ETV Bharat / state

KMC ELection 2021 : কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে তৃণমূল স্তুতি জয় বন্দ্যোপাধ্যায়ের - কলকাতা পৌরনিগম নির্বাচন

বিজেপি থেকে অব্যাহতি নিয়ে তৃণমূলের গুণগান জয় বন্দ্যোপাধ্যায়ের ৷ কলকাতা পৌরনিগমের ভোটে (KMC ELection 2021) বিজেপি বেশি আসন পাবে না বলে দাবি করলেন তিনি ৷ সেই সঙ্গে তৃণমূল 95 শতাংশের বেশি আসন পাবে বলে দাবি করেন জয় (TMC will Win 95 Percent Seats) ৷

KMC ELection 2021
কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে তৃণমূল স্তুতি জয় বন্দ্যোপাধ্যায়ের
author img

By

Published : Dec 17, 2021, 1:35 PM IST

হাওড়া, 17 ডিসেম্বর : গেরুয়া শিবিরে গুরুত্ব না পেয়ে, এ বার ঘাসফুলের গুণগান শুরু করলেন বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জয় বন্দ্যোপাধ্যায় ৷ তাও আবার কলকাতা পৌরনির্বাচন নিয়ে (KMC ELection 2021) ৷ তাঁর মতে, কলকাতা পৌরনিগমের নির্বাচনে বিজেপি দু’টির বেশি আসন পাবে না ৷ এমনকি 95 শতাংশ আসনে জয় পাবে তৃণমূল (TMC will Win 95 Percent Seats) ৷ এমনটাই দাবি করলেন প্রাক্তন কাউন্সিলর নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ জয় বন্দ্যোপাধ্যায়ের মতে, কলকাতা পৌরনিগম ভোটে প্রায় 55 শতাংশ ভোট পাবে তৃণমূল ৷ একটি ভিডিয়ো বার্তায় নিজেকে রাজনৈতিক জ্যোতিষি বলে দাবি করে এ কথা বলেন জয় ৷

তবে, এখানেই থামেননি প্রাক্তন বিজেপি কাউন্সিলর ৷ তাঁর মতে, কলকাতা পৌরনিগম নির্বাচন 2021 পুলিশ প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে হবে ৷ এমনকি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেও আশাবাদী জয় বন্দ্যোপাধ্যায় ৷ আর এই নির্বাচন নাকি ভারতের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তিনি ৷ এমনকি অভিষেক স্তুতিও শোনা গেল জ্য়োতিষি জয়ের মুখে ৷ তাঁর মতে, কেউ যদি নির্বাচনে বাধা তৈরির চেষ্টা করেন ৷ তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হবে সেই ব্যক্তিকে ৷

কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে তৃণমূল স্তুতি জয় বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : Joy Banerjee : প্রধানমন্ত্রীকে মেল পাঠিয়ে বিজেপি ছাড়লেন জয়

প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপি থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন জয় বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বহুবার তাঁর প্রতি অবহেলার অভিযোগও করেছিলেন জয় ৷ এ দিনের প্রকাশিত ভিডিয়ো বার্তায় জয় বন্দ্যোপাধ্যায়ের গলা সবুজ উত্তরীয় পরে থাকতে দেখা যায় তাঁকে ৷ যার পর জয় বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে ৷

হাওড়া, 17 ডিসেম্বর : গেরুয়া শিবিরে গুরুত্ব না পেয়ে, এ বার ঘাসফুলের গুণগান শুরু করলেন বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জয় বন্দ্যোপাধ্যায় ৷ তাও আবার কলকাতা পৌরনির্বাচন নিয়ে (KMC ELection 2021) ৷ তাঁর মতে, কলকাতা পৌরনিগমের নির্বাচনে বিজেপি দু’টির বেশি আসন পাবে না ৷ এমনকি 95 শতাংশ আসনে জয় পাবে তৃণমূল (TMC will Win 95 Percent Seats) ৷ এমনটাই দাবি করলেন প্রাক্তন কাউন্সিলর নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ জয় বন্দ্যোপাধ্যায়ের মতে, কলকাতা পৌরনিগম ভোটে প্রায় 55 শতাংশ ভোট পাবে তৃণমূল ৷ একটি ভিডিয়ো বার্তায় নিজেকে রাজনৈতিক জ্যোতিষি বলে দাবি করে এ কথা বলেন জয় ৷

তবে, এখানেই থামেননি প্রাক্তন বিজেপি কাউন্সিলর ৷ তাঁর মতে, কলকাতা পৌরনিগম নির্বাচন 2021 পুলিশ প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে হবে ৷ এমনকি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেও আশাবাদী জয় বন্দ্যোপাধ্যায় ৷ আর এই নির্বাচন নাকি ভারতের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তিনি ৷ এমনকি অভিষেক স্তুতিও শোনা গেল জ্য়োতিষি জয়ের মুখে ৷ তাঁর মতে, কেউ যদি নির্বাচনে বাধা তৈরির চেষ্টা করেন ৷ তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হবে সেই ব্যক্তিকে ৷

কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে তৃণমূল স্তুতি জয় বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : Joy Banerjee : প্রধানমন্ত্রীকে মেল পাঠিয়ে বিজেপি ছাড়লেন জয়

প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপি থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন জয় বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বহুবার তাঁর প্রতি অবহেলার অভিযোগও করেছিলেন জয় ৷ এ দিনের প্রকাশিত ভিডিয়ো বার্তায় জয় বন্দ্যোপাধ্যায়ের গলা সবুজ উত্তরীয় পরে থাকতে দেখা যায় তাঁকে ৷ যার পর জয় বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.