ETV Bharat / state

Industrial Park: বেলুড়ের বন্ধ কারখানার জমিতে শিল্প পার্ক গড়ছে রাজ্য - ঢাকেশ্বরী কটনমিল

রাজ্যে বহু জায়গায় কারখানা বন্ধ রয়েছে ৷ সেই কারখানার জমিতে শিল্পদ্যোগের ভাবনা নিয়েছে তৃণমূল সরকার ৷ 2021 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে শিল্প ও কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷

Industrial Park
শিল্প পার্ক
author img

By

Published : Apr 16, 2023, 9:26 AM IST

বেলুড়, 16 এপ্রিল: বেলুড়ের বন্ধ কারখানার জমিতে গড়ে উঠছে শিল্প পার্ক ৷ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ডব্লিউবিআইডিসি-র উদ্যোগে বেলুড়ে এই লজিস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্কটি নির্মিত হচ্ছে ৷ পাশাপাশি আরও অনেক বন্ধ কারখানার জমি বছরের পর বছর পড়ে রয়েছে ৷ সেগুলিকে শিল্পের কাজে লাগাতে চায় নবান্ন । সেই মতো এবার রাজ্য সরকারের উদ্যোগে সেই বন্ধ কারখানার জমিগুলি নিয়ে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হাওড়ার বুকে ন'টি সমান্তরাল জমি এই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে ৷ এর আনুমানিক পরিমাণ 69.255 একর ৷

Map of WBIDC Industrial Park
শিল্প পার্কের ম্যাপ এবং জায়গা

এখানে শিল্পোন্নয়নের জন্য শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে হাওড়ার এই শিল্পপার্কে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে আগামী গ্রুপ ৷ এছাড়া হাওড়ায় নিসকো ফ্যাক্টরিও দীর্ঘদিন ধরে বন্ধ ৷ এই বন্ধ কারখানার জমিতেও শিল্প পার্ক তৈরি করে শিল্পায়নের ভাবনা রাজ্য প্রশাসনের ৷ উল্লেখ্য, একমাত্র হাওড়া নয়, আরও বহু বন্ধ কারখানার জমি শিল্পায়নের কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ৷ এর মধ্যে আরও দু'টি বন্ধ কারখানার জমিতে এই ধরনের শিল্প পার্ক গঠনের প্রস্তুতি নিয়েছে সরকার ৷

west bengal industrial development corporation
পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম

নিসকো ফ্যাক্টরির মতো একই ভাবে বন্ধ রয়েছে ঢাকেশ্বরী কটনমিল ৷ জানা গিয়েছে, এই কারখানার 199 একর জমি এবং দুর্গাপুর পাওয়ারের 166 একর জমি একইভাবে শিল্প পার্ক গঠনের কাজে ব্যবহৃত হচ্ছে ৷ ডবলুবিআইডিসির এক কর্তা জানিয়েছেন, এই তালিকায় হিন্দুস্থান কেবলস, এমএমসি দুর্গাপুর, মঙ্গলপুর, সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে শুরু করে বার্ন স্ট্যান্ডার্ডের মতো সংস্থাও আছে ৷ পরিকল্পনা স্তরে থাকা এই কারখানাগুলির জমির পরিমাণ হাজার একরের কাছাকাছি ৷ প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পায়ন ও কর্মসংস্থানকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ সেই অনুযায়ী শিল্প দফতরের এই উদ্যোগ বলে জানা যাচ্ছে ৷ নতুন এই শিল্প পার্ক বাস্তবায়িত হলে রাজ্যে শিল্পায়নের ছবির কোনও পরিবর্তন হয় কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন: দ্রুত শিল্পস্থাপন করলে লিজের জমির দলিল দেওয়া হবে সংস্থাকে, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

বেলুড়, 16 এপ্রিল: বেলুড়ের বন্ধ কারখানার জমিতে গড়ে উঠছে শিল্প পার্ক ৷ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ডব্লিউবিআইডিসি-র উদ্যোগে বেলুড়ে এই লজিস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্কটি নির্মিত হচ্ছে ৷ পাশাপাশি আরও অনেক বন্ধ কারখানার জমি বছরের পর বছর পড়ে রয়েছে ৷ সেগুলিকে শিল্পের কাজে লাগাতে চায় নবান্ন । সেই মতো এবার রাজ্য সরকারের উদ্যোগে সেই বন্ধ কারখানার জমিগুলি নিয়ে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হাওড়ার বুকে ন'টি সমান্তরাল জমি এই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে ৷ এর আনুমানিক পরিমাণ 69.255 একর ৷

Map of WBIDC Industrial Park
শিল্প পার্কের ম্যাপ এবং জায়গা

এখানে শিল্পোন্নয়নের জন্য শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে হাওড়ার এই শিল্পপার্কে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে আগামী গ্রুপ ৷ এছাড়া হাওড়ায় নিসকো ফ্যাক্টরিও দীর্ঘদিন ধরে বন্ধ ৷ এই বন্ধ কারখানার জমিতেও শিল্প পার্ক তৈরি করে শিল্পায়নের ভাবনা রাজ্য প্রশাসনের ৷ উল্লেখ্য, একমাত্র হাওড়া নয়, আরও বহু বন্ধ কারখানার জমি শিল্পায়নের কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ৷ এর মধ্যে আরও দু'টি বন্ধ কারখানার জমিতে এই ধরনের শিল্প পার্ক গঠনের প্রস্তুতি নিয়েছে সরকার ৷

west bengal industrial development corporation
পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম

নিসকো ফ্যাক্টরির মতো একই ভাবে বন্ধ রয়েছে ঢাকেশ্বরী কটনমিল ৷ জানা গিয়েছে, এই কারখানার 199 একর জমি এবং দুর্গাপুর পাওয়ারের 166 একর জমি একইভাবে শিল্প পার্ক গঠনের কাজে ব্যবহৃত হচ্ছে ৷ ডবলুবিআইডিসির এক কর্তা জানিয়েছেন, এই তালিকায় হিন্দুস্থান কেবলস, এমএমসি দুর্গাপুর, মঙ্গলপুর, সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে শুরু করে বার্ন স্ট্যান্ডার্ডের মতো সংস্থাও আছে ৷ পরিকল্পনা স্তরে থাকা এই কারখানাগুলির জমির পরিমাণ হাজার একরের কাছাকাছি ৷ প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পায়ন ও কর্মসংস্থানকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ সেই অনুযায়ী শিল্প দফতরের এই উদ্যোগ বলে জানা যাচ্ছে ৷ নতুন এই শিল্প পার্ক বাস্তবায়িত হলে রাজ্যে শিল্পায়নের ছবির কোনও পরিবর্তন হয় কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন: দ্রুত শিল্পস্থাপন করলে লিজের জমির দলিল দেওয়া হবে সংস্থাকে, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.