হাওড়া, 17 মে : হাওড়ায় তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম সোনা মাল । ঘটনায় আটক 1 । হাওড়ার আমতার চকপোতা গ্রামের ঘটনা ।
সোনা পেশায় রাজমিস্ত্রি ছিলেন । গতকাল বিকেলে তাঁর দগ্ধদেহ পাশের পাড়া থেকে উদ্ধার করে আমতা থানার পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় । পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় ।
এলাকাবাসী জয়ন্ত পোল্লে জানান, সোনার গলার পর থেকে দেহের বাকি অংশ পোড়া এবং চামড়াটা উঠে গেছিল । মৃতের পরিবার এবং এলাকার তৃণমূল কর্মীরা দাবি করেন যে সোনাকে মদের সাথে রাসায়নিক কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে । এবং তাতেই মৃত্যু হয়েছে তাঁর । উভয়পক্ষরই অভিযোগ BJP-এর সমর্থকরা সোনার মৃত্যর জন্য দায়ি। প্রাথমিক তদন্তের জন্য পুলিশ 1 ব্যক্তিকে আটক করেছে । এখনও পর্যন্ত মৃতের পরিবার থানায় কোনও অভিযোগ দায়ের করেনি ।
তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ।