ETV Bharat / state

Anish Khan Murder Case : আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড, আনিশ খান খুনের তদন্তে নয়া মোড়

আনিশ খান হত্যাকাণ্ড তদন্তে নয়া মোড় (Anish Khan Murder) ৷ যুবনেতা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আমতা থানার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল । জানা গিয়েছে, এদের মধ্যে একজন এএসআই, একজন কনস্টেবল ও অন্যজন হোমগার্ড পদমর্যাদার পুলিশ কর্মী ।

Anish Khan Murder Case Update
সাসপেন্ড আমতা থানার তিন পুলিশকর্মী
author img

By

Published : Feb 22, 2022, 11:57 AM IST

Updated : Feb 22, 2022, 12:41 PM IST

আমতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড় (Anish Khan Murder Case) ৷ ছাত্রনেতা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আমতা থানার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল । এঁদের মধ্যে একজন এএসআই, একজন কনস্টেবল ও অন্যজন হোমগার্ড পদমর্যাদার পুলিশ কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে । একইসঙ্গে থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানী ভবনে তলব করেছে সিট ৷

কালই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আনিশ খান হত্য়াকাণ্ডে সিট গঠন করা হচ্ছে (Mamata Banerjee Announces to form SIT to investigate Anish Khan Murder Case) । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই এডিজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ, ব্যারাকপুর কমিশনারেট জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে, হাওড়া গ্রামীনের জেলা পুলিশ সুপার সৌম্য রায় ঘটনাস্থলে আসেন । তারপরেই আমতা থানার পুলিশকে সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ।

তাঁদের থেকে ঘটনার সঙ্গে সম্পর্কিত তদন্তের খুঁটিনাটি পরীক্ষা করেন সিটের দুই শীর্ষ আধিকারিক । তাঁরা থানার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর । তারপরেই এই তিনজনের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পায় ৷ ফলত সাসপেন্ড করা হয় এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম (256), হোমগার্ড কৃষ্ণনাথ বেরাকে (HG 2170) । গতকাল সিটের সদস্যরা এলাকা ছাড়ার পরই এই তিনজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ । সূত্রের খবর, এই তিন আধিকারিক ছাড়াও আরেকজন সেদিন রাত্রে ঘটনাস্থলে গিয়েছিলেন । তাঁরও খোঁজ চালাচ্ছে সিট ৷

আরও পড়ুন : ‘তৃণমূলী গুন্ডা আর পুলিশ খুন করেছে’, আনিশ খান হত্যাকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

প্রসঙ্গত, আনিশের মৃত্যুর পরেই তাঁর বাবা সালেম খান অভিযোগ করেছিলেন, আমতা থানার চার পুলিশকর্মী তাঁর ছেলেকে খুন করেছেন । সেই অভিযোগেই কার্যত মান্যতা দিলেন তদন্তকারীরা ৷

অন্যদিকে, মৃত আনিশকে নিয়ে সমানে চলছে রাজনৈতিক টানাপোড়েন । আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ (Anish Khan Murder) ৷ ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা অধরা । যত সময় যাচ্ছে তত সুর চড়াচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো । আজ তাতে যোগ দিয়েছে বিজেপিও ৷ সরাসরি পুলিশের দিকেই আঙ্গুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

আমতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড় (Anish Khan Murder Case) ৷ ছাত্রনেতা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আমতা থানার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল । এঁদের মধ্যে একজন এএসআই, একজন কনস্টেবল ও অন্যজন হোমগার্ড পদমর্যাদার পুলিশ কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে । একইসঙ্গে থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানী ভবনে তলব করেছে সিট ৷

কালই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আনিশ খান হত্য়াকাণ্ডে সিট গঠন করা হচ্ছে (Mamata Banerjee Announces to form SIT to investigate Anish Khan Murder Case) । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই এডিজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ, ব্যারাকপুর কমিশনারেট জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে, হাওড়া গ্রামীনের জেলা পুলিশ সুপার সৌম্য রায় ঘটনাস্থলে আসেন । তারপরেই আমতা থানার পুলিশকে সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ।

তাঁদের থেকে ঘটনার সঙ্গে সম্পর্কিত তদন্তের খুঁটিনাটি পরীক্ষা করেন সিটের দুই শীর্ষ আধিকারিক । তাঁরা থানার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর । তারপরেই এই তিনজনের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পায় ৷ ফলত সাসপেন্ড করা হয় এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম (256), হোমগার্ড কৃষ্ণনাথ বেরাকে (HG 2170) । গতকাল সিটের সদস্যরা এলাকা ছাড়ার পরই এই তিনজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ । সূত্রের খবর, এই তিন আধিকারিক ছাড়াও আরেকজন সেদিন রাত্রে ঘটনাস্থলে গিয়েছিলেন । তাঁরও খোঁজ চালাচ্ছে সিট ৷

আরও পড়ুন : ‘তৃণমূলী গুন্ডা আর পুলিশ খুন করেছে’, আনিশ খান হত্যাকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

প্রসঙ্গত, আনিশের মৃত্যুর পরেই তাঁর বাবা সালেম খান অভিযোগ করেছিলেন, আমতা থানার চার পুলিশকর্মী তাঁর ছেলেকে খুন করেছেন । সেই অভিযোগেই কার্যত মান্যতা দিলেন তদন্তকারীরা ৷

অন্যদিকে, মৃত আনিশকে নিয়ে সমানে চলছে রাজনৈতিক টানাপোড়েন । আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ (Anish Khan Murder) ৷ ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা অধরা । যত সময় যাচ্ছে তত সুর চড়াচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো । আজ তাতে যোগ দিয়েছে বিজেপিও ৷ সরাসরি পুলিশের দিকেই আঙ্গুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Last Updated : Feb 22, 2022, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.