ETV Bharat / state

প্যান্টোগ্রাফ ভাঙল ফলকনামার, ব্য়াহত ট্রেন চলাচল

ফলকনামা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ৷ হাওড়া ডিভিশনের দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল ৷ সপ্তাহের প্রথম কাজের দিনেই নাকাল নিত্যাযাত্রীরা ৷

wb_hwh_04_rail service restored_wb10026
প্যান্টোগ্রাফ ভাঙল ফলকনামার, ব্য়াহত ট্রেন চলাচল
author img

By

Published : Mar 15, 2021, 6:32 PM IST

হাওড়া, 15 মার্চ : ফলকনামা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি হাওড়ায় ৷ ঘটনার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই ব্য়াহত ট্রেন চলাচল ৷ বিপাকে হাওড়া ডিভিশনের দক্ষিণ-পূর্ব শাখার নিত্যাযাত্রীরা ৷

সোমবার সকাল ন’টা নাগাদ হাওড়া স্টেশন ছেড়ে রেল ইয়ার্ডের দিতে যেতে শুরু করে ফলকনামা এক্সপ্রেস ৷ কিন্তু রেল ইয়ার্ডের কাছে পৌঁছতেই আচমকা ভেঙে যায় প্য়ান্টোগ্রাফ ৷ এর জেরে ওই লাইনে পর পর বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে যায় ৷ ফলে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের ৷

রেল কর্তৃপক্ষ জানিয়েছে,হাওড়া স্টেশনের 21, 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ অন্য লাইন দিয়ে কয়েকটি লোকাল ট্রেন রওনা হয় গন্তব্য়ের উদ্দেশে ৷ এদিনের ঘটনার জেরে পরিষেবা ব্যাহত হয় মূলত আপ লাইনে ৷ অন্য লাইনগুলিতে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিকই থাকে ৷

আরও পড়ুন : রেল ভবনে অগ্নিকাণ্ডের জের, সংরক্ষণ পরিষেবা ব্যহত হওয়ায় দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) সঞ্জয় ঘোষ জানান, ‘‘এদিনের ঘটনায় ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল, এমনটা নয় ৷ একটি লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল ৷ তবে বাকি চারটি লাইনে ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিকই ছিল ৷ দুপুর দেড়টা নাগাদ লাইন পুরোপুরি ঠিক হয়ে যায়। তারপর থেকে পরিষেবা একেবারেই স্বাভাবিক রয়েছে ৷’’

হাওড়া, 15 মার্চ : ফলকনামা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি হাওড়ায় ৷ ঘটনার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই ব্য়াহত ট্রেন চলাচল ৷ বিপাকে হাওড়া ডিভিশনের দক্ষিণ-পূর্ব শাখার নিত্যাযাত্রীরা ৷

সোমবার সকাল ন’টা নাগাদ হাওড়া স্টেশন ছেড়ে রেল ইয়ার্ডের দিতে যেতে শুরু করে ফলকনামা এক্সপ্রেস ৷ কিন্তু রেল ইয়ার্ডের কাছে পৌঁছতেই আচমকা ভেঙে যায় প্য়ান্টোগ্রাফ ৷ এর জেরে ওই লাইনে পর পর বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে যায় ৷ ফলে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের ৷

রেল কর্তৃপক্ষ জানিয়েছে,হাওড়া স্টেশনের 21, 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ অন্য লাইন দিয়ে কয়েকটি লোকাল ট্রেন রওনা হয় গন্তব্য়ের উদ্দেশে ৷ এদিনের ঘটনার জেরে পরিষেবা ব্যাহত হয় মূলত আপ লাইনে ৷ অন্য লাইনগুলিতে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিকই থাকে ৷

আরও পড়ুন : রেল ভবনে অগ্নিকাণ্ডের জের, সংরক্ষণ পরিষেবা ব্যহত হওয়ায় দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) সঞ্জয় ঘোষ জানান, ‘‘এদিনের ঘটনায় ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল, এমনটা নয় ৷ একটি লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল ৷ তবে বাকি চারটি লাইনে ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিকই ছিল ৷ দুপুর দেড়টা নাগাদ লাইন পুরোপুরি ঠিক হয়ে যায়। তারপর থেকে পরিষেবা একেবারেই স্বাভাবিক রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.