ETV Bharat / state

বামেদের ব্রিগেডমুখী মিছিলের জেরে স্তব্ধ হাওড়া সেতু

DYFI Brigade Rally: আজ বামেদের ব্রিগেড সমাবেশ ৷ একাধিক মিছিল শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে মিশছে ব্রিগেড ময়দানে ৷ তবে ব্রিগেডমুখী মিছিলের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় হাওড়া সেতুতে ৷ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 1:53 PM IST

DYFI Brigade Rally
বামেদের মিছিল
বামেদের ব্রিগেডমুখী মিছিলের জেরে স্তব্ধ হাওড়া সেতু

হাওড়া, 7 জানুয়ারি: বামেদের ব্রিগেডমুখী মিছিলের জেরে রবিবার স্তব্ধ হয়ে গেল হাওড়া সেতু ৷ তৈরি হল প্রবল যানজট । মিছিলের জেরে চরম ভোগান্তির মুখে পড়ল নিজ নিজ কাজের উদ্দেশে বেরোনো সাধারণ মানুষেরা ৷ রবিবার বেলা 12টার পর হাওড়া রেল মিউজিয়ামের সামনে থেকে রওনা দেয় বামেদের ব্রিগেড অভিমুখী এই মিছিল ।

লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে বামেদের আজকের এই ব্রিগেড সমাবেশ ৷ যার ডাক দিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সমাবেশ ৷ বক্তৃতা রাখছেন যুব থেকে প্রবীণ বাম নেতৃত্বরা ৷ বাম কর্মী-সমর্থকেরা এখনও আসছে ৷ কলকাতার ব্রিগেড ময়দানে একে একে এসে মিশছে বিভিন্ন মিছিল ৷

রবিবার সকাল থেকেই কর্মী ও সমর্থকেরা বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে এসে ভিড় জমান ৷ এরপর মিছিল করে কলকাতার দিকে রওনা দেন । এই মিছিলের কারণে বেলা 12টার পর স্তব্ধ হয়ে প্রবল যানজটের সৃষ্টি হয় হাওড়া সেতুতে । বাস থেকে ট্যাক্সি না মেলায় সমস্যায় পড়েন যাত্রীরা । বড় মিছিল হওয়ার কারণে রাস্তা পারাপার করতে মিছিলের ভিতরে ঢুকে পড়ে অনেক সাধারণ মানুষ ৷ এর কারণে তাদের সঙ্গেও বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়েন মিছিলে অংশ নেওয়া কিছু বাম কর্মী-সমর্থকরা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে । রবিবার হাওড়া স্টেশন থেকে মিছিল করে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয় বাম কর্মী-সমর্থকরা ।

2008 সালে শেষবার বামেদের ব্রিগেড সমাবেশ হয়েছিল ৷ তারপর পেরিয়েছে 15 বছর ৷ ফের ব্রিগেড ময়দানে আজকের সমাবেশ ৷ 2021 সালে বিধানসভার নির্বাচনে খালি হাতেই ফিরতে হয়েছিল বাম শিবিরকে । তাই লোকসভা নির্বাচনের পূর্বে বামেদের এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ তবে রাজ্য রাজনীতিতে একঘরে হয়ে যাওয়া বাম নেতৃত্ব কতটা ঘুরে দাঁড়াতে তার উত্তর মিলবে লোকসভা নির্বাচনের ফলাফলেই । আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে রাজ্য সরকারের দুর্নীতি-সহ একাধিক দাবিদাওয়া তুলে ধরবে বামেরা ।

আরও পড়ুন:

  1. ইনসাফ সমাবেশে ব্রিগেডে মিনাক্ষী-ধ্রুবজ্যোতি, ছুটির শহরে ভিড় বাম কর্মী-সমর্থকদের
  2. সকাল হতেই ভিড় আর্মেনিয়াম-বাবুঘাটের লঞ্চ জেটিতে, হাওড়া থেকে ব্রিগেডমুখী মানুষ
  3. বাংলার মানুষের জন্য ইনসাফ চাইতে রবিবার বামেদের সমাবেশ, প্রস্তুত ব্রিগেড

বামেদের ব্রিগেডমুখী মিছিলের জেরে স্তব্ধ হাওড়া সেতু

হাওড়া, 7 জানুয়ারি: বামেদের ব্রিগেডমুখী মিছিলের জেরে রবিবার স্তব্ধ হয়ে গেল হাওড়া সেতু ৷ তৈরি হল প্রবল যানজট । মিছিলের জেরে চরম ভোগান্তির মুখে পড়ল নিজ নিজ কাজের উদ্দেশে বেরোনো সাধারণ মানুষেরা ৷ রবিবার বেলা 12টার পর হাওড়া রেল মিউজিয়ামের সামনে থেকে রওনা দেয় বামেদের ব্রিগেড অভিমুখী এই মিছিল ।

লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে বামেদের আজকের এই ব্রিগেড সমাবেশ ৷ যার ডাক দিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সমাবেশ ৷ বক্তৃতা রাখছেন যুব থেকে প্রবীণ বাম নেতৃত্বরা ৷ বাম কর্মী-সমর্থকেরা এখনও আসছে ৷ কলকাতার ব্রিগেড ময়দানে একে একে এসে মিশছে বিভিন্ন মিছিল ৷

রবিবার সকাল থেকেই কর্মী ও সমর্থকেরা বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে এসে ভিড় জমান ৷ এরপর মিছিল করে কলকাতার দিকে রওনা দেন । এই মিছিলের কারণে বেলা 12টার পর স্তব্ধ হয়ে প্রবল যানজটের সৃষ্টি হয় হাওড়া সেতুতে । বাস থেকে ট্যাক্সি না মেলায় সমস্যায় পড়েন যাত্রীরা । বড় মিছিল হওয়ার কারণে রাস্তা পারাপার করতে মিছিলের ভিতরে ঢুকে পড়ে অনেক সাধারণ মানুষ ৷ এর কারণে তাদের সঙ্গেও বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়েন মিছিলে অংশ নেওয়া কিছু বাম কর্মী-সমর্থকরা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে । রবিবার হাওড়া স্টেশন থেকে মিছিল করে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয় বাম কর্মী-সমর্থকরা ।

2008 সালে শেষবার বামেদের ব্রিগেড সমাবেশ হয়েছিল ৷ তারপর পেরিয়েছে 15 বছর ৷ ফের ব্রিগেড ময়দানে আজকের সমাবেশ ৷ 2021 সালে বিধানসভার নির্বাচনে খালি হাতেই ফিরতে হয়েছিল বাম শিবিরকে । তাই লোকসভা নির্বাচনের পূর্বে বামেদের এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ তবে রাজ্য রাজনীতিতে একঘরে হয়ে যাওয়া বাম নেতৃত্ব কতটা ঘুরে দাঁড়াতে তার উত্তর মিলবে লোকসভা নির্বাচনের ফলাফলেই । আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে রাজ্য সরকারের দুর্নীতি-সহ একাধিক দাবিদাওয়া তুলে ধরবে বামেরা ।

আরও পড়ুন:

  1. ইনসাফ সমাবেশে ব্রিগেডে মিনাক্ষী-ধ্রুবজ্যোতি, ছুটির শহরে ভিড় বাম কর্মী-সমর্থকদের
  2. সকাল হতেই ভিড় আর্মেনিয়াম-বাবুঘাটের লঞ্চ জেটিতে, হাওড়া থেকে ব্রিগেডমুখী মানুষ
  3. বাংলার মানুষের জন্য ইনসাফ চাইতে রবিবার বামেদের সমাবেশ, প্রস্তুত ব্রিগেড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.