ETV Bharat / state

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, চলছে তল্লাশি - drowned

আজ দুপুর আড়াইটে নাগাদ বি গার্ডেন ঘাটে স্নান করতে নামে নস্করপাড়ার বাসিন্দা নবীন সিং ও তার ভাই প্রবীণ সিং । অভিযোগ, পাশে ছিল ভেসেল । কিন্তু সাহায্য চাওয়া হলেও কোনও সাহায্য পাওয়া যায়নি ।

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, চলছে তল্লাশি
author img

By

Published : Jun 22, 2019, 11:37 PM IST

হাওড়া, 22 জুন : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই । আজ দুপুর আড়াইটে নাগাদ বি গার্ডেন ঘাটে স্নান করতে নামে নস্করপাড়ার বাসিন্দা নবীন সিং ও তার ভাই প্রবীণ সিং । জানা গেছে, তারা দু'জনেই সাঁতার জানত না । ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ।

Two boy drowned in ganga  navin singh
নবীন সিং

স্থানীয়দের অভিযোগ, পাশে ভেসেল ছিল । কিন্তু সাহায্য চাওয়া হলেও কোনও সাহায্য পাওয়া যায়নি ।

Two boy drowned in ganga  praveen singh
প্রবীণ সিং

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীন ও প্রবীন জৈন বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ ও দশম শ্রেণীর ছাত্র । দু'জনেই সাঁতার জানত না । তাঁদের সঙ্গে থাকা বন্ধুরাও সাঁতার জানত না । সেকারণে তারাও বাঁচাতে পারেনি ওদের । দাদা প্রথমে কোনওমতে উঠে এলেও ভাইকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যায় সে । কিন্তু তারপর দু'জনেই তলিয়ে যায় ।

হাওড়া, 22 জুন : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই । আজ দুপুর আড়াইটে নাগাদ বি গার্ডেন ঘাটে স্নান করতে নামে নস্করপাড়ার বাসিন্দা নবীন সিং ও তার ভাই প্রবীণ সিং । জানা গেছে, তারা দু'জনেই সাঁতার জানত না । ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ।

Two boy drowned in ganga  navin singh
নবীন সিং

স্থানীয়দের অভিযোগ, পাশে ভেসেল ছিল । কিন্তু সাহায্য চাওয়া হলেও কোনও সাহায্য পাওয়া যায়নি ।

Two boy drowned in ganga  praveen singh
প্রবীণ সিং

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীন ও প্রবীন জৈন বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ ও দশম শ্রেণীর ছাত্র । দু'জনেই সাঁতার জানত না । তাঁদের সঙ্গে থাকা বন্ধুরাও সাঁতার জানত না । সেকারণে তারাও বাঁচাতে পারেনি ওদের । দাদা প্রথমে কোনওমতে উঠে এলেও ভাইকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যায় সে । কিন্তু তারপর দু'জনেই তলিয়ে যায় ।

Intro:গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই।দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে বি গার্ডেন ঘাটে।ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি।নস্করপাড়ার বাসিন্দা নবীন সিং ভাই প্রবীন কে সঙ্গে নিয়ে স্নান করতে এসেছিল।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজনেই সাঁতার জানত না। ফলে গঙ্গায় হঠাৎ জোয়ার এসে যাওয়া বুঝতে পারেনি দুজনে। দাদা প্রথমে কোনোমতে উঠে এলেও ভাইকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যায় নবীন।কিন্তু দুজনেই তলিয়ে যায়।তাদের সঙ্গে থাকা বন্ধুরাও সাঁতার জানত না।ফলে তারাও বাঁচাতে পারেনি দুই ভাইকে।নবীন ও প্রবীন দুজনেই জৈন বিদ্যালয়ের দ্বাদশ ও দশম শ্রেণীর ছাত্র। তবে স্থানীয়দের অভিযোগ, পাশে ভাসমান অন্যান্য ভেসেল থেকে সাহায্য চাওয়া হলেও সাহায্য মেলেনি। Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.