হাওড়া, 3 মে: টিকিয়াপাড়ায় লকডাউন ভেঙে পুলিশের শান্তি মিছিলে যোগ দিল হাজারেরও বেশি মানুষ। কয়েকদিন আগেই সেখানকার বেলিলিয়াস রোডে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হয় । আর আজ সেখানে পুলিশের তরফে টিকিয়াপাড়া ফাঁড়ি থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই লকডাউন ভেঙে যোগ দেন অনেকে ।
বেলিলিয়াস রোডের ঘটনায় পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল । পরে হাওড়া সিটি পুলিশ 13 জনকে গ্রেপ্তার করে। এলাকায় RAF-কে সঙ্গে নিয়ে রুট মার্চ করে পুলিশ । বেলিলিয়াস রোড কার্যত সিল করে দেওয়া হয়। চলে নাকা চেকিংও। এরপরই আজ স্থানীয়দের আস্থা অর্জনে শান্তি মিছিল বের করে পুলিশ । টিকিয়াপাড়া ফাঁড়ি থেকে শুরু হয়ে তা শেষ হয় হাওড়া ময়দানে ।
আজকের শান্তি মিছিলে পুলিশকর্মী, RAF, সিভিক ভলান্টিয়ার্সরা যেমন ছিলেন, তেমনই যোগ দেন এলাকার অনেকেই । প্রায় হাজার খানেক মানুষ লকডাউন ভেঙে মিছিলে যোগ দেয়। এরপরই এই জমায়েত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । অনেকের প্রশ্ন, সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও পুলিশ কী করে এত লোককে জমায়েত করতে দিল ?
যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধবোধ থেকে মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন সেখানকার বাসিন্দারা । তবে এত মানুষ মিছিলে হাঁটবে তা আন্দাজ করা যায়নি ।
এই বিষয়ে হাওড়া পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও সম্ভব হয়নি ।