হাওড়া, 19 জানুয়ারি : ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স পড়ল (Flex Against Kalyan Banerjee) ৷ এর আগে হুগলির শ্রীরামপুরে কল্যাণের বিরুদ্ধে ফ্লেক্স পড়েছিল ৷ এবার ঘটনাস্থল হাওড়ার ডোমজুড় ৷ স্থানীয় বাঁকড়া এলাকায় টাঙানো ওই ফ্লেক্সে ’অ-কল্যাণের’ থেকে মুক্তি চাওয়া হয়েছে ৷ কারা এই ফ্লেক্স লাগিয়েছেন তা এখনও স্পষ্ট নয় । এই নিয়ে গোটা এলাকায় হইচই পড়ে গিয়েছে ।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বাঁকড়া এক নম্বর এবং বাঁকড়া দু'নম্বর পঞ্চায়েত এলাকার হাওড়া-আমতা রোডের ধারে একাধিক ফ্লেক্স টাঙানো রয়েছে (tmc flex politics at howrah domjur against kalyan banerjee) । ওই ফ্লেক্সে লেখা হয়েছে, ‘‘আর নয় কল্যাণ ।’’ শ্রীরামপুরের সাংসদকে নেশাখোর, চরিত্রহীন এবং তোলাবাজ বলেও ওই ফ্লেক্সে কটাক্ষ করা হয়েছে ৷
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করায় রাজ্যের বিভিন্ন এলাকায় এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ । তার পর বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙানো হতে শুরু করে ৷
কল্যাণ শ্রীরামপুরের সাংসদ৷ তাঁর সংসদীয় এলাকায় আগেই এই ধরনের ফ্লেক্স টাঙানো হয়েছে ৷ এদিন হাওড়ার ডোমজুড়ে কল্যাণের বিরুদ্ধে ফ্লেক্স যেখানে টাঙানো হয়েছে, তা শ্রীরামপুর লোকসভার অধীনস্ত ৷
এই প্রসঙ্গে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের বর্ষীয়ান নেতা ও সাংসদ । তাঁর নামে এই ধরনের পোস্টার লেখা সমীচীন নয় । পরস্পর বিরোধী মন্তব্য থেকে বিরত থাকা উচিত সকলের । যদি কারও কিছু বলার থাকে, তাহলে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো উচিত । কিন্তু প্রকাশ্যে এভাবে মন্তব্য করা ঠিক নয় । তাঁর দাবি, ফ্লেক্স টাঙানোর ঘটনার তদন্ত পুলিশ করবে । কারা এই কাণ্ডে জড়িত, তা তিনি জানেন না ৷
আরও পড়ুন : TMC Agitation Against Kalyan : কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূলী আইনজীবীদের বিক্ষোভ