ETV Bharat / state

টিকিয়াপাড়া কাণ্ডে জড়িত তৃণমূল না BJP ? - Lockdown Exteneded

তৃণমূলের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভিডিয়ো পোস্ট করে কেন BJP-র নাম লিখছে পুলিশ কর্তৃপক্ষ ? প্রশ্ন BJP হাওড়া জেলা সদরের সভাপতির ।

Tikiapara
ছবি
author img

By

Published : May 5, 2020, 8:57 PM IST

হাওড়া, 5 মে : BJP-র সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তির ছবি দিয়ে BJP-র নাম ব্যবহার করে টুইট করেছে হাওড়া সিটি পুলিশ । এমনই অভিযোগ করলেন BJP হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা ।

তাঁর অভিযোগ, গতকাল হাওড়া সিটি পুলিশের তরফে একটি ভিডিয়ো টুইট করা হয় । টুইটে লেখা হয়, টিকিয়াপাড়া ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন BJP-র সংখ্যালঘু সেলের এক নেতার ভাই । কিন্তু আদতে ওই ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গেছে তার সঙ্গে BJP-র কোনও যোগাযোগ নেই বলেই জানান সুরজিৎ বাবু ।

পাশাপাশি তাঁর পাল্টা দাবি, পুলিশের তরফে টুইট করা ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি আসলে ওই এলাকার তৃণমূল নেতা শেখ মইনউদ্দিনের ভাই শেখ রিয়াজ়উদ্দিন। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি প্রশ্ন তোলেন, তৃণমূলের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভিডিয়ো পোস্ট করে কেন BJP-র নাম লিখছে পুলিশ কর্তৃপক্ষ ? পুলিশের কাছে অপরাধীর অপরাধ বিবেচ্য না কি তার রাজনৈতিক পরিচয় ? এই প্রশ্নও তোলেন তিনি ।

হাওড়া, 5 মে : BJP-র সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তির ছবি দিয়ে BJP-র নাম ব্যবহার করে টুইট করেছে হাওড়া সিটি পুলিশ । এমনই অভিযোগ করলেন BJP হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা ।

তাঁর অভিযোগ, গতকাল হাওড়া সিটি পুলিশের তরফে একটি ভিডিয়ো টুইট করা হয় । টুইটে লেখা হয়, টিকিয়াপাড়া ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন BJP-র সংখ্যালঘু সেলের এক নেতার ভাই । কিন্তু আদতে ওই ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গেছে তার সঙ্গে BJP-র কোনও যোগাযোগ নেই বলেই জানান সুরজিৎ বাবু ।

পাশাপাশি তাঁর পাল্টা দাবি, পুলিশের তরফে টুইট করা ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি আসলে ওই এলাকার তৃণমূল নেতা শেখ মইনউদ্দিনের ভাই শেখ রিয়াজ়উদ্দিন। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি প্রশ্ন তোলেন, তৃণমূলের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভিডিয়ো পোস্ট করে কেন BJP-র নাম লিখছে পুলিশ কর্তৃপক্ষ ? পুলিশের কাছে অপরাধীর অপরাধ বিবেচ্য না কি তার রাজনৈতিক পরিচয় ? এই প্রশ্নও তোলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.