হাওড়া , 22 মার্চ : এক পথদুর্ঘটনা কেড়ে নিল দুজনের প্রাণ । দুর্ঘটনাটি ঘটেছে 16 নং জাতীয় সড়কের রানিহাটি এলাকায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ 2 জনের ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছেে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি অ্যাপ ক্যাবে চালকসহ চারজন জাতীয় সড়ক ধরে বিপরীত লেন ধরে কলকাতার দিকে আসছিল ৷ সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রেকার ওই অ্যাপ ক্যাবটিকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ও তাঁর পাশে থাকা এক ব্যক্তির । গুরুতর আহত হন বাকি 2 জন । খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি, আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । তিনজন যাত্রীই উত্তর 24 পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : খনি গর্ভে দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু নরসমুদায়
ঘটনার প্রত্যক্ষদর্শী কেশব প্রামাণিক জানান, " প্রাইভেট গাড়িটি উল্টোদিক থেকে আসছিল । তিনটি ট্রেকার একইসঙ্গে যাচ্ছিল । গাড়িটি তার মধ্যে এসে পড়ে । সেইসময় প্রাইভেট গাড়িটিকে একটি ট্রেকার সজোরে ধাক্কা দেয় । গাড়িটির সামনে ও একদিকের অংশ দুমড়ে মুচড়ে যায় । যার ফলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আর 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে পুলিশ প্রশাসনের লোকেরা এসে মৃতদেহ তুলে নিয়ে যায় ৷ "
ইতিমধ্যেই পুলিশ ঘাতক ট্রেকারের খোঁজ শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।