর্মীরা
author img

By

Published : Aug 17, 2019, 3:35 AM IST

Updated : Aug 17, 2019, 3:30 PM IST

উলুবেড়িয়া, 17 অগাস্ট : শিলিগুড়ির পর এবার হাওড়ার উলুবেড়িয়ার BSNL অফিস । বেতন না পেয়ে গেটে তালা ঝোলালেন অস্থায়ী কর্মীরা ।

কর্মীদের বক্তব্য, সাড়ে ছ'মাস ধরে বেতন পাচ্ছেন না তারা । আধিকারিকরা বারবার বকেয়া বেতন মেটানোর প্রতিশ্রুতি দিলেও মেলেনি বেতন । তাই গতকাল BSNL অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা । তালা ঝুলিয়ে দেন অফিসের গেটে । অফিসে ঢুকতে পারেননি স্থায়ী কর্মীরাও । আন্দোলনকারী সুদীপকুমার সরকার বলেন, "স্থায়ী কর্মীদের বাইরে বার করে গেটে তালা ঝুলিয়েছি । আমরা পেটের দায়ে এটা করতে বাধ্য হয়েছি ।" তিনি আরও জানান, মোট 21 জন অস্থায়ী কর্মচারী রয়েছেন৷ কেউ বেতন পাচ্ছেন না । পাশাপাশি উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের আওতায় থাকা বাউড়িয়া, খলিশানি, ললিতাগোড়ি, কুলগাছিয়া, চেঙ্গাইল ও ধুলাসিমলা এক্সচেঞ্জের শতাধিক অস্থায়ী কর্মচারী বকেয়া বেতন পাচ্ছেন না । দাবি, যতদিন না বকেয়া বেতন মেটাবে কর্তৃপক্ষ ততদিন অফিসে ঝুলবে তালা ।

Uluberia BSNL office gate locked by temporary workers in demand of outstanding salary
আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা

এ বিষয়ে উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়র সুব্রত সিনহার বক্তব্য, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । তবে মাইনে কেন হচ্ছে না, কবে হতে পারে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি ৷

দেখুন ভিডিয়ো

উলুবেড়িয়া, 17 অগাস্ট : শিলিগুড়ির পর এবার হাওড়ার উলুবেড়িয়ার BSNL অফিস । বেতন না পেয়ে গেটে তালা ঝোলালেন অস্থায়ী কর্মীরা ।

কর্মীদের বক্তব্য, সাড়ে ছ'মাস ধরে বেতন পাচ্ছেন না তারা । আধিকারিকরা বারবার বকেয়া বেতন মেটানোর প্রতিশ্রুতি দিলেও মেলেনি বেতন । তাই গতকাল BSNL অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা । তালা ঝুলিয়ে দেন অফিসের গেটে । অফিসে ঢুকতে পারেননি স্থায়ী কর্মীরাও । আন্দোলনকারী সুদীপকুমার সরকার বলেন, "স্থায়ী কর্মীদের বাইরে বার করে গেটে তালা ঝুলিয়েছি । আমরা পেটের দায়ে এটা করতে বাধ্য হয়েছি ।" তিনি আরও জানান, মোট 21 জন অস্থায়ী কর্মচারী রয়েছেন৷ কেউ বেতন পাচ্ছেন না । পাশাপাশি উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের আওতায় থাকা বাউড়িয়া, খলিশানি, ললিতাগোড়ি, কুলগাছিয়া, চেঙ্গাইল ও ধুলাসিমলা এক্সচেঞ্জের শতাধিক অস্থায়ী কর্মচারী বকেয়া বেতন পাচ্ছেন না । দাবি, যতদিন না বকেয়া বেতন মেটাবে কর্তৃপক্ষ ততদিন অফিসে ঝুলবে তালা ।

Uluberia BSNL office gate locked by temporary workers in demand of outstanding salary
আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা

এ বিষয়ে উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়র সুব্রত সিনহার বক্তব্য, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । তবে মাইনে কেন হচ্ছে না, কবে হতে পারে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি ৷

দেখুন ভিডিয়ো
Intro:উলুবেড়িয়া- দীর্ঘদিন বেতন না পেয়ে বি এস এন‌ এল‌ অফিসে তালা ঝোলালো‌ অস্থায়ী কর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বি এস এন এল'র উলুবেড়িয়া অফিসে। জানা গেছে প্রায় ৭ মাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভ দেখিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয় বি এস এন‌ এল‌'র অস্থায়ী কর্মী। ঘটনার জেরে অফিসে ঢুকতে পারেনি অফিসের স্থায়ী কর্মীরাও। অস্থায়ী কর্মীদের দাবি যতদিন না তারা বকেয়া বেতন‌ পাচ্ছেন, ততদিন অফিসে তালা ঝোলানো থাকবে। এদিন উলুবেড়িয়ার বি এস এন‌ এল‌ অফিসে গিয়ে দেখা গেলো গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অস্থায়ী কর্মীরা। বিক্ষোভের ফলে অফিসে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে রয়েছেন স্থায়ী কর্মী ও আধিকারিকরা।ফলত সকাল থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ গ্রাহক পরিষেবা। এক অস্থায়ী কর্মী সুদীপ সরকার বলেন দীর্ঘ ৬ মাস ১৬ দিন ধরে উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের ২১ জন‌ অস্থায়ী কর্মচারী বেতন পাচ্ছেন না। Body:পাশাপাশি উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের আওতায় থাকা বাউড়িয়া, খলিশানি, ললিতাগোড়ী, কুলগাছিয়া, চেঙ্গাইল ও ধুলাসিমলা এক্সচেঞ্জের শতাধিক অস্থায়ী কর্মচারী বকেয়া বেতন পাচ্ছেন না। তার অভিযোগ অস্থায়ী কর্মীরা বেতন না পেলেও এক্সচেঞ্জের স্থায়ী কর্মী ও আধিকারিকরা প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন পাচ্ছেন। তার আরও অভিযোগ সামনেই দূর্গা পূজা। অথচ বেতন পাওয়ার বিষয়ে দফতরের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন কর্তৃপক্ষের বেতন নিয়ে টালবাহানার প্রতিবাদে বাধ্য হয়েই আমরা অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হয়েছি। আন্দোলনরত কর্মীদের অভিযোগ বেতন না পেয়েও তারা পরিষেবা চালু রাখতে তারা কাজ করেন। অথচ তাদের বেতন সংক্রান্ত বিষয়টি নিয়ে কারো‌ কোনো হেলদোল ‌নেই। বকেয়া বেতন না মেটালে তারা কোনো ভাবেই কাজে যোগ দেবেন না বলেও তারা জানান। উলুবেড়িয়া টেলিফোন এক্সচেঞ্জের সাব ডিভিশনাল ইন্জিনিয়ার সুব্রত সিনহা বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।Conclusion:null
Last Updated : Aug 17, 2019, 3:30 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.