ETV Bharat / state

Train Cancelled: সংস্কারের কাজ চলায় বাতিল বহু ট্রেন, দুর্ভোগের আশংকা যাত্রীদের

সংস্কারের কাজ চলায় বাতিল বহু ট্রেন (Train Cancelled) ৷ বহু ট্রেনের রুট বদল করা হয়েছে ৷ জেনে নিন সেগুলি কী কী ?

Train Cancelled due to maintenance work may cause service disruption
Train Cancelled: সংস্কারের কাজ চলায় বাতিল বহু ট্রেন, দুর্ভোগের আশংকা যাত্রীদের
author img

By

Published : Dec 1, 2022, 8:30 PM IST

হাওড়া, 1 ডিসেম্বর: শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ-নামখানা রুটে সংস্কারের কাজ চলছে ৷ তার জেরে শনিবার ও রবিবার রেল পরিষেবা বেশ কিছুটা প্রভাবিত হতে চলেছে ৷ পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, সংস্কারের কাজের জন্য বিভিন্ন রুটে একাধিক দূরপাল্লা এবং লোকাল ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে ৷ বাতিলও হয়েছে একাধিক ট্রেন ৷

রেলের তরফে জানানো হয়েছে, মধ্য রেলের শোনপুর বিভাগের বারাউনি স্টেশনে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু হচ্ছে ৷ এর ফলে আগামী 2 ডিসেম্বর থেকে 8 (আট) ডিসেম্বর পর্যন্ত বহু ট্রেন বাতিল করা হয়েছে ৷ এগুলি হল-

  • 15554 জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস (5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত বাতিল)
  • 15553 ভাগালপুর-জয়নগর এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত বাতিল)
  • 13021 হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস (5 ডিসেম্বর থেকে 7ডিসেম্বর পর্যন্ত বাতিল)
  • 13022 রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত বাতিল)

আরও পড়ুন: অন্ডাল স্টেশনে কাজ চলায় একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল পূর্বরেলের

এরই সঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথের বদল করা হয়েছে ৷ এগুলি হল-

  • 13105 শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং 13106 বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত মোকামা-পটনা জংশন-পাটালিপুত্র-ছাপড়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে) ৷ 28181 টাটানগর-কাটিহার এক্সপ্রেস (7 ডিসেম্বর থেকে) এবং 28182 কাটিহার-টাটানগর এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে কিউল-জামালপুর-মুঙ্গের-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 13248 রাজেন্দ্রনগর টার্মিনাল-কামাক্ষ্য়া ক্যাপিটাল এক্সপ্রেস এবং 13247 কামাক্ষ্যা-রাজেন্দ্রনগর টার্মিনাল ক্যাপিটাল এক্সপ্রেস (6 ও 7 ডিসেম্বর কিউল-জামালপুর-মুঙ্গের-সাবধানপুর-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15484 দিল্লি-আলিপুর দুয়ার এক্সপ্রেস এবং 15483 আলিপুর দুয়ার-দিল্লি এক্সপ্রেস (6 ও 7 ডিসেম্বর পটনা জংশন-মোকামা-কিউল-মালদা টাউন-কুমেদপুর-কিষাণগঞ্জ হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 14037 শিলচর-নিউ দিল্লি এক্সপ্রেস (5 ডিসেম্বর মালদা টাউন-কিউল-মোকামা-পটনা জংশন-দানাপুর হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 14620 ফিরোজপুর ক্যান্টন্টমেন্ট-আগরতলা এক্সপ্রেস (5 ডিসেম্বর পটনা জংশন-কিউল-মালদা টাউন হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15631 বারমের-গুয়াহাটি এক্সপ্রেস (5 ডিসেম্বর কিউল-জামালপুর-মুঙ্গের-সাবধানপুর-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 13281 ডিব্রুগড়-রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস (5 ডিসেম্বর) এবং 22914 সহরসা জংশন-বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস (6 ডিসেম্বর খাগাড়িয়া-সাবধানপুর-মুঙ্গের-জামালপুর-কিউল হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 22449 গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস (7 ডিসেম্বর কিষাণগঞ্জ-কুমেদপুর-মালদা টাউন-কিউল-মোকামা-পটনা জংশন-দানাপুর হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15623 ভগৎ কি কোঠি-কামাক্ষ্যা এক্সপ্রেস (6 ডিসেম্বর) এবং 15633 বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ও 15645 লোকমান্য তিলক টার্মিনাস-ডিব্রুগড় এক্সপ্রেস (7 ডিসেম্বর কিউল-জামালপুর-মুঙ্গের-সাবধানপুর-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15668 কামাক্ষ্য়া-গান্ধিধাম এক্সপ্রেস (7 ডিসেম্বর) এবং 15646 ডিব্রুগড়-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (7 ডিসেম্বর খাগাড়িয়া-সাবধানপুর-মুঙ্গের-জামালপুর-কিউল হয়ে ঘুরপথে যাতায়াত করবে)

এছাড়াও, যে ট্রেনগুলির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে, সেগুলি হল-

13106 বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস (5 ডিসেম্বর ছাপড়া-বারাউনি বিভাগে দেড় ঘণ্ট দেরিতে চলবে) ৷

অন্যদিকে, হাওড়া শাখার সিঙ্গুর ও নালিকুল স্টেশনের মধ্যে যে সংস্কারের কাজ চলছে, তার সময়সীমা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এর জেরে ওই রুটে হাওড়া থেকে 37307, 37319, 37305, 37327, 37343, হরিপাল থেকে 37308, তারকেশ্বর থেকে 37330, 37338, 37348, 37412, 37416, শেওড়াফুলি থেকে 37411, 37415, সিঙ্গুর থেকে 37306 নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ ফলে আগামী বেশ কিছুদিন চরম দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের ৷

