ETV Bharat / state

Gulsan Mullick: 'আমি পাঁচলায় না জিতলে মমতাও নবান্নে বসবেন না !' পাঁচলায় বেফাঁস তৃণমূল বিধায়ক - মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন হাওড়ার (Howrah) পাঁচলার (Panchla) বিধায়ক (TMC MLA) তথা স্থানীয় তৃণমূল নেতা গুলশন মল্লিক (Gulsan Mullick) ৷ ঠিক কী বলেছেন তিনি ? শুনুন ৷

TMC MLA Gulsan Mullick from Panchla Comment on Mamata Banerjee Sparks New Controversy
ফাইল ছবি ৷
author img

By

Published : Jan 11, 2023, 1:55 PM IST

গুলশন উবাচ !

হাওড়া, 11 জানুয়ারি: "আমি যদি পাঁচলায় না জিততে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না !" দলীয় কর্মসূচিতে এমন মন্তব্য করে বিতর্কে (Controversy) জড়ালেন হাওড়ার (Howrah) পাঁচলার (Panchla) বিধায়ক (TMC MLA) তথা স্থানীয় তৃণমূল নেতা গুলশন মল্লিক (Gulsan Mullick) ৷ তাঁর এই মন্তব্যকে কড়া ভাষায় কটাক্ষ করেছে গেরুয়াশিবির ৷ যদিও শাসকদলের বার্তা, বিধায়কের এই মন্তব্য আদতে তাঁর আত্মবিশ্বাসের প্রমাণ !

বুধবার পাঁচলা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে একটি কর্মসূচির আয়োজন করা হয় ৷ তাতে যোগ দেন বিধায়ক গুলশন মল্লিক ৷ সেই কর্মসূচিতেই মাইক হাতে তাঁকে বলতে শোনা যায়, "বিধানসভা ভোটের আগে একমাস পুলিশের সঙ্গে কথা বলিনি ৷ তবু, 30 হাজার ভোটে জিতেছি ! কেন্দ্রীয় বাহিনী আমাদের কর্মীদের মেরে পিঠের ছাল তুলে দিয়েছে ৷ তারপরও আমি জিতেছি ৷ আমি যদি পাঁচতলার ক্ষমতায় না থাকি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না !"

আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ হাতে পরলেই মিলবে সমস্ত সরকারি সুবিধা ! বারাসতে বেফাঁস বিধায়ক

গুলশনের এই মন্তব্য ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে ৷ তারপর থেকে রাজনৈতিক মহলে মূলত দু'টি প্রশ্ন তোলা হচ্ছে ৷ প্রথমত, পাঁচলার বিধায়কের জনপ্রিয়তা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকেও বেশি ? তাই তিনি মুখ্যমন্ত্রী পদে মমতার বসা নিয়ে এত বড় দাবি করছেন ! এবং দ্বিতীয়ত, ভোটে জেতার সঙ্গে পুলিশের সঙ্গে একমাস কথা না বলার কী সম্পর্ক ? ভোট তো দেবে মানুষ ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী পুলিশের সঙ্গে কথা বললেন, নাকি বললেন না, তাতে কী যায় আসে !

বিধায়কের এই বক্তব্যের ভিডিয়ো (ইতিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই শুরু নয়া বিতর্ক ৷ বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই যেমন এই প্রসঙ্গে বলেন, "হাওড়া জেলার সবথেকে বিশৃঙ্খল এলাকা হল পাঁচলা ৷ আর এই বিশৃঙ্খলার জন্য তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকই দায়ী ৷ ধূলাগড়ে যে অশান্তি হয়েছিল, তার জন্যও তিনিই দায়ী ছিলেন ৷ সম্প্রতি এনআরসি নিয়ে জাতীয় সড়কের উপর যে হাঙ্গামা হয়েছিল, তারও মাথা ছিলেন গুলশন ৷ কতটা ক্ষমতা থাকলে গুলশন মল্লিকের মতো নেতারা প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেন !"

যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেন হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেন ৷ তিনি বলেন, "তিনি (গুলশন) তাঁর নিজের এলাকা ভালোভাবে চেনেন বলেই এমন কথা বলেছেন ৷ এটা তো তাঁর আত্মবিশ্বাসেরই প্রতিফলন ! তিনি আসলে বলতে চেয়েছেন, তিনি যদি পাঁচলায় না যেতেন, তাহলে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল জিতবে না !"

