লিলুয়া, 15 অগাস্ট : ভারতমাতার মূর্তি ভাঙা হল ৷ ঘটনাটি হাওড়ার চামরাইলের ৷ ভাঙা মূর্তি প্যান্ডেল থেকে সরিয়ে অন্যত্র রেখে দেওয়া হয় ৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে চামরাইলের ব্রিজের নিচে এই পুজোর আয়োজন করা হয়েছিল ৷ তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মূর্তি ভাঙচুর করেছে ৷
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে জানানো হয়েছে, পুজো করার জন্য তারা আগাম লিলুয়া থানায় আগাম আবেদন জানিয়েছিল ৷ কিন্তু, লিলুয়া থানা না কি তাদের আবেদন হাওড়া পুলিশ কমিশনারের কাছে পাঠিয়ে দেয় ৷ সেখান থেকে আবেদন পত্র না কি ফের লিলুয়া থানায় পাঠানো হয় ৷ অবশেষে পুলিশের তরফে অনুমতি পায় উদ্যোক্তারা ৷ যদিও অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে প্রশাসন ৷
আজ ভোরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা দেখেন, ভারতমাতার মূর্তিটির ডান হাত ভাঙা ৷ মূর্তিটি রাখা রয়েছে মণ্ডপের বাইরে ৷ উদ্যোক্তাদের অভিযোগ, শাসকদলের দুষ্কৃতীরা এই কাজ করেছে ৷ প্যান্ডেলে ভাঙচুরও করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ৷
এনিয়ে ডোমজুড়ের বিধায়ক রাজীব ব্যানার্জি বলেন, "এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নন ৷ যদি কেউ বেআইনিভাবে পুজো করে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে ৷ এক্ষেত্রেও পুলিশ আইনমাফিক ব্যবস্থা নিয়েছে ৷"
সায়ন্তন বসু বলেন, "পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে ৷ এখানে ভারতমাতার মূর্তি তৈরি করলে মৃৎশিল্পীদের পুলিশ গ্রেপ্তার করে ৷ ভারত মাতা কী জয় বলা যায় না ৷ ভারত মাতার পুজো করা যাবে না ৷ আমরা ভারতমাতার পুজো করছি ৷ পুলিশের অনুমতির পরোয়া করি না ৷"