হাওড়া, 1 ডিসেম্বর: শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ-নামখানা রুটে সংস্কারের কাজ চলছে ৷ তার জেরে শনিবার ও রবিবার রেল পরিষেবা বেশ কিছুটা প্রভাবিত হতে চলেছে ৷ পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, সংস্কারের কাজের জন্য বিভিন্ন রুটে একাধিক দূরপাল্লা এবং লোকাল ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে ৷ বাতিলও হয়েছে একাধিক ট্রেন ৷

রেলের তরফে জানানো হয়েছে, মধ্য রেলের শোনপুর বিভাগের বারাউনি স্টেশনে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু হচ্ছে ৷ এর ফলে আগামী 2 ডিসেম্বর থেকে 8 (আট) ডিসেম্বর পর্যন্ত বহু ট্রেন বাতিল করা হয়েছে ৷ এগুলি হল-

  • 15554 জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস (5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত বাতিল)
  • 15553 ভাগালপুর-জয়নগর এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত বাতিল)
  • 13021 হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস (5 ডিসেম্বর থেকে 7ডিসেম্বর পর্যন্ত বাতিল)
  • 13022 রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত বাতিল)

আরও পড়ুন: অন্ডাল স্টেশনে কাজ চলায় একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল পূর্বরেলের

এরই সঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথের বদল করা হয়েছে ৷ এগুলি হল-

  • 13105 শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং 13106 বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত মোকামা-পটনা জংশন-পাটালিপুত্র-ছাপড়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে) ৷ 28181 টাটানগর-কাটিহার এক্সপ্রেস (7 ডিসেম্বর থেকে) এবং 28182 কাটিহার-টাটানগর এক্সপ্রেস (6 ডিসেম্বর থেকে কিউল-জামালপুর-মুঙ্গের-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 13248 রাজেন্দ্রনগর টার্মিনাল-কামাক্ষ্য়া ক্যাপিটাল এক্সপ্রেস এবং 13247 কামাক্ষ্যা-রাজেন্দ্রনগর টার্মিনাল ক্যাপিটাল এক্সপ্রেস (6 ও 7 ডিসেম্বর কিউল-জামালপুর-মুঙ্গের-সাবধানপুর-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15484 দিল্লি-আলিপুর দুয়ার এক্সপ্রেস এবং 15483 আলিপুর দুয়ার-দিল্লি এক্সপ্রেস (6 ও 7 ডিসেম্বর পটনা জংশন-মোকামা-কিউল-মালদা টাউন-কুমেদপুর-কিষাণগঞ্জ হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 14037 শিলচর-নিউ দিল্লি এক্সপ্রেস (5 ডিসেম্বর মালদা টাউন-কিউল-মোকামা-পটনা জংশন-দানাপুর হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 14620 ফিরোজপুর ক্যান্টন্টমেন্ট-আগরতলা এক্সপ্রেস (5 ডিসেম্বর পটনা জংশন-কিউল-মালদা টাউন হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15631 বারমের-গুয়াহাটি এক্সপ্রেস (5 ডিসেম্বর কিউল-জামালপুর-মুঙ্গের-সাবধানপুর-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 13281 ডিব্রুগড়-রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস (5 ডিসেম্বর) এবং 22914 সহরসা জংশন-বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস (6 ডিসেম্বর খাগাড়িয়া-সাবধানপুর-মুঙ্গের-জামালপুর-কিউল হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 22449 গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস (7 ডিসেম্বর কিষাণগঞ্জ-কুমেদপুর-মালদা টাউন-কিউল-মোকামা-পটনা জংশন-দানাপুর হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15623 ভগৎ কি কোঠি-কামাক্ষ্যা এক্সপ্রেস (6 ডিসেম্বর) এবং 15633 বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ও 15645 লোকমান্য তিলক টার্মিনাস-ডিব্রুগড় এক্সপ্রেস (7 ডিসেম্বর কিউল-জামালপুর-মুঙ্গের-সাবধানপুর-খাগাড়িয়া হয়ে ঘুরপথে যাতায়াত করবে)
  • 15668 কামাক্ষ্য়া-গান্ধিধাম এক্সপ্রেস (7 ডিসেম্বর) এবং 15646 ডিব্রুগড়-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (7 ডিসেম্বর খাগাড়িয়া-সাবধানপুর-মুঙ্গের-জামালপুর-কিউল হয়ে ঘুরপথে যাতায়াত করবে)

এছাড়াও, যে ট্রেনগুলির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে, সেগুলি হল-

13106 বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস (5 ডিসেম্বর ছাপড়া-বারাউনি বিভাগে দেড় ঘণ্ট দেরিতে চলবে) ৷

অন্যদিকে, হাওড়া শাখার সিঙ্গুর ও নালিকুল স্টেশনের মধ্যে যে সংস্কারের কাজ চলছে, তার সময়সীমা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এর জেরে ওই রুটে হাওড়া থেকে 37307, 37319, 37305, 37327, 37343, হরিপাল থেকে 37308, তারকেশ্বর থেকে 37330, 37338, 37348, 37412, 37416, শেওড়াফুলি থেকে 37411, 37415, সিঙ্গুর থেকে 37306 নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ ফলে আগামী বেশ কিছুদিন চরম দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.