কিন্তু, প্রশ্ন হল, একথাই বা বিধায়ক বলেন কীভাবে ! যেখানে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, রাজ্যের প্রত্যেকটি আসনে আসলে তিনিই প্রার্থী ! দলের নেতা, কর্মীরাও দাবি করেন, রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় ৷ সেখানে পাঁচলার বিধায়কের এমন মন্তব্যের ভিত্তি কী ? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি ৷

গুলশন উবাচ !

হাওড়া, 11 জানুয়ারি: "আমি যদি পাঁচলায় না জিততে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না !" দলীয় কর্মসূচিতে এমন মন্তব্য করে বিতর্কে (Controversy) জড়ালেন হাওড়ার (Howrah) পাঁচলার (Panchla) বিধায়ক (TMC MLA) তথা স্থানীয় তৃণমূল নেতা গুলশন মল্লিক (Gulsan Mullick) ৷ তাঁর এই মন্তব্যকে কড়া ভাষায় কটাক্ষ করেছে গেরুয়াশিবির ৷ যদিও শাসকদলের বার্তা, বিধায়কের এই মন্তব্য আদতে তাঁর আত্মবিশ্বাসের প্রমাণ !

বুধবার পাঁচলা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে একটি কর্মসূচির আয়োজন করা হয় ৷ তাতে যোগ দেন বিধায়ক গুলশন মল্লিক ৷ সেই কর্মসূচিতেই মাইক হাতে তাঁকে বলতে শোনা যায়, "বিধানসভা ভোটের আগে একমাস পুলিশের সঙ্গে কথা বলিনি ৷ তবু, 30 হাজার ভোটে জিতেছি ! কেন্দ্রীয় বাহিনী আমাদের কর্মীদের মেরে পিঠের ছাল তুলে দিয়েছে ৷ তারপরও আমি জিতেছি ৷ আমি যদি পাঁচতলার ক্ষমতায় না থাকি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না !"

আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ হাতে পরলেই মিলবে সমস্ত সরকারি সুবিধা ! বারাসতে বেফাঁস বিধায়ক

গুলশনের এই মন্তব্য ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে ৷ তারপর থেকে রাজনৈতিক মহলে মূলত দু'টি প্রশ্ন তোলা হচ্ছে ৷ প্রথমত, পাঁচলার বিধায়কের জনপ্রিয়তা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকেও বেশি ? তাই তিনি মুখ্যমন্ত্রী পদে মমতার বসা নিয়ে এত বড় দাবি করছেন ! এবং দ্বিতীয়ত, ভোটে জেতার সঙ্গে পুলিশের সঙ্গে একমাস কথা না বলার কী সম্পর্ক ? ভোট তো দেবে মানুষ ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী পুলিশের সঙ্গে কথা বললেন, নাকি বললেন না, তাতে কী যায় আসে !

বিধায়কের এই বক্তব্যের ভিডিয়ো (ইতিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই শুরু নয়া বিতর্ক ৷ বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই যেমন এই প্রসঙ্গে বলেন, "হাওড়া জেলার সবথেকে বিশৃঙ্খল এলাকা হল পাঁচলা ৷ আর এই বিশৃঙ্খলার জন্য তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকই দায়ী ৷ ধূলাগড়ে যে অশান্তি হয়েছিল, তার জন্যও তিনিই দায়ী ছিলেন ৷ সম্প্রতি এনআরসি নিয়ে জাতীয় সড়কের উপর যে হাঙ্গামা হয়েছিল, তারও মাথা ছিলেন গুলশন ৷ কতটা ক্ষমতা থাকলে গুলশন মল্লিকের মতো নেতারা প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেন !"

যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেন হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেন ৷ তিনি বলেন, "তিনি (গুলশন) তাঁর নিজের এলাকা ভালোভাবে চেনেন বলেই এমন কথা বলেছেন ৷ এটা তো তাঁর আত্মবিশ্বাসেরই প্রতিফলন ! তিনি আসলে বলতে চেয়েছেন, তিনি যদি পাঁচলায় না যেতেন, তাহলে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল জিতবে না !"

কিন্তু, প্রশ্ন হল, একথাই বা বিধায়ক বলেন কীভাবে ! যেখানে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, রাজ্যের প্রত্যেকটি আসনে আসলে তিনিই প্রার্থী ! দলের নেতা, কর্মীরাও দাবি করেন, রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় ৷ সেখানে পাঁচলার বিধায়কের এমন মন্তব্যের ভিত্তি কী ? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.