ETV Bharat / state

সভাপতি বদলের পর উধাও তৃণমূলের জেলা পার্টি অফিসের সাইন বোর্ড - Trinamool district party office

সভাপতির সঙ্গে তবে কী অরূপ রায়ের দূরত্ব এবং দলের সিদ্ধান্তে খুশি হতে না পেরে সাইনবোর্ডের বদল? চাপা গুঞ্জন এড়াতে সংবাদিকদের অবশ্য অরূপ রায় বলেন, ‘‘জেলা পার্টি অফিসের কাজকর্ম এখান থেকেই হবে । কিন্তু পার্টি অফিসটি যে বাড়িটিতে তার মালিক চান এটি যেন অরূপ রায় ব্যবহার করেন । কারণ তাঁকে দেখেই ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল । তাঁর ইচ্ছার মান্যতা দিতেই বোর্ডের বদল ৷’’

TMC
উধাও তৃণমূলের জেলা পার্টি অফিসের সাইন বোর্ড
author img

By

Published : Aug 2, 2020, 11:59 PM IST

হাওড়া, 2 অগাস্ট: হাওড়া জেলা তৃণমূলের সভাপতির পদে বদল হয়েছে । অরূপ রায়ের পরিবর্তে সভাপতির আসনে বসানো হয়েছে জেলার অন্যতম মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে । এরপরই হঠাৎ উধাও হাওড়া জেলা তৃণমূল পার্টি অফিসের বোর্ড । তার পরিবর্তে ঝোলানো হল অরূপ রায় নামাঙ্কিত নতুন বোর্ড । অর্থাৎ জেলা পার্টি অফিসের সামনে যে বোর্ডে এতদিন লেখা থাকত হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস কমিটি, সেই বোর্ডের এবার থেকে লেখা থাকবে 'অফিস অফ অরূপ রায়' ৷

এই বদলের পরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের জেলাস্তরে । সভাপতির সঙ্গে তবে কী অরূপ রায়ের দূরত্ব এবং দলের সিদ্ধান্তে খুশি হতে না পেরে সাইনবোর্ডের বদল? চাপা গুঞ্জন এড়াতে সংবাদিকদের অবশ্য অরূপ রায় বলেন, ‘‘জেলা পার্টি অফিসের কাজকর্ম এখান থেকেই হবে । কিন্তু পার্টি অফিসটি যে বাড়িটিতে তার মালিক চান এটি যেন অরূপ রায় ব্যবহার করেন । কারণ তাঁকে দেখেই ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল । তাঁর ইচ্ছার মান্যতা দিতেই বোর্ডের বদল ৷’’ তবে এখান থেকেই তৃণমূলের কাজকর্ম হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি ।

উধাও তৃণমূলের জেলা পার্টি অফিসের সাইন বোর্ড

উল্লেখ্য, কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্যের আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । উঠে এসেছিল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার বিষয় । সেজন্য কি সভাপতির পদ থেকে সরতে হল অরূপ রায়কে ? এবিষয়ে অরূপবাবু বলেন, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তিনি মানবেন । চিরকাল কাউকে সভাপতি থাকতে হবে এরকম কোনও মানে নেই । আর দুর্নীতিকে তিনি কোনও দিন প্রশ্রয় দেননি । তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে বহিষ্কারের কথাও শোনা যাচ্ছিল । এবিষয়ে তিনি বলেন যে কিছুলোক এসব মনগড়া কথা বলছে । অন্যদিকে তিনি আরও বলেন, দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । একসাথেই তাঁরা কাজ করে 2021 বৈতরণী পার করবেন ।

হাওড়া, 2 অগাস্ট: হাওড়া জেলা তৃণমূলের সভাপতির পদে বদল হয়েছে । অরূপ রায়ের পরিবর্তে সভাপতির আসনে বসানো হয়েছে জেলার অন্যতম মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে । এরপরই হঠাৎ উধাও হাওড়া জেলা তৃণমূল পার্টি অফিসের বোর্ড । তার পরিবর্তে ঝোলানো হল অরূপ রায় নামাঙ্কিত নতুন বোর্ড । অর্থাৎ জেলা পার্টি অফিসের সামনে যে বোর্ডে এতদিন লেখা থাকত হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস কমিটি, সেই বোর্ডের এবার থেকে লেখা থাকবে 'অফিস অফ অরূপ রায়' ৷

এই বদলের পরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের জেলাস্তরে । সভাপতির সঙ্গে তবে কী অরূপ রায়ের দূরত্ব এবং দলের সিদ্ধান্তে খুশি হতে না পেরে সাইনবোর্ডের বদল? চাপা গুঞ্জন এড়াতে সংবাদিকদের অবশ্য অরূপ রায় বলেন, ‘‘জেলা পার্টি অফিসের কাজকর্ম এখান থেকেই হবে । কিন্তু পার্টি অফিসটি যে বাড়িটিতে তার মালিক চান এটি যেন অরূপ রায় ব্যবহার করেন । কারণ তাঁকে দেখেই ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল । তাঁর ইচ্ছার মান্যতা দিতেই বোর্ডের বদল ৷’’ তবে এখান থেকেই তৃণমূলের কাজকর্ম হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি ।

উধাও তৃণমূলের জেলা পার্টি অফিসের সাইন বোর্ড

উল্লেখ্য, কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্যের আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । উঠে এসেছিল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার বিষয় । সেজন্য কি সভাপতির পদ থেকে সরতে হল অরূপ রায়কে ? এবিষয়ে অরূপবাবু বলেন, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তিনি মানবেন । চিরকাল কাউকে সভাপতি থাকতে হবে এরকম কোনও মানে নেই । আর দুর্নীতিকে তিনি কোনও দিন প্রশ্রয় দেননি । তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে বহিষ্কারের কথাও শোনা যাচ্ছিল । এবিষয়ে তিনি বলেন যে কিছুলোক এসব মনগড়া কথা বলছে । অন্যদিকে তিনি আরও বলেন, দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । একসাথেই তাঁরা কাজ করে 2021 বৈতরণী পার করